রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন কতবার ? = ২বার

রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন কতবার ?
= ২বার
কাজী নজরুল ঢাকায় আসেন কতবার ?
= ১৩বার
চর্যাপদের কবি সংখ্যা
= ২৩/২৪জন
চর্যাপদের প্রবাদ বাক্য পাওয়া যায়
= ৬টি
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত খণ্ডের ?
= ১৩
মঙ্গলকাব্যের প্রধান শাখা কয়টি ?
= ৩টি । মনসামঙ্গল , চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল
মঙ্গলকাব্যে কতজন কবির সন্ধান পাওয়া যায় ?
= ৬২জন ।
একটি সম্পূর্ণ মঙ্গলকাব্যের কতটি অংশ থাকে ?
= ৫টি
রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতটি উপন্যাস রচনা করেন.?
= ১২টি।
মহাশ্মশান মহাকাব্যের সর্গ সংখ্যা কয়টি.?
= ৬০টি
'গীতাঞ্জলি'তে মোট কবিতা আছে কতটি.?
= ১৫৭টি।
অগ্নিবীনা কাব্যে কবিতার সংখ্যা
= ১২টি
কবর' কবিতায় মোট কতটি চরণ আছে.?
= ১১৮টি।
শ্রীকান্ত কত খণ্ডের
= ৪
বিষাদ সিন্ধু কত খণ্ডের ?
= ৩ ( মহররম, উদ্ধার , এজিদ )
সনেটে কতটি লাইন থাকে ?
= ১৪টি
হাইকু তে লাইন
= ৫টি
'চতুর্দশপদী কবিতাবলী'তে কতটি কবিতা সংকলিত হয় ?
= ১০২টি।
মৈমনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে.?
= ২৩টি।
কাজী নজরুল ইসলামের কতটি গ্রন্থ নিষিদ্ধ হয়?
= ৫টি।
কাজী নজরুল ইসলামের পত্রিকা
= ৩টি ( লাঙ্গল, ধূমকেতু , নবযুগ )
রবীন্দ্রনাথ ঠাকুর কতটি ছদ্মনামে গ্রন্থ রচনা করেন.?
= ৯টি।

Catagories