21-6-2019 অনুষ্ঠিত প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান :

আজকে অনুষ্ঠিত প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান :
....
১। বাগেরহাটের 'মিঠাপুকুর' কে খনন করেন ?
= সুলতান নুসরত শাহ
২। বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন কে ?
= ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
৩। বঙ্গবন্ধুর 'স্বাধীনতা ঘোষণা' ২৬মার্চ বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন ?
= এম এ হান্নান
৪। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?
= লন্ডন
৫। বিশ্ব পরিবেশ দিবস কবে ?
= ৫জুন
৬। মহেঞ্জেদারোতে পাওয়া গেছে কোনটি?
= গ্রন্থাগার
৭। মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা যেত ?
= পাল তাম্র শাসন
৮। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ এর খেলোয়াড় উলিয়ামসন কোন দেশের খেলোয়াড়?
= নিউজিল্যাণ্ড
৯। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?
= ১৫
১০। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
= সাংহাই
১১। বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর উৎসব 'সাংগ্রাই'
= মারমা
১২। নীচের কোন ভিটামিন পানিতে দ্রবনীয়
= বি ও সি
১৩। প্রোটিনের অভাবে মানুষের কী রোগ হয় ?
= কোয়ারশিয়রকর
১৪। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
= হেগ
১৫। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়
= বাঙালি জাতীয়তাবাদ
১৬। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী ?
= ইয়াংসিকিয়াং
১৭। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
= শ্রীলঙ্কা
১৮। রুপান্তরিত মূল
= মিষ্টি আলু
.......আজকে অনুষ্ঠিত প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা প্রশ্ন সমাধান :
১। চাঁদের হাট কথাটি অর্থ কী ?
= আনন্দের প্রাচুর্য ( অপসন অনুযায়ী) । বই অনুযায়ী > আত্মীয়ের সমাগম / প্রিয়জনদের সমাগম
২। চানাচুর শব্দটি কোন ভাষা থেকে বাংলায় ভাষায় এসেছে ?
= হিন্দি
৩। জোঁক গল্পের রচয়িতা কে?
= আবু ইসহাক
৪। কোনটি শুদ্ধ বানান
= দূষণ
৫। অপমান শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত
= বিপরীত
৬। আট কপালে অর্থ কী ?
= হত ভাগ্য
৭। যিনি বক্তৃতা দানে পটু
= বাগ্মী
৮। শুদ্ধ বানান কোনটি ?
= গৃহস্থ
৯। জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কী
= কুটিলতা
১০। যা স্থায়ী নয়
= অস্থায়ী
১১। লোকটি দরিদ্র কিন্তু সৎ- এ বাক্যে কিন্তু
= সংকোচক
১২। নিচের কোনটি মিশ্র শব্দ
= খ্রিষ্টাব্দ
১৩। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
= অক্ষয়কুমার দত্ত
১৪। দুবার জন্মে যা
= দ্বিজ
১৫। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি - পঙক্তিটির রচয়িতা কে?
= সুকান্ত
১৬। ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্তি শব্দ কোনটি?
= কড়কড়
১৭। পাখির ডাক
= কুজন
১৮। রি রি করা দিয়ে কী প্রকাশ
=তীব্র ক্রোধ
১৯। কোনটি অনুজ্ঞা প্রকাশক
= তুমি যাও
২০। অদিতি শব্দের সমার্থক শব্দ ?
= পৃথিবী, ক্ষিতি , অবনী ( প্রশ্নে ভুল ছিল হবে নয় কোনটি > নীর)

Catagories