পদার্থবিজ্ঞান MCQ প্রশ্নের উত্তর - চট্টগ্রাম বোর্ড- SSC Exam 2019

চট্টগ্রাম বোর্ড
পদার্থবিজ্ঞান
(সেট-ক)
উত্তরসমূহ: (তারিখ-১৪/০২/২০১৯)
১। নিচের কোন শর্তটি পড়ন্ত বস্তুর
সূত্রের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ?
উ: (ক) স্থির অবস্থান থেকে পড়া
২। তীর ধনুকের তারকে টেনে রাখলে
সৃষ্টি হয়-
উ: (ঘ) i, ii ও iii
৩। সুমন কর্দমাক্ত রাস্তায় হাঁটতে
গিয়ে পড়ে গেলে কোন ঘর্ষণের সৃষ্টি
হয়?
উ: (ক) পিছলানো ঘর্ষণ
৪। জড়তার পরিমাপ কোনটি?
উ: (গ) ভর
৫। কোনো পদার্থের মোট তাপের
পরিমাণ অণুগুলোর মোট গতিশক্তির
সাথে কিভাবে সম্পর্কযুক্ত?
উ: (ক) সমানুপাতিক
৬। শক্তির মাত্রা কোনটি?
উ: (খ) ML2 T-1
৭। নিচের কোন রাশিটি ছাড়া হুকের
সূত্র অকার্য কর হবে?
উ: (ঘ) স্থিতিস্থাপক সীমা
৮। এভারেস্ট পর্বতশৃঙ্গের উপর
বায়ুমন্ডলীয় পারদ চাপ কত হবে?
উ: (ঘ) 22.8 cm
৯। একটি তড়িচ্চালক শক্তি 10ওহম এবং
অভ্যন্তরীণ রোধ 1ওহম। 2ওহম এবং
4ওহম মানের রোধ দুটি শ্রেণি এবং
সমান্তালে পৃথকভাবে বর্তনীর সাথে
যুক্ত করলে তড়িৎ প্রবাহের পার্থক্য কত
হবে?
উ: (ক) 20/7 A
১০। স্পন্দনরত কণার গতির সামগ্রিক
অবস্থাকে কি বলে?
উ: (ক) দশা
১১। সম্পূর্ণ ঘর আলোকিত হয় নিচের
কোনটির কারণে?
উ: (গ) ব্যাপ্ত প্রতিফলন
১২। উপরের চিত্রের তথ্যের আলোকে
কোনটি সঠিক?
উ: (খ) B-এর বিম্বের জন্য কমপক্ষে দুটি
রশ্মি লাগবে
১৩। মার্বেলটির গড় দ্রুতি কত হবে?
উ: (গ) 6.25 ms-1
১৪। উদ্দীপকের তথ্যের আলোকে-
উ: (খ) i ও iii
১৫। উপরের চিত্রের আলোকে কোনটি
সঠিক?
উ: (খ) ফোকাস দূরত্ব ঋণাত্মক হবে
১৬। তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করে
রাখার যান্ত্রিক কৌশলকে কী বলে?
উ: (গ) ধারক
১৭। কোনো তড়িৎক্ষেত্রের কোনো
বিন্দুতে 15C এর একটি আহিত বস্তু
স্থাপন করে ঐ বিন্দুতে তড়িৎ তীব্রতার
মান 20NC-1 পেতে হলে কত বল প্রয়োগ
করতে হবে?
উ: (ঘ) 300N
১৮। নির্দিষ্ট তাপমাত্রায় কোন
শর্তের উপর আপেক্ষিক রোধ নির্ভর
করে?
উ: (গ) পরিবাহীর উপাদানের উপর
১৯। কম্যুটের কি দিয়ে তৈরি করা হয়?
উ: (খ) তামা
২০। একটি ট্রান্সফরমারের
মুখ্যকুণ্ডলীর পাকসংখ্যা 50 এবং তড়িৎ
প্রবাহ 5A গৌণকুণ্ডলীর পাকসংখ্যা
500 হলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ
কত হবে?
উ: (ঘ) 0.5A
২১। কোন যন্ত্রে ট্রান্সডিউসার দেখা
যায়?
উ: (ক) আল্ট্রাসনোগ্রাফি
২২। এনজিওগ্রাফি ব্যবহার করা হয়-
উ: (গ) ii ও iii
২৩। উপরের চিত্রের আলোকে তরঙ্গটির-
উ: (ঘ) i, ii ও iii
২৪। চিত্র: A-এর ক্ষেত্রে নিচের
কোনটি সঠিক?
উ: (খ) ছিন্নায়িত মানে পরিবর্তিত
হতে পারে
২৫। চিত্র: B এবং চিত্র: C-এর তথ্যের
আলোকে-
উ: (খ) i ও iii

Catagories