রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্যসমূহ কি কি?

1. রাষ্ট্র একটি সার্বভৌম, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান পক্ষান্তরে সরকার হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগকারী একটি সংস্থা।
2. রাষ্ট্র গঠিত হয় চারটি উপাদানের সমন্বয়ে পক্ষান্তরে সরকার হলো রাষ্ট্র গঠনের উপাদান মাত্র।
3. শাসক ও শাসিত সকল জনগণ নিয়ে রাষ্ট্র গঠিত। পক্ষান্তরে আইন বিভাগ, শাসন বিবাগ ও বিচার বিভাগের সিথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে সরকার গঠিত।
4. রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান।
পক্ষান্তরে সরকার পরিবর্তনশীল।
5. রাষ্ট্রের রূপ একই রকম।
পক্ষান্তরে সরকারের রূপ বিভিন্ন রকমের হতে পারে।
6. রাষ্ট্রের সার্শভৌম ক্ষমতা আছে।
পক্ষান্তরে সরকারের সার্বভৌম ক্ষমতা নেই।
7. রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে না।
পক্ষান্তরে সরকারের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ থাকতে পারে।
8. রাষ্ট্র অসীম ক্ষমতার অধিকারী।
পক্ষান্তরে সরকার সীমিত ক্ষমতার অধিকারী।
9. রাষ্ট্রের ধারণা তত্ত্বগত রাষ্ট্রকে বাস্তবে প্রত্যক্ষ করা যায় না।
পক্ষান্তরে সরকার একটি বাস্তব প্রতিষ্ঠান সরকারকে বাস্তবে প্রত্যক্ষ করা যায়।
10. রাষ্ট্র হলো মানবসেবার রাজনৈতিক চেতনার একটি বিকশিত রূপ। পক্ষান্তরে সরকার রাষ্ট্রের উদ্দেশ্য হাসিলের উপায় অর্থাৎ রাষ্ট্রের মুখপাত্র বিশেষ।
11. রাষ্ট্র একটি মৌলিক প্রতিষ্ঠান।
পক্ষান্তরে সরকার হলো রাষ্ট্রেরই একটি প্রতিষ্ঠান বা সংগঠন।

Catagories