৩২ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান
কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হলে কমেন্টে জানানোর অনুরোধ রইলো। তাহলে পরবর্তীতে আপডেট করে নেয়া হবে।
- কোনটি এন্টিবায়োটিক ?
উত্তরঃ পেনিসিলিন
- মডেমের মধ্যে যা থাকে তা হলো–
উত্তরঃ একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
- ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়–
উত্তরঃ রেক্টিফায়ার হিসেবে
- বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো–
উত্তরঃ ৫০ হার্জ
- বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’–
উত্তরঃ উন্নত জাতের গমের নাম
- মৌমাছির চাষ হলো–
উত্তরঃ এপিককালচার
- দুধে থাকে–
উত্তরঃ ল্যাকটিক এসিড
- কোনটি জৈব অম্ল?
উত্তরঃ এসিটিক এসিড
- কম্পিটার ভাইরাস কি?
উত্তরঃ একটি ক্ষতিকারক প্রোগ্রাম
- কোনটি তারবিহীন দ্রতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
উত্তরঃ ওয়াইম্যাক্স
- এন্টিবায়োটিকের কাজ–
উত্তরঃ জীবাণু ধ্বংস করা
- মাশরুম এক ধরনের–
উত্তরঃ ফাঙ্গাস
- অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
উত্তরঃ অভ্যন্তরীন প্রতিফলন
- যকৃতের রোগ কোনটি?
উত্তরঃ জন্ডিস
- যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো–
উত্তরঃ নিয়ত বায়ু
- পিতলের উপাদান হলো–
উত্তরঃ তামা ও দস্তা
- বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুত খরচ বলতে বোঝায়–
উত্তরঃ এক কিলোওয়াট ঘন্টা
- পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
উত্তরঃ ট্রান্সফরমার
- উদ্ভিদের নির্ণায়ক বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র–
উত্তরঃ ক্রেসকোগ্রাফ
- স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয়–
উত্তরঃ নাইট্রিক এসিড
- ভূ–পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে–
উত্তরঃ ছায়াবৃত্ত
- ‘বৃক্ষে’শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ বিটপী
- ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো–
উত্তরঃ অবচেতন
- কোনটি ইংরেজি শব্দ?
উত্তরঃ কমা
- ‘শূন্যপুরাণ’ রচনা করেছে–
উত্তরঃ রামাই পণ্ডিত
- কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হবেয়ছে?
উত্তরঃ অনাবৃষ্টি
- ‘পালমৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা?
উত্তরঃ সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়
- ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস
- কোনটি সাধিত শব্দ নয়?
উত্তরঃ গোলাপ
- ‘দিবারাত্রিরকাব্য’ কার লেখা উপন্যাস?
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়
- কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
উত্তরঃ পদ্মগোখরা
- ‘আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা?
উত্তরঃ মোহাম্মদ নজিবর রহমান
- ‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন?
উত্তরঃ প্রমথ চৌধুরী
- কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ আকাঙ্ক্ষা
- কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয়?
উত্তরঃ পাবক
- ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
উত্তরঃ ধ্বনি
- ‘মাছিলনা বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটি একটি–
উত্তরঃ সরল বাক্য
- ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ–
উত্তরঃ হিসাব-নিকাশ
- ‘তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন?’ এই প্রবাদটির রচয়িতা কে?
উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
- ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
উত্তরঃ আরেক ফালগুন
- মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
উত্তরঃ একাত্তরের দিনগুলি
- Choose the correct synonym for- “Extempore”
উত্তরঃ Impromptu
- Choose the correct synonym for- “Menacing”
উত্তরঃ Alarming
- Choose the correct anatomy for- “Oblige”
উত্তরঃ Censure
- Choose the correct anatomy for- “Cynical”
উত্তরঃ Gullible
- Select the alternative which best expresses themeaning of the given sentence “We were no more surprised than Rahman.”
উত্তরঃ We were as surprised as Rahman
-
Select the alternative which best expresses themeaning of the given
sentence “Note once our neighbor invited us into hishouse.”
উত্তরঃ Our neighbor has never invited us into his house
- Travellers — their reservation well in advance ifthey want to visit the ST. Martins island
উত্তরঃ had better get
- After food has been dried or canned — for laterconsumption.
উত্তরঃ it should be stored
- Despite being a brilliant scientist, he does notseem to get his idias across.
উত্তরঃ make his ideas understood
- What may be considered courteous in one culturemay be arrogant in another.
উত্তরঃ friendly
- Words : writer
উত্তরঃ Laws : policeman
- Pattron : Support
উত্তরঃ Counselor : advice
- Heart : human
উত্তরঃ Engine : car
- Choose the meaning of the expression: “no news isgood news”
উত্তরঃ It is likely that nothing bad has happened
- Choose the meaning of the given expression: “ Abird in hand is worth two in the bush
উত্তরঃ the seen is better than unseen
- The sentence “Who would have thought Shylock wasso unkind?” expresses-
উত্তরঃ wonder
- “To raise one’s brows” indicates-
উত্তরঃ surprise
- x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
উত্তরঃ x+y
- ৭ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্র কত?
উত্তরঃ ৯৮ ব.সে.মি.
- কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোণ তিনটির সমষ্টি কত?
উত্তরঃ ৩৬০º
- ১, ৩, ৬, ১০, ১৫, ২১ … ধারাটির দশম কত?
উত্তরঃ ৫৫
- xv²-8x-8y+16+y²এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে?
উত্তরঃ 2xy
- টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
উত্তরঃ ৫০%
- বৃত্তের ব্যস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
উত্তরঃ ৯ গুণ
- একটি গাড়ির চাকা প্রতি মিনিট ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘরবে?
উত্তরঃ ৫৪০º
- ABCD চতুর্ভুজে AB ΙΙ CD, AC = BD এবং ∠A = 90º হলে সঠিক চতুর্ভুজ কোনটি?
উত্তরঃ আয়তক্ষেত্র
- কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
উত্তরঃ ১১/১৪
- পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
উত্তরঃ ১৫
- ০.৪৭ׂকে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে?
উত্তরঃ ৪৩/৯০
- x²-y² +2y-1 এর একটি উৎপাদক–
উত্তরঃ x+y-1
- log28=কত?
উত্তরঃ 3
- x³+x² y, x² y+xy² এর ল,সা,গু কত?
উত্তরঃ x² y(x+y)
- একটি আয়াতকার ঘরের দৈর্ঘ্য গ্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১০ মিটার
- একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ 2 মিটার
- সেট A={x€N : x ²>8, x ²<30 span=””> হলে x এর সঠক মান কোনটি?
উত্তরঃ 3
- প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন?
উত্তরঃ ২০১০
- তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
উত্তরঃ ডাউকি
- BTRC-এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
উত্তরঃ Bangladesh Telecommunication Regulatory Commission
- বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
উত্তরঃ সৈয়দপুর
- বাংলাদেশের White gold কোনটি?
উত্তরঃ চিংড়ি
- বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ–ভারতের সীমান্তের মধ্যে নয়?
উত্তরঃ কক্সবাজার
- ‘সোনালিকা’ও ‘আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
উত্তরঃ উন্নত জাতের গমের নাম
- ‘আলোকিতমানুষ চাই’– এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
উত্তরঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র
- বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য–প্রস্তের অনুপাত কোনটি
উত্তরঃ ১০ : ৬
- কোন জেলায় চা বাগান বেশী?
উত্তরঃ মৌলভীবাজার
- জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?
উত্তরঃ ইন্দোনেশিয়া
- রেডক্রসে সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ জেনেভা
- ‘জুলিয়াস সিজার’ কেন বিখ্যাত?
উত্তরঃ রোমান সম্রাট হিসেবে
- পূর্ব তিমুরের রাজধানী কোথায়?
উত্তরঃ দিলি
- নোবেল পুরস্কার বিজয়ী ‘তাওয়াচ্চুল কারমান’ কোন দেশের নাগরিক?
উত্তরঃ ইয়েমেন
- আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
উত্তরঃ পানামা খাল
- ‘গ্রীনল্যান্ড’ এর মালিকানা কোন দেশের?
উত্তরঃ ডেনমার্ক
- ‘গ্রেট হল’ কোথায় অবস্থিত?
উত্তরঃ চীন
- ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তরঃ রাশিয়া