HSC Bangla 1st Part - বায়ান্নর দিনগুলো শেখ মুজিবুর রহমান

#টপ_টুয়েন্টি_তথ্য!
শুভ সকাল। 
এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ আয়োজন। 
বিষয় : বাংলা। 
আজকের টপিক
#বায়ান্নর_দিনগুলো
শেখ মুজিবুর রহমান

১।♦শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগন্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। 

২।♦বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ অক্টোবর বিশ্বশান্তি পরিষদ কতৃক প্রদত্ত 'জুলিও কুরি' পুরস্কারে ভূষিত হন। 

৩।♦বায়ান্নর দিনগুলো 'অসমাপ্ত আত্মজীবনী' থেকে নেওয়া। 

৪।♦অসমাপ্ত আত্মজীবনী ২০১২ সালে প্রকাশিত হয়। 

৫।♦সুপারিনটেনডেন্ট - আমীর হোসেন 
ডেপুটি জেলার - মোখলেসুর রহমান। 

৬।♦১৫ ই ফেব্রুয়ারি অনশন ধর্মঘটের ব্যাপারে আলোচনা আছে এই নিমিত্তে শেখ মুজিব কে জেলগেটে নিয়ে যাওয়া হল। 

৭।♦জেলখানায় ২ জন অনশনের প্রস্তুতি নিচ্ছিলেন - মুজিব ও মহিউদ্দীন। 

৮।♦শেখ মুজিব কে ঢাকা থেকে ফরিদপুর জেলায় পাঠানো হয়। 

৯।♦সুবেদারের বাড়ি - বেলুচি। 

১০।♦মহিউদ্দিন প্লুরিসিস রোগে ভুগছিলেন। 

১১।শেখ মুজিবুর রহমান চারটি চিঠি লিখলেন। 

১২।♦১৯৫২ সালে ক্ষমতায় ছিল - মুসলিম লীগ। এবং মুখ্যমন্ত্রী ছিলেন - নুরুল আমিন। 

১৩।♦শেখ মুজিবুর রহমানের মুক্তির আদেশ ২৭ ফেব্রুয়ারি আসে। 

১৪।♦শেখ মুজিবের মুক্তির অর্ডার আসে - রেডিওগ্রামে। 

১৫।♦৫ দিন পরে শেখ মুজিব নিজ ঘরে ফেরে। 

১৬।♦বঙ্গবন্ধুর আত্মজীবনী তে ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনাবলীর স্থান পেয়েছে। 

১৭।♦বঙ্গবন্ধুর 
ছোট ভাই - শেখ নাসের, 
বড়কন্যা - শেখা হাসিনা, 
বড়পুত্র - শেখ কামাল, 

১৮।♦বায়ান্নর দিনগুলো রচনায় যে যে জেলার নাম আছে - ফরিদপুর, নারায়নগন্জ, গোপালগন্জ, ঢাকা, খুলনা, বরিশাল। 

১৯। ♦বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশে ফিরে আসেন 

২০।♦বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রে সামরিক বাহিনীর কতিপয় সদস্যের হাতে সপরিবারে নিহত হন। 

আগামীদিন আরো একটি টপিক নিয়ে হাজির হব। চোখ রেখে গ্রুপে। 
#সফল_হোক_সুন্দর_ভবিষ্যতের_যাত্রা।

Catagories