#অতি_সাম্প্রতিক তথ্য(১৩০টি)
সূত্রঃ কারেন্ট অ্যাফেয়ার্স(নভেম্বর)
০১|| "গম"উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশের নাম কী?
®=>চীন ও রাশিয়া
০২|| "গম"আমদানিতে বাংলাদেশ কততম?
®=>৫ম। শীর্ষে মিসর।
০৩|| "ধান"উৎপাদনে শীর্ষ দেশের নাম কী?
®=>চীন (বাংলাদেশ ৪র্থ)
০৪|| "চাল"রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
®=>ভারত
০৫|| "ভুট্টা"রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
®=>যুক্তরাষ্ট্র (আমদানিতে ম্যাক্সিকো)
০৬|| "গ্রিনহাউজ গ্যাস"নির্গমনে শীর্ষ দেশ কোনটি?
®=>চীন
০৭|| ২০১৮ সালে বৈশিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ ও সর্বনিম্ন দেশ কোনটি?
®=>যুক্তরাষ্ট্র ও শাদ
০৮|| ২০১৮ সালে বৈশিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশ কততম?
®=>১০৩ তম।
০৯|| বিশ্বব্যাংকের ২০১৮ সালের মানবসম্পদ সূচকে শীর্ষ ও সর্বনিম্ন দেশ কোনটি?
®=>সিঙ্গাপুর ও শাদ
১০|| বিশ্বব্যাংকের ২০১৮ সালের মানবসম্পদ সূচকে বাংলাদেশ কততম?
®=>১০৬তম।
__রমজান___
১১|| বিশ্বের দীর্ঘতম সমুদ্রসেতু কোন দেশে অবস্থিত?
®=>চীনে(দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার)
১২|| বাংলাদেশে মোবাইল নম্বর পোর্টেবিলিটি(MNP)চালু হয় কবে?
®=>১ অক্টোবর ২০১৮(বিশ্বে ৭২তম)
১ম সিঙ্গাপুরে ১এপ্রিল ১৯৯৭।
১৩|| বাংলাদেশের ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কী?
®=>নগদ।
১৪|| বর্তমানে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশ কততম?
®=>৮ম(বৃদ্ধির হার ১.১%)
১৫|| জনসংখ্যায় বৃদ্ধির হার সর্বাধিক ও সর্বনিম্ন কোন দেশে?
®=>ওমান ও সিরিয়া।
১৬|| ২০১৮ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন?
®=>১২ জন।
১৭|| "No Spin" আত্মজীবনীর রচয়িতা কে?
®=>শেন ওয়ার্ন
১৮|| কোন গ্রন্থের জন্য অ্যানা বার্নস ২০১৮ সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন?
®=>Milkman
১৯|| বঙ্গবন্ধুর রচিত "অসমাপ্তজীবনী"গ্রন্থের স্প্যানিশ ভাষায় অনুবাদ করেন কে?
®=>বেঞ্জামিন ক্লার্ক।
২০|| বঙ্গবন্ধুর রচিত "অসমাপ্তজীবনী"গ্রন্থের হিন্দি ভাষায় অনুবাদ করেন কে?
®=>প্রেম কাপুর
by Ramjan
২১|| বাংলাদেশের বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথক হয় কবে?
®=>১নভেম্বর ২০০৭।
২২|| আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার(IRENA)বর্তমান সদস্য দেশ কতটি?
®=>১৫৯টি(সর্বশেষ তুর্কিমেনিস্তান)
২৩|| বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেলের নাম কী?
®=>ডা.সুসানে গীতি
২৪|| বর্তমানে দেশের কতটি উপজেলায় নদ-নদীতে ইলিশ পাওয়া যায়?
®=>১২৫টি।
২৫|| বিদ্যুতের প্রথম স্মার্ট প্রিপেইড মিটার কারখানা কোথায় স্থাপন করা হয়?
®=>খুলনায়।
২৬|| "ভাস্কর্য "অনুপ্রেরণা ১৯"কোথায় অবস্থিত?
®=>গাজিপুরে(ভাস্কর আরিফুজ্জামান নূরনবী)
২৭|| বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউটের(BRRI) নতুন দুটি ধানের জাত কী কী?
®=>ব্রি ৮৮, ব্রি ৮৯।
২৮|| প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটাপ্রথা বাতিল করা হয় কবে?
®=>৪ অক্টোবর ২০১৮।
২৯|| দীর্ঘ ২৭ বছর পর বাংলাদেশের শিপিং কর্পোরেশনের(BSC) বহরে যুক্ত হওয়া জাহাজের নাম কী?
®=>বাংলার জয়যাত্রা।
৩০|| বাংলাদেশের শিপিং কর্পোরেশনের(BSC) বহরে বর্তমানে যুক্ত হওয়া জাহাজ কতটি?
®=>৩টি।
®Ramjan®
৩১|| দেশের সবচেয়ে ছোটগ্রাম কোনটি?
®=>শ্রীমুখ,বিশ্বনাথ সিলেট।
গ্রামের জনসংখ্যা মোট ৫ জন।
৩২|| জলবায়ু পরিবর্তন বিষয়ক অর্থনীতির জনক বলা হয় কাকে?
®=>অধ্যাপক উইলিয়াম নর্ডহাস(যুক্তরাষ্ট্র)
৩৩|| "S-400"ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কোন দেশের?
®=>রাশিয়ার।
৩৪|| "Five Eyes বা Fvey" কী?
®=>পাঁচটি দেশের গোয়েন্দা সংস্থা নিয়ে গঠিত বিশ্বের শীর্ষ গোয়েন্দা নেটওয়ার্ক।
৩৫|| বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে গাঁজা বিক্রি ও ব্যবহারের আইনগত অনুমোদন দেয় কোন দেশ?
®=>কানাডা(১ম উরুগুয়ে ২০১৩)
৩৬|| ২০১৮ সালের অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
®=>রবার্ট ল্যাংলান্ডস(কানাডীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক)
৩৭|| ২০১৮ সালে সিডনি শান্তি পুরস্কার লাভ করেন কে?
®=>জোসেফ স্টিগলিজ।
৩৮|| বিশ্বের মোট জনসংখ্যা কত?
®=>৭৬৩.৩০ কোটি।চীন ১৪১.৫০ কোটি।
৩৯|| ২৫ অক্টোবর ২০১৮ ঘোষিত ফিফা রেংকিং এ শীর্ষ দেশ কোনটি?
®=>বেলজিয়াম(বাংলাদেশ ১৯৪তম)
৪০|| "অলিম্পিক গেম বা অলিম্পিকো" কী?
®=>কর্নার থেকে সরাসরি গোল করাকে বলে অলিম্পিক গেম বা অলিম্পিকো।
৪১|| "লাইকা"কী?
®মহাকাশে প্রথম প্রাণী হিসেবে প্রেরিত ১টি কুকুরের নাম(৩ নভেম্বর ১৯৫৭)
৪২|| দেশের প্রথম নারী বিচারপতির নাম কী?
®নাজমুন আরা সুলতানা।
৪৩|| ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী কে?
®ডা.লোটে শেরিং(তিনি বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের MBBS এর ২৮তম ব্যাচের ছাত্র ছিলেন)
৪৪|| ইরাক ও ইয়েমেনের বর্তমান প্রধানমন্ত্রী কে?
®আদেল আবদুল মাহদি ও মঈন আবদুল মালিক সাঈদ।
৪৫|| বিশ্ব শিক্ষক দিবস, ডাক দিবস ও দারিদ্র্য বিমোচন"দিবস কবে?
®→৫ অক্টোবরে
®→৯ অক্টোবরে
®→১৭ অক্টোবরে
৪৬|| অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্নের আত্মজীবনীমূলক বইয়ের নাম কী?
®"No Spin"
৪৭|| স্টিফেন হকিংস রচিত সর্বশেষ গ্রন্থের নাম কী?
®"Big Answer to the Big Question"
৪৮|| প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রথম কোন বিদেশি লেখকের বইয়ের নাম কী?
®হাসিনা আকাইক ও আসাতি(বাংলা 'শেখ হাসিনা: উপাখ্যান ও বাস্তবতা'।লিখেছেন মিসরীয় লেখক মুহসিন আল আরিসি)
৪৯|| বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী"সর্ব শেষ কোন ভাষায় অনূদিত হয়?
®স্প্যানিশ ভাষায়। অনুবাদ করেন বেঞ্জামিন ক্লার্ক।
৫০|| বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" এ পর্যন্ত কতটি ভাষায় অনূদিত হয়েছে?
®৮টি(ইংরেজি,হিন্দি,চৈনিক,জাপানি,ফরাসি,আরবি,তুর্কি ও স্প্যানিশ)
৫১|| সম্প্রতি নির্মিত "অনুপ্রেরণা ১৯" ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
®গাজিপুরের সার্কিট হাউজ প্রাঙ্গণে।
৫২|| বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের নাম কী?
®তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।
৫৩|| বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরের নাম কী?
®"ইস্তাম্বুল বিমানবন্দর"তুরস্ক। ইংরেজি
(Istanbul New Airport)
৫৪|| বিশ্বের সবচেয়ে বড় পাখির নাম কী?
®"টাইটান"ব্রিটিশদের।১০ফুট উচ্চতা।
৫৫|| ২০১৮ সালে "ম্যান বুকার পুরস্কার" লাভ করেন কে?
®আইরিশ লেখিকা অ্যানা বার্নস।তার তৃতীয় উপন্যাস Milkman এর জন্য।
৫৬|| দেশের পোশাকশিল্পের পথিকৃৎ বলা হয় কাকে?
®এম নূরুল কাদের কে।
৫৭|| "Mobile Number Portability"বা MNP সেবা কী?
®মোবাইল ফোনের নম্বর অপরিবর্তিত রেখে অন্য অপারেটর এর সুবিধা নেওয়াকে MNP বলে।
৫৮|| "MNP"প্রথম কোন দেশে কবে চালু হয়?
®সিঙ্গাপুরে ১৯৯৭ সালের ১ এপ্রিলে।
৫৯|| বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ MNP সেবা চালু করে?
®৭২তম(১ অক্টোবর ২০১৮)
৬০|| দেশের প্রথম ডিজিটাল আর্থিক সেবার নাম কী?
®ডাক বিভাগের "পোস্টাল ক্যাশ কার্ড"
(২০১০ সালে চালু হয়)
৬১|| বাংলাদেশে কত সালে কোটা ব্যবস্থা চালু করা হয়?
®৫ সেপ্টম্বর ১৯৭২ সালে।
৬২|| প্রথম নারী মেজর জেনারেলের নাম কী?
®ড.সুশানে গীতি।
৬৩|| জাতিসংঘ থেকে দ.আফ্রিকাকে কত সালে বহিষ্কার করা হয়েছিল?
® ৬ নভেম্বর ১৯৬২ সালে।
৬৪|| বর্তমানে দেশে কতটি রাজনৈতিক দল আছে ও নিবন্ধিত কতটি?
®১৯৩টি।নিবন্ধিত ৩৯টি।
৬৫|| একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ও কম ভোটার কোন আসনে?
®→বেশি - ঢাকা ১৯ আসনে(৭ লক্ষ ৪৭ হাজার+)
®→কম - ঝালকাঠী-১ আসনে(১ লক্ষ ৭৮ হাজার+)
৬৬|| জাতীয় সংসদের ১ নং ও ৩০০ নম্বর আসন কোনটি?
®→ ১নম্বর পঞ্চগড়,৩০০ নম্বর পার্বত্য বান্দরবান।
৬৭|| জাতিসংঘের আন্তর্জাতিক আদালত(ICJ)এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
®→নেদারল্যান্ডের "দি হেগ"শহরে।
৬৮|| বিশ্বের সর্ববৃহৎ তৈরি "ছাতা"কোন দেশের?
®→সৌদি আরবের মক্কায় তৈরি মসজিদুল হারামের ৭টি ছাতা।প্রতি ছাতার তলে আড়াই হাজার মুসল্লি নামায পড়তে পারবে।পূর্বে ছিল চীন দেশের।
৬৯|| দুই কোরিয়ার মাঝে অবস্থিত "শান্তির গ্রাম"বলা হয় কোন গ্রামকে?
®→পানমুনজাম গ্রামকে।
৭০|| কানাডা বিশ্বের কতজন সম্মানিত ব্যক্তিকে তাদের দেশের "নাগরিকত্ব" দিয়েছিল?
®→৬জনকে(১জন ছিলেন সুচি) সুচির সম্প্রতি নাগরিকত্ব কেড়ে নেয় দেশটি।
৭১|| ২০১৯ সালে উন্নয়নশীল দেশের জোট G-77 এর নেতৃত্ব দিবে কোন দেশ?
®→ফিলিস্তিন(জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা প্রাপ্ত দেশ ফিলিস্তিন)
৭২|| "হ্যালির ধুমকেতু"আবিষ্কার করেন কে?
®→এডমন্ড হ্যালি(জন্ম ১৮৫৬)
৭৩|| যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর মধ্যে কত সালে (North American Free Trade Agreement)বা NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়?
®→১ জানু ১৯৯৪ সালে।(নতুন নাম হবে USMCA)
৭৪|| ৫টি প্রদেশ নিয়ে "পাকিস্তান" দেশের নামকরণ করেন কে?
®→আল্লামা ইকবাল(জন্ম ১৮৭৭)
৭৫|| আলোচিত সৌদির রাজনৈতিক সাংবাদিক ব্যক্তিত্ব "জামাল খাসোগি"কে কবে হত্যা করা হয়?
®→২ অক্টোবর ২০১৮(তার চাচাতো ভাই দোদি আল খাসোগি ছিল ব্রিটিশ রাজকুমারী মিস ডায়নার প্রেমিক)
→রমজান
৭৬|| "এলাহাবাদ বা আল্লাহর শহর"নামকরণ করেছিলেন কে?
®→সম্রাট আকবর(১৫৭৫)
৭৭|| "এলাহাবাদ"এর বর্তমান নাম কী হবে?
®→প্রয়াগরাজ(প্রয়াগ অর্থ উৎসর্গের স্থান)
৭৮|| বিশ্বের প্রথম "আন্ডারগ্রাউন্ড" হোটেল তৈরি করে কোন দেশ?
®→চীন(১৮ তলার ১৬তলাই মাটির নিচে)
৭৯|| মাও সেতুং সমাজতন্ত্রী চীন কত সালে প্রতিষ্ঠা করেন?
®→১৯৪৯ সালে।
৮০|| সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝর "তিতলি"এর অর্থ কী?
®→প্রজাপতি(নাম দেন পাকিস্তান)
৮১|| ২০৩০ সালে বৈশ্বিক উষ্ণতা কত ডিগ্রি হতে পারে?
®→ ১.৫ডিগ্রি সেলসিয়াস
৮২|| আধুনিক তুরস্কের জনক বলা হয় কাকে?
®→মোস্তফা কামাল পাশাকে(মৃত্যু ১৯৩৮)
৮৩|| ২০১৮ সালে মোট কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করে?
®→১২জন(৯জন পুরুষ,৩জন নারী)
৮৪|| স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে কত সালে "নূর মোহাম্মদ" নিহত হয়?
®→১০ নভেম্বর ১৯৮৭ সালে।
৮৫|| নোবেল পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ বিজয়ী কে?
®→আর্থার অ্যাশকিন(৯৬ বছর) পদার্থ বিজ্ঞান-২০১৮।
৮৬|| বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কতবার সাহিত্যে নোবেল দেওয়া স্থগিত করে পরবর্তী বছরে একসাথে দেওয়া হয়েছে?
®→৭ বার(১৯১৫,১৯,২৪,২৮ ও ১৯৪৯)
৮৭|| ২০১৮ সালে শান্তিতে নোবেল জয়ী দুজন কে?
®→কঙ্গোর ডেনিস মুকওয়েগে ও ®→ইরাকের নাদিয়া মুরাদ।
৮৮|| কবে সাহিত্যে নোবেল জয়ী হিসেবে বিশ্বকবি "রবীন্দ্রনাথের"নাম ঘোষণা করা হয়?
®→১৩ নভেম্বর ১৯১৩ সালে।
৮৯|| বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ক্যামেরার নাম কী?
®→টি-কাপ(তৈরি করেন ক্যালিফোর্নিয়া ইনিস্টটিউট অব টেকনোলজি)
৯০|| মানুষের তৈরি প্রথম "মহাকাশযান" কোনটি?
®→ভয়েজার-১(১৯৭৭ সালে)
২য়→ভয়েজার-২(২০১৮ সালে)
___রমজান____
৯১|| বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮
(৪১তম) অনুযায়ী সর্বাধিক ও সর্বনিম্ন জন্মহার কোন দেশের?
®→সর্বাধিক ওমান(৫.৮%)
®→সর্বনিম্ন সিরিয়া(-১.৭%)
৯২|| বিশ্ব জনসংখ্যা রিপোর্ট--২০১৮ অনুযায়ী "শূন্য"জনসংখ্যার দেশ কতটি?
®→২টি(আলবেনিয়া ও বেলারুশ)
৯৩|| জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
®→৮ম ও সার্কভুক্ত দেশগুলোর মাঝে ৩য়)
৯৪|| বিশ্বের সবচেয়ে ক্ষমতাধারী পাসপোর্ট কোন দেশের?
®→জাপানের(দুর্বল আফগানিস্তান ও ইরাকের)
৯৫|| বৈশ্বিক ক্ষুধা ও প্রতিযোগিতার সক্ষমতার সূচকে বাংলাদেশ কততম?
®→৮৬তম ও ১০৩ তম।
৯৬|| বিশ্বে চরম দারিদ্র্যের সংখ্যাত শতাংশ?
®→১০%(বাংলাদেশে ১৫.২০%)
৯৭|| বিশ্বের শীর্ষ চরম দারিদ্র্যের দেশ কোনটি?
®→ভারত(সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশ ২য়)
৯৮|| মাদকাসক্ত ব্যক্তিরা কোন মাদকটি বেশি গ্রহণ করে?
®→গাঁজা(ক্যানাবিস)---৮২.৯০%
৯৯|| মাদকগ্রহণে দেশের শীর্ষ বিভাগ কোনটি?
®→চট্টগ্রাম(মাদক ব্যবসায়ী বেশি ঢাকাতে)
১০০|| বসবারের জন্য সেরা শহর কোনটি?
®→সিঙ্গাপুর(আয়ের জন্য সুইজারল্যান্ড)
১০১|| সবচেয়ে বেশি জাহাজের মালিক কোন দেশ?
®→চীন(কনটেইনারে---জার্মানি)
১০২|| ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
®→জওহরলাল নেহেরু(জন্ম ১৮৮৯)
১০৩|| হযরত মুহাম্মদ (সঃ) কতটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন?
®→২৭টি(প্রথম ১৪ বছর বয়সে ফুজ্জার যুদ্ধ,মারা যান স্ত্রী আয়েশার ঘরে)
১০৪|| টি২০তে মেয়েদের রেংকিং কত?
®→৯ম/ছেলেরা ১০ম
১০৫|| "ক্যাবিনেট মিশন" কী?
®→১৯৪৬ সালে ভারতের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য আসা ব্রিটিশ মন্ত্রিসভার প্রতিনিধি দল।সদস্য ছিল ৩।
-----®রমজান®------
১০৬|| "মুসলিম সাহিত্য সমাজ" এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
®→ নওয়াব আবদুল লতিফ(১৯১১)।
১০৭|| আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে?
®→ অ্যান্টনি ল্যাভয়সিয়েকে।
১০৮|| শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত দেশের প্রথম ভাস্কর্যের নাম কী ও কোথায়?
®→অপরাজেয় বাংলা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের চত্বরে।স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালেদ।
১০৯|| "সুয়েজ খাল" নৌ চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে কবে উন্মুক্ত করা হয়?
®→১৬ নভে. ১৮৬৯ সালে।
®→মিশর জাতীয়করণ করে ১৯৫৬ তে
১১০|| ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ মনে করা হয় কাকে?
®→মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে।
®→কেরী সাহেবের মুন্সী--রামরাম বসু
১১১|| চর্যাপদের কোন পদটি টীকাকার ব্যাখ্যা করেন নি?
®→১১ নং পদের।
১১২|| রামাইপণ্ডিত রচিত "শূন্যপুরান" কতটি অধ্যায়ে সম্পূর্ণ?
®→৫১টি।
১১৩|| একটি সম্পপূর্ণ মঙ্গলকাব্যে কতটি অংশ থাকে?
®→৫টি
১১৪|| বাংলা ভাষাবিষয়ক বৃহৎ গবেষণা প্রতিষ্ঠানের নাম কী?
®→বাংলা একাডেমি(১৯৫৫)
®→পূর্ব নাম বর্ধমান হাউজ।
১১৫|| রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের নামকরণ করে যেতে পারেন নি?
®→শেষ লেখা
১১৬|| বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে?
®→আবদুর রউফ
®→অঙ্গসজ্জা--জয়নুল আবেদিন।
১১৭|| মালদ্বীপ বাংলাদেশে প্রথম দূতাবাস চালু করেন কত সালে?
®→১ এপ্রিল ২০০৮ সালে।
১১৮|| বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে?
®→অস্ট্রিয়ার প্রেসিডেন্টট সেবাস্তিয়ান কুর্জ।
১১৯|| ২০১৯ সালের ১১তম BRICS সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
®→ব্রাজিলে।
১২০|| ইরাকের কুর্দিস্থানের রাজধানীর নাম কী?
®→ইরবিল।
১২১|| কার উদ্যোগে কাজী নজরুলকে ভারত থেকে বাংলাদেশে আনা হয়?
®→তৎকালীন রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর উদ্যোগে।
®→বঙ্গবন্ধুর প্রত্যক্ষ ভূমিকায়।
১২২|| কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়?
®→১৮ ফেব্রুয়ারি ১৯৭৬ সালে।
১২৩|| পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থার বর্তমান নাম কী?
®→Bangladesh Securities & Exchange Commission(BSEC)
_By___Ramjan
১২৪|| SEC থেকে কত সালে Bangladesh Securities & Exchange Commission (BSEC)কত সালে নামকরণ হয়?
®→১০ডিসে.২০১২ সালে।
১২৫|| বাংলাদেশে IMF'র বর্তমান কার্যালয় কোথায় অবস্থিত?
®→আগারগাঁও এ(সদস্য লাভ ১৯৭৪)
১২৬|| IMF এর বর্তমান সদস্য দেশ কতটি?
®→১৮৯টি
১২৭|| বাংলাদেশের কৃত্রিম ম্যানগ্রোভ বন কতটি জেলায়?
®→ ৮টি জেলায়।
১২৮|| বাংলাদেশের কতটি জেলায় সংসদীয় আসন ১টি করে?
®→৩টি জেলায়।
®→রাঙামাটি,বান্দরবান,খাগড়াছড়িতে।
১২৯|| "বঙ্গ"নামের উল্লেখ আছে?
®→ঐতরেয় আরণ্যক গ্রন্থে
®→কুটিল্যের অর্থ শাস্ত্রে
১৩০|| সময়ের প্রাচীন দেশীয় এককের নাম কী?
®→প্রহর(৩ঘণ্টা ১প্রহর,৮প্রহর ১দিন)
(ভালো লাগলে শোকরিয়া জ্ঞাপন করে "ধন্যবাদ"দিয়েন, অনুপ্রেরণা পাব)
নোটঃ Ramjan Ali Suman