একনজরে ১৯৫০-২০১৬ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা:

একনজরে ১৯৫০-২০১৬ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা:
১. পাকিস্তানে যুক্তফ্রন্ট নির্বাচন (১৯৫৪) এবং ১৯৫৮ সালে স্বৈরশাসক আউয়ুব খানের পাকিস্তানের ক্ষমতা দখল;
২. বিপ্লবের মাধ্যমে কিউবায় ফিদেল কাস্ট্রোর ক্ষমতা গ্রহণ (১৯৫৯);
৩. কিউবার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কচ্ছেদ (১৯৬১) এবং কিউবান মিসাইল সংকটকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায় (১৯৬২);
৪. চীন-ভারত যুদ্ধ (১৯৬২);
৫. পাকিস্তান-ভারত যুদ্ধ (১৯৬৫);
৬. বাংলাদেশের স্বাধীনতা লাভ (১৯৭১); ভিয়েতনাম যুদ্ধ (১৯৬৩-১৯৭৫);
৭. আরব-ইসরাইল যুদ্ধ (১৯৬৭ ও ১৯৭৩); . যুক্তরাষ্ট্র ও চীনের পরস্পরকে স্বীকৃতি প্রদান এবং আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন (১৯৭৯);
৮. সাবেক সোভিয়েত ইউনিয়নে গর্বাচেভের ক্ষমতা গ্রহণ (১৯৮৫) এবং সেখানে বহুদলীয় ভিত্তিতে নির্বাচন (১৯৮৯);
৯. ইরাক কর্তৃক কুয়েত দখল (১৯৯০) এবং কুয়েতকে মুক্ত করার জন্য উপ-সাগরীয় যুদ্ধ সংঘটিত হয় (১৯৯১);
১০. আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের পতন এবং সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে নতুন করে ১৫টি প্রজাতন্ত্রের স্বাধীনতা ঘোষণা (১৯৯১);
১১. দুই জার্মানির পুনঃএকত্রিকরণ (১৯৯০);
১২. ব্রাজিলের রিও ডি জেনিরিওতে প্রথম ধরিত্রী সম্মেলন (১৯৯২);
১৩. বসনিয়ায় ন্যাটোর হস্তক্ষেপ (১৯৯৬);
১৪. বিশ্বের উষ্ণতা রোধকল্পে জাতিসংঘের উদ্যোগে কিয়োটো চুক্তি স্বাক্ষর (১৯৯৭);
১৫. হংকং চীনের কাছে প্রত্যাবর্তন (১৯৯৭);
১৬. পূর্ব তিমুরে স্বাধীনতার পক্ষে গণভোট (১৯৯৯);
১৭. ভারত ও পাকিস্তানের মধ্যে কারগিল যুদ্ধ (১৯৯৯);
১৮. ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইন্তিফাদা (১৯৮৭-১৯৯৩);
১৯. মার্কিন যুক্তরাষ্ট্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) গ্রহণ (২০০০);
২০. মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার ও পেন্টাগনে সন্ত্রাসী বিমান হামলা এবং এরপর আফগানিস্তানে মার্কিন হামলা (২০০১);
২১. মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরাকে হামলা (২০০৩);
২২. পরিবর্তনের স্লোগান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বারাক ওবামার ক্ষমতায় আরোহন (২০০৯);
২৩. জাপানকে টপকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতিতে পরিণত হয় চীন (২০১০);
২৪. তিউনিসিয়া থেকে আরব বসন্ত শুরু (২০১০), যা পরবর্তীতে লিবিয়া, মিশর, ইয়েমেন ও সিরিয়ায় ছড়িয়ে পড়ে;
২৫. লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফীর পতন (২০১১) এবং মিশরে নির্বাচিত মুরসি সরকারকে হটিয়ে জেনারেল সিসির ক্ষমতা দখল (২০১৩);
২৬. ক্রিমিয়া সংকট (২০১৪);
২৭. জাতিসংঘের হিসাবে, পাঁচ বছর ধরে (২০১১-২০১৬) চলমান গৃহযুদ্ধে প্রাণ হারায় চার লাখ মানুষ;
২৮. সিরিয়া ও ইরাকে আইএসআই (ইসলামিক স্টেট) এর উত্থান;
২৯. ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট;
৩০. অভিবাসন বিরোধী এবং উগ্র জাতীয়তাবাদী মনোভাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাকলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প-এর ক্ষমতায় আরোহন (২০১৭)।

Catagories