আর্সেনিক
মুক্ত করার অনেক পদ্ধতি রয়েছে এর মধ্যে হলো Reverse osmosis,
ultra-filtration, distillation এবং one bucket method . তবে এর মধ্যে
তুলনমূলক ভাবে সবচাইতে সহজ পদ্ধতি মনে হয় "one bucket method" যা ঘরোয়া
জিনিস দিয়েই করা সম্ভব I এবং এর মাধ্যমে আর্সেনিক-III এবং আর্সেনিক-V
উভয়ই রিমুভ করা সম্ভব I তবে এরজন্য কেবলমাত্র একটি গুরুত্বপূর্ণ জিনিস
প্রয়োজন যার নামহলো "Auro-Aquasafe" যা একটা ছোট প্যাকেট এর ভিতর থাকে
একধরনের গুড়া পদার্থ I আর আরেকটি জিনিস গুরত্বপূর্ণ তাহলো একটি স্টিক I এই
স্টিক এর বৈশিষ্ঠ হলো এর ব্যাস যত কম হয় ততোই ভালো কারণ এর ফলে পানি
আর্সেনিক মুক্ত করার হার অনেক বেড়ে যায় ,তবে এর নির্দিষ্ট মান হলো এর
ব্যাস ১ সেমি এর কম থাকতে হবে ,নাহলে হবেনা ! আর আরেকটি জিনিস প্রয়োজন
যাহলো একটি বাকেট যার নিচে একটি ট্যাপ থাকবে থাকবে I (এইটা যোগার করা খুব
সহজ ছেলে নিজেরাই বানিয়ে নিতে পারি !) এখন আর্সেনিক যুক্ত পানি কে সেই
ট্যাপ যুক্ত বাকেট এ রাখি ,তারপর এর উপর "Auro Aquasafe" পুরোটা ঢেলে দেই (
দ্রষ্টব্য - এক প্যাকেট ১০ লিটার পানির জন্য প্রযোজ্য ) এরপর সেই স্টিক
দিয়ে ১ মিনিট পানি দ্রুত নাড়তে থাকি I এইখানে একটি বিষয় লক্ষনীয় দ্রুত
বলতে কিন্তু ঠিক দ্রুতয় বলা হচ্ছে অর্থাত তারাতারি ! (সঠিক হিসাব হলো ১৫০
রোটেশন পার মিনিট !) এর এইভাবে ১ মিনিট নাড়তে থাকি I এরপর যা করতে হবে
তাহলো ১ মিনিট নাড়ার পর আরো ৩০ মিনিট এমনিতেই রেখে দেই I ব্যাস তাহলে পানি
প্রস্তুত পান করার জন্য I আর এর ফলে আর্সেনিক এর লেভেল 0.4 - 0.5 mg/L
থেকে 0 .01/L এ নিয়ে আশা সম্ভব অর্থাত ৪০ থেকে ৫০ গুন কমিয়ে ফেলা সম্ভব
,যা বিশুদ্ধ হিসেবে গণ্য করা হয় !