চট্টগ্রাম বোর্ড - ফিন্যান্স এন্ড ব্যাংকিং - (সেট-ঘ) MCQ Questions Solve SSC Exam 2019

চট্টগ্রাম বোর্ড
ফিন্যান্স এন্ড ব্যাংকিং
(সেট-ঘ)
উত্তরসমূহ: (তারিখ-১৪/০২/২০১৯)
১। ব্যবসায়ে পণ্য বৈচিত্রায়ন করলে-
উ: (ঘ) বিক্রয় বৃদ্ধি ও ঝুঁকি হ্রাস পাবে
২। একজন দর্জি দোকানদার তার
দৈনন্দিন খরচগুলো স্বল্পমেয়াদি তহবিল
থেকে নির্বাহ করে থাকেন। এক্ষেত্রে
তিনি অর্থায়নের কোন নীতি অনুসরণ
করেন?
উ: (খ) উপযুক্ততা নীতি
৩। ডিবেঞ্চারের সুবিধা কোনটি?
উ: (ক) নির্দিষ্ট সময়
৪। আফজল এন্ড কোং এর নগদ প্রবাহ ১
কোটি টাকা এবং নিট মুনাফা ৮০ লক্ষ
টাকা। উক্ত কোম্পানির অবচয়ের
পরিমাণ কত?
উ: (ক) 20 লক্ষ
৫। কাগজি মুদ্রা প্রচলনের কারণ ছিল-
উ: (গ) ii ও iii
৬। "Bancus" কী ধরনের শব্দ?
উ: (খ) প্রাচীন ল্যাটিন
৭। ব্যাংক ব্যবস্থাপকের নির্দেশনার
ফলে 'মুন' ব্যাংকের কোন কাজটি
সম্পাদন হবে?
উ: (ক) ঋণ আমানত সৃষ্টি
৮। কোন পরিস্থিতিতে ব্যাংক
নিজেরই গ্রাহকের সাথে সম্পর্কের
অবসান ঘটাতে পারে?
উ: (গ) গারনিশি অর্ডর জারি করলে
৯। ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা
দেখা দেয় কখন?
উ: (গ) মুদ্রা প্রচলনের পর
১০। শামীম কোন ধরনের ব্যাংকে
হিসাব খুলেছেন?
উ: (খ) বাণিজ্যিক ব্যাংক
১১। শামীম যে ব্যাংকের মাধ্যমে
দৈনন্দিন লেনদেন সম্পন্ন করেন
গ্রাহকের প্রেক্ষাপটে উক্ত ব্যাংকের
উদ্দেশ্য হতে পারে-
উ: (গ) ii ও iii
১২। ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে কোন
ধরনের সম্পর্ক বিদ্যমান?
উ: (ঘ) বন্ধক দাতা ও গ্রহীতা
১৩। কোন হিসাবে জমাতিরক্ত টাকা
উত্তোলন করা যায়?
উ: (ক) চলতি হিসাব
১৪। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের
গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি?
উ: (ঘ) আমানত গ্রহণ
১৫। কোন ব্যাংক বৈদেশিক মুদ্রার
আগমন ও নির্গউমন নিয়ন্ত্রণ করে?
উ: (ঘ) বিনিময় ব্যাংক
১৬। এখানে 'গ' ব্যাংকের কাজটি হচ্ছে-
উ: (খ) নিকাশ ঘরের
১৭। ব্যাংক কিভাবে আন্তর্জাতিক
বাণিজ্যের প্রসার ঘটায়?
উ: (ক) অর্থনৈথিক উন্নয়নে সাহায্য করে
১৮। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণে
কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি হলো-
উ: (খ) i ও iii
১৯। পাবলিক লিমিটেড কোম্পানির
মুনাফা লভ্যাংশ হিসাবে কাদের
মধ্যে বন্টিত হয়?
উ: (খ) শেয়ার হোল্ডারদের
২০। বাণিজ্য ঘাটতি পূরণের ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি?
উ: (খ) রেমিটেন্স
২১। উদ্দীপকে উল্লিখিত অর্থায়নের উৎস
হচ্ছে-
উ: (খ) i ও iii
২২। ট্রাক ব্যবহারের উৎসটি বিবেচনা
করার যৌক্তিকতা হচ্ছে-
উ: (ক) i ও ii
২৩। অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ
করা হয় তা কি দ্বারা প্রকাশ করা হয়?
উ: (গ) ঝুঁকি
২৪। কোম্পানি দেউলিয়া হয় কি
কারণে?
উ: (খ) আর্থিক ঝুঁকি বেশি হলে
২৫। সুযোগ ব্যয়কে অর্থায়ন কি বলা হয়?
উ: (গ) সময় মূল্য
২৬। কোন খাতে বিনিয়োগের সুযোগ
সবচেয়ে বেশি?
উ: (খ) ডিবেঞ্চার
২৭। আর্থিক ঝুঁকি সৃষ্টি হয় কিভাবে?
উ: (ক) দায় পরিশোধের অক্ষমতা থেকে
২৮। মূলধন বাজেটিং এর ব্যর্থতার
দায়ভার নিতে হয় কখন?
উ: (গ) অর্থ বিনিয়োগকারীকে
২৯। বর্তমানে জামিলের ব্যবসায়ের
ঋণমূলধন কত?
উ: (ক) 15 লক্ষ
৩০। মূলধন কাঠামো পরিবর্তনে জামিল
বিবেচনা করেছেন-
উ: (খ) i ও iii

Catagories