নিবন্ধন ২০১৯ পরীক্ষার স্কুল- পর্যায়ের বাংলা ও সাধারন জ্ঞানের সমাধান

আজকের নিবন্ধন পরীক্ষার স্কুল- পর্যায়ের বাংলা ও সাধারন জ্ঞানের সমাধান,,,,,
১.বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি
----পুন্ড্র
২.বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত
---অষ্ট্রিক
৩.বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের
----ফেব্রুয়ারি মাসে
৪.সংগ্রাম ও প্রত্যাশা কি
----বাংলাদেশের নৌবাহিনীর দুইটি যুদ্ধ জাহাজ
৫.AIDS রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী
----HIV
৬.কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়
----মেক্সিকো
৭.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন
----বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৮.ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়
----৩১ তম
৯.দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে
---IFRC
১০.বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট দেশ হিসাবে আত্মপ্রকাশ করে
----৫৭ তম
১১.২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করে কে
----অধ্যাপক আনিসুজ্জামান
১২.বিশ্ব মানবাধিকার দিবস কবে
----১০ ডিসেম্বর
১৩.SMS এর পূর্ণরূপ কি
----SHORT MESSAGE SERVICE.
১৪.বিগ এপেল কোন শহরের নাম
-----নিউইয়র্ক
১৫.IMF এর সদর দফতর কোথায়
----ওয়াশিংটন, ডি.সি
১৬.শ্রীলংকার মুদ্রার নাম কি
---- রুপি
১৭.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে
----কামরুল হাসান
১৮.ইউনেস্কো বাংলাদেশের কোন গানকে মানবতার ধারক হিসাবে আখ্যায়িত করেন
----বাউল গান
১৯.বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র কোনটি
---হালদা নদী
২০.নাগরিকের প্রধান কর্তব্য হলো
----রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা
২১.প্রকৃতিতে সব চেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু
---- অ্যালুমিনিয়াম
২২.গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়
----H2SO4
২৩.ফোকেটিং কোন দেশের আইনসভা
-----ডেনমার্ক
২৪.বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলে
---এপিকালচার
২৫.কোনটি স্থানীয় সরকার নয়
---পল্লী বিদ্যুৎ
কালেক্টেড
Ntrc বাংলা সমাধান
১/চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী
২/পরাশ্রয়ী বর্ণ- ৩
৩/ ষত্ব বিধানে - মাষ্টার
৪/ দিব +লোক
৫/ ন ত্ব খারে না- অগ্রনায়ক
৬/ পুকুরে মাছ আছে- ঐকদেশীয় অধিকরন
৭/ ক্রিয়া বা ধাতুর পর প্রত্যয় হয়ে কৃৎ প্রত্যায় হয়
৮/ ভাবে সপ্তমী- চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
৯/সম্মুখ অগ্রসর হয়ে অভ্যর্থনা- প্রতুৎদগমন
১০/ পেয়ারা- পর্তুগিজ
১১/ তামার বিষ- অর্থের কু প্রভাব
১২/ গুনহীনের ব্যর্থ আস্ফলন- অসারের তর্জন গর্জন
১৩/ পরা - প্রারাভাব
১৪/ বীণাপাণি- ব্যধিকরন
১৫/বাংলা বর্ণ মালার উৎস- ব্রাক্ষীলিপি
১৬/ খ্রিস্টান - ইংরেজি + তৎসম
১৭/ call it a day-পুনরায় শুরু করা
১৮/ মরি মরি- উচ্ছাস
১৯/ সম্বোধন এর পর কমা বসে
২০/ book post- খোলা ডাক
২১/ দেশি শব্দ- গঞ্জ
২২/ রুপক কর্মধাীয়-
২৩/উষ্ণীষ-পাগড়ি
২৪/নাটিকা- ক্ষুদ্রার্থে
২৫/শিরে সংক্রান্তি - আসন্ন বিপদ
ভুল হলে সংশোধন দিন
collected

Catagories