#SSC_SPECIAL
বিষয় : হিসাব বিজ্ঞান
সময়: ১:৩০ ঘন্টা পূর্ণমান : ৩০+২০=৫০
১। ইরফান ট্রের্ডাস জানুয়ারি ২০১৮ এ সোহেল ট্রের্ডাসের নিকট নি¤েœাক্ত পণ্য বিক্রয় করেন।
জানু- ১ নগদে ৬০ টাকা দরে ১২০ কেজি চিনি।
জানু- ১০ ৫৫ টাকা দরে ৬০ কেজি চিনি।
জানু- ২০ ১২০ টাকা দরে ৪০ কেজি মসুর ডাল।
ইরফান ট্রের্ডাস মোট বিকয়ের উপর ৭% কারবারি বাট্টা মঞ্জুর করেন।
ক) মোট বিক্রয়েল পরিমাণ নির্ণয় কর। ২
খ) জানুয়ারি ১ তারিখের ভিত্তিতে একটি ক্যশমেমো প্রস্তুত কর। ৪
গ) জানুয়ারি ২০ তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত কর। ৪
২। ২০১৭ সালের ডিসেম্বর মাসে সজল ট্রেডাসের ব্যবসায়ে নি¤œলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে।
ডিসেম্বর- ১ রুপালী ব্যাংকে ৫০০ টাকা দিয়ে একটি হিসাব খোলা হল।
ডিসেম্বর- ৫ ধারে পণ্য ক্রয় ১০০০ টাকা।
ডিসেম্বর- ১০ নগদে পণ্য বিক্রয় ২০০০ টাকা।
ডিসেম্বর- ১৪ ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ ১০০০ টাকা।
ডিসেম্বর- ২৫ নগদে আসবাবপত্র ক্রয় ৫০০ টাকা।
ক) ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় কর। ২
খ) ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা কর। ৪
গ) বিবরণী ছকে হিসাব সমীকরণের ওপর লেনদেনর প্রভাব দেখাও। ৪
৩। ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর তারিখের সজল ট্রের্ডাসের সম্পদ ও দেনার পরিমাণ ছিল -
হাতে নগদ ৭০,০০০/- আসবাবপত্র ২৫,০০০/- পাওনা ৫০,০০০/- অগ্রিম বেতন ৫০০/- ব্যাংকজমা ৩০,০০০/- মজুদ পণ্য ৪০,০০০/- প্রাপ্যবিল ২০,০০০/- দেনা ২৫,০০০/- প্রদেয় বিল ৪০,০০০/- বছরের মাঝামাঝি সময়ে অতিরিক্ত মূলধন হিসাব ৫০,০০০ টাকা সরবরাহ করেন। নিজের প্রয়োজনে প্রতিমাসে ২০০০ টাকা পণ্য এবং নগদে ১০,০০০ টাকা করে উত্তোলন করেন। বছরের শুরুতে তিনি নগদ উদ্বৃত ২৫,০০০/-আসবাবপত্র ২০,০০০/- পুস্তক ঋণ-৩৫,০০০ ক্রয় খতিয়অনের জের ২০,০০০/- বকেয়া মজুরি ৫,০০০/- টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ২৪,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন।
ক) ০১/০১/২০১৭ তরিখের মূলধন নির্নয় কর। ২
খ) সমাপনী মূলধনের পরিমাণ নির্নয় কর। ৪
গ) সজল ট্রেডাসের লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় কর। ৪
৪। রাহাত ষ্টোর এর ২০১৮ সালের মে মাসের কতিপয় লেনদেন নি¤œরূপ।
মে- ১ ধারে পণ্য ক্রয় ৫০,০০০/-
মে- ৫ দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় ১০,০০০/-
মে- ১২ পণ্য পরিবহন ব্যয় ২,০০০/-
মে- ১৩ পণ্য বিক্রয় ১৮,০০০/-
মে-২১ বাট্রা প্রদান ৭০০ /-
মে-২৫ ধারে পণ্য বিক্রয় ২২,০০০/-
মে-২৭ দোকানের জন্য ফ্রিজ ক্রয় ৪৫,০০০/-
মে -২৮ বিদ্যুৎ বিল পরিশেঅধ ১,০০০/-
মে-২৯ কমিশন প্রাপ্তি ৩,০০০/-
মে-৩০ লভ্যাংশ প্রাপ্তি ১,০০০/-
ক) উপযুক্ত তথ্যদি হতে মূলদন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় কর। ২
খ) মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমান নির্ণয় কর। ৪
গ) মে মাসের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় কর। ৪
বহুনির্বাচনী-১০
১। মূলধন জাতীয় ব্যয় কোনটি?
ক) সুদ প্রদান খ) ভাড়া প্রদান গ) মেশিন ক্রয় ঘ) পণ্য ক্রয়
২। কোনটি মুনাফা জাতীয় লেনদেন?
ক) আসবাবপত্র ক্রয় খ) পণ্য ক্রয় গ) প্রাঙ্গন উন্নয়ন ঘ) যন্ত্রপাতি ক্রয়
৩। হিসাব তথ্যের ব্যবহারকারী পক্ষ কয়টি?
ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি
৪। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি?
ক) আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্নয় খ) ব্যয় নিয়ন্ত্রন করা
গ) জালিয়াতি ও প্রতারণা রোধ করা ঘ) আর্থিক বিবরনীর তুলনা মূলক বিশ্লেষণ করা ।
৫। কোনটি সেবামূলক প্রতিষ্ঠান?
ক) স্কুল খ) লাইব্রেরি গ) ঔষুধের দোকান ঘ) খাওয়ার হোটেল
৬। হিসাব বিজ্ঞানের জনক কে?
ক) ম্যাকগ্রোথ খ) এ ডব্লিউ জনসন গ) লুকা প্যঅসিওনি ঘ) ক্রান্সি ডব্লিউ প্রিকাল
৭। ঘটনা কত প্রকার?
ক) ৩ খ) ২ গ) ৪ ঘ) ৫
৮। হিসাবের উৎস কোনটি?
ক) লেনদেন খ) জাবেদা গ) খতিয়ান ঘ) রেওয়ামিল
৯। লেনদেনর সুবিধা গ্রহণ কারী পক্ষকে কি বলে?
ক) দাতা খ) গ্রহীতা গ) দেনাদার ঘ) পাওনাদার
১০। প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি হিসাব থাকে?
ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি