প্রিয় পরীক্ষাথীগণ, বিডিলাভ২৪.কম টিম সকল গ্রুপের উত্তরমালা তৈরী করতেছে।।আশারাখি পরীক্ষা শেষ হওয়ার ১ ঘন্টার মধ্যে সব বিষয়ের উত্তরমালা আপনার কাছে পৌঁছে দিতে পারবো।
এস.এস.সি. পরীক্ষা-২০১৮
ফিন্যান্স ও ব্যাংকিং
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)
১. অর্থবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m এর মান কত হয়?
উত্তর: (ঘ) ২ বিডিলাভ২৪.কম
২. প্রত্যয়নপত্র কার অনুকূলে ইস্যু করা হয়?
উত্তর: (গ) রপ্তানিকারক
৩. ঝুঁকি গ্রাস করা যায়- বিডিলাভ২৪.কম
উত্তর: (ঘ) সঠিক পরিকল্পনার মাধ্যমে, প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে বিডিলাভ২৪.কম
৪. সুদের হার বাড়লে-
উত্তর: (খ) বিনিয়োগ এর বাজারমূল্য কমবে বিডিলাভ২৪.কম
৫. কাঠামোভিত্তিক ব্যাংক কয়টি?
উত্তর: (গ) ৪ বিডিলাভ২৪.কম
৬. ৫০০ টাকার বিলে ২% বাট্টা ধার্য করা হলে কত টাকা নগদ সংগ্রহ করা যাবে?
উত্তর: (ক) ৪৯০ টাকা বিডিলাভ২৪.কম
৭. মিসেস আয়শার জন্য কোন ধরনের হিসাব যথোপযুক্ত?
উত্তর: (খ) সঞ্চয়ী হিসাব বিডিলাভ২৪.কম
৮. মিসেস আয়শা তার ব্যাংক থেকে যে ধরনের সেবা ও সুবিধা পেতে পারেন সেগুলো হল-
উত্তর: (গ) স্বল্পহারে সুদপ্রাপ্তি, যতবার খুশি ততবার টাকা জমা রাখা বিডিলাভ২৪.কম
৯. World Trade Organization (WTO) কোন দশকে আত্মপ্রকাশ করে?
উত্তর: (গ) ১৯৯০ বিডিলাভ২৪.কম
১০. বন্ডের যে সকল বৈশিষ্ট্য রয়েছে তা হল-
উত্তর: (ঘ) জামানত, পরিকপ¦তা, রূপান্তরযোগ্যতা ( বিডিলাভ২৪.কম
১১. হুকুম চেকের বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: (ঘ) কেবল নির্দিষ্ট ব্যক্তি অর্থ উত্তোলন করতে পারে বিডিলাভ২৪.কম
১২. মূলধন বাজেটিং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়-
উত্তর: (ক) স্থায়ী সম্পত্তি ক্রয়ের, স্থায়ী সম্পত্তি আধুনিকায়নের BDLove24.Com
১৩. অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস-
উত্তর: (খ) ঋণপত্র বিডিলাভ২৪.কম
১৪. দেশের মুদ্রাবাজা নিয়ন্ত্রণ করে-
উত্তর: (খ) সরকার, কেন্দ্রীয় ব্যাংক বিডিলাভ২৪.কম
১৫. এই ধরনের লভ্যাংশ প্রদানের নীতিকে কী বলা হয়?
উত্তর: (গ) লভ্যাংশ প্রদান অনুপাত নীতি বিডিলাভ২৪.কম
১৬. উপরোক্ত উদ্দীপক অনুসারে লভ্যাংশ প্রদানের পরিমাণ কত হবে?
উত্তর: (ক) ১২,৫০,০০০ টাকা বিডিলাভ২৪.কম
১৭. ঋণদান, নোট ইস্যু এগুলো ব্যাংকের কোন ধরনের নীতি?
উত্তর: (খ) বিশেষায়নের নীতি বিডিলাভ২৪.কম
১৮. পরিচালন ব্যয়ে স্থায়ী খরচের পরিমাণ বেশি হলে কী তৈরি হয়?
উত্তর: (ক) ব্যবসায়িক ঝুঁকি – বিডিলাভ২৪.কম
১৯. ট্রাভেলারস্ চেক হতে বাণিজ্যিক ব্যাংক কী পেয়ে থাকে?
উত্তর: (খ) কমিশন – বিডিলাভ২৪.কম
২০. ঋণের শেষ আশ্রয়স্থল-
উত্তর: (গ) বাংলাদেশ ব্যাংক – বিডিলাভ২৪.কম
২১. বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া কখন শুরু হয়?
উত্তর: (গ) সত্তরের দশকে – বিডিলাভ২৪.কম
২২. মুনাফার অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাকে কী বলে?
উত্তর: (খ) সংরক্ষিত তহবিল বিডিলাভ২৪.কম
২৩. নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃ প্রবাহ পাওয়া যায়?
উত্তর: (ক) অবচয় বিডিলাভ২৪.কম
২৪. কাঠামোর ভিত্তিতে এক্সিম ব্যাংক কোন ধরনের ব্যাংক?
উত্তর: (খ) শাখা ব্যাংক বিডিলাভ২৪.কম
২৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদস্য সংখ্যা কতটি দেশ?
উত্তর: (গ) ১৮৯ বিডিলাভ২৪.কম
২৬. xyz এর সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?
উত্তর: (গ) ১০.২১% বিডিলাভ২৪.কম
২৭. যদি বৃদ্ধির হার ৩.৫% হয় সেক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?
উত্তর: (ক) ১০.৭৫% বিডিলাভ২৪.কম
২৮. কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক কতজন?
উত্তর: (খ) ১২ বিডিলাভ২৪.কম
২৯. ARR এর পূর্ণরূপ কী?
উত্তর: (গ) Annual Rate of Return বিডিলাভ২৪.কম
৩০. বিদ্যালয় একটি-
উত্তর: (ঘ) সামাজিক প্রতিষ্ঠান
আপনাদের কষ্টের অবসাদ ঘটিয়ে পড়ালেখা সম্পর্কিত নানা বিষয় সম্পর্কে জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একটা সময় ছিলো যখন পরীক্ষার্থীকে বাসায় এসে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে হতো। সেই দিন এখন শেষ… এখন আপনি এক ক্লিকে আমাদের ওয়েবসাইটে এসে সকল পরীক্ষার MCQ উত্তরমালা পেয়ে যাচ্ছেন। বিনিময়ে আপনাদের কাছে একটাই চাওয়া আপনার সকল বন্ধুকে উত্তরমালাগুলো শেয়ার করুন যাতে তারা ও উত্তরমালাগুলো পায়। তাদেরকে যেন বাসায় গিয়ে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে না হয়।
ধন্যবাদ আমাদের বিডিলাভ২৪.কম এর পাশে থাকার জন্য , আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু …
Home »
SSC Exam 2018 Answer Sheet
,
SSC Exam Suggesstions
,
Study
» এস.এস.সি ২০১৮ – ফিন্যান্স ও ব্যাংকিং MCQ উত্তরমালা।