মৌলিক সংখ্যা বের করার উপায় জেনে নিন

মৌলিক সংখ্যা####
২, ৩, ৫, ৭, ১১, ১৩......বা ৪৪২২...এই সূত্র ধরে সাধারনত সবাই মৌলিক সংখ্যা শেখার চেষ্টা করে। কিন্তু এভাবে কতদুরই বা শেখা সম্ভব?? যদি বলা হয় ৪০১ ও ৪০৩ এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? তাহলে এটা মুখস্থ করে মনে রাখা কঠিন। এখন আসা যাক কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়-
১৷ যে সংখ্যাটি মৌলিক সংখ্যা কিনা জানতে চাচ্ছেন তার নিকটবর্তী একটি পূর্ন বর্গ সংখ্যা নির্নয় করুন৷ ( উপরে ৪০১ ও ৪০৩ এর কথা বলেছি, এই দুটি সংখ্যার নিকটবর্তী পূর্ন বর্গ সংখ্যা ৪০০। ২০*২০= ৪০০) এটা আপনাকে একটু মাথা খাটিয়ে বের করতে হবে।
২। এবার ঐ পূর্ন বর্গ সংখ্যার বর্গমূল নির্নয় করুন৷ ( উপরের উদাহরনের ৪০০ সংখ্যার বর্গমূল ২০)
৩। ঐ বর্গমূল সংখ্যাটির নিচে যতগুলা মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলো দিয়ে যে সংখ্যাটি মৌলিক কিনা জানতে চাচ্ছেন তাকে ভাগ করে দেখুন নিঃশেষে বিভাজ্য হয় কিনা। নিঃশেষে বিভাজ্য হলে মৌলিক সংখ্যা ত নয়, না হলে বুঝবেন মৌলিক সংখ্যা। ( উদাহরনে বর্গমূল সংখ্যাটি ২০। তার নিচে মৌলিক সংখ্যাগুলো হল ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯। ৪০১÷২/৩/৫/৭/১১/১৩/১৭/১৯= নিঃশেষে বিভাজ্য হয় না। সুতরাং ৪০১ সংখ্যাটি মৌলিক। আবার, ৪০৩÷১৩= ৩১। সুতরাং ৪০৩ সংখ্যাটি মৌলিক নয়।

Catagories