এইচএসসি: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন।
সৃজনশীল ভালো নম্বর পাওয়ার জন্য
নিম্নোক্ত বিষয়গুলি মনোযোগ সহকারে পড়বেন এবং 2015-2016 2017 সালের বোর্ডে আসা ক এবং খ প্রশ্ন গুলি ভালোভাবে আয়ত্ত করবেন।
তৃতীয় অধ্যায়:
প্রত্নতত্ত্বের ধারণা এবং উৎস, প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণীবিভাগ, সমাজ ও সভ্যতার বিকাশে প্রাচীন প্রাস্তর যুগের প্রভাব, সমাজ ও সভ্যতা বিকাশে তাম্র ও ব্রোঞ্জ যুগের প্রভাব, বাংলাদেশের সমাজ ও সভ্যতার প্রত্নস্থান এর অবদান উয়ারিব টেশ্বর, মহাস্থানগড় পাহাড়পুর বিহার ময়নামতি, বাংলাদেশের সভ্যতার বিকাশে সিন্ধু সভ্যতার অবদান,
চতুর্থ অধ্যায় :
নৃ গোষ্ঠীর ধারণা ও প্রকৃতি, বাংলাদেশের নৃ গোষ্ঠী সমূহের ছক বাংলাদেশের কয়েকটি নৃগোষ্ঠী উৎপত্তি বসবাস, জীবনধারা চাকমা, গারো, সাঁওতাল, মণিপুরী, রাখাইন ভালোভাবে পড়তে হবে
পঞ্চম অধ্যায়:
বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের গুরুত্ব বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ধারা, বাংলাদেশের অভ্যুদয়ে ছয় দফা 69 এর গণঅভ্যুত্থান ও 70 এর নির্বাচনের, বাঙালির জাতীয় বাদের বিকাশে বঙ্গবন্ধুর ভূমিকা ভালো করে প্রতিটি পয়েন্ট পড়তে হবে।
ষষ্ঠ অধ্যায়:
বাংলাদেশের গ্রামীণ সমাজের ধারণা ও প্রকৃতি, বাংলাদেশের গ্রাম্য সমাজের তুলনা আর্থসামাজিক সাংস্কৃতিক শিক্ষা, বাংলাদেশের গ্রাম সমাজ ও শহর সমাজের ক্ষমতা কাঠামোর প্রকৃতি, বাংলাদেশের গ্রাম্য সমাজের আন্তঃসম্পর্ক এবং পরিবর্তনের ধারা, বাংলাদেশের গ্রাম সমাজের রীতি-নীতি সংস্কার বিশ্বাস ও মূল্যবোধ,
সপ্তম অধ্যায়:
বাংলাদেশের সমাজ বিবাহের ধরন ও বৈশিষ্ট্য ও গুরুত্ব, বাংলাদেশের পরিবারের ধরন এবং পরিবারের গুরুত্ব ,বাংলাদেশের গ্রামীণ ও শহরের পরিবারের পরিবর্তনের কারণ প্রভাব বয়স আবাসন তথ্য প্রযুক্তি, বাংলাদেশের জ্ঞাতি সম্পর্কের ধরন,বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজে জ্ঞাতি সম্পর্কের প্রকৃতি, বিবাহ ও পরিবারের জ্ঞাতি সম্পর্কের উপর সমাজের আধুনিক উপাদানের প্রভাব,
অষ্টম অধ্যায়:
বাংলাদেশের সমকালীন সামাজিক পরিবর্তন সমূহ, এবং পরিবর্তন সমূহের কারণ , বাংলাদেশের সামাজিক পরিবর্তনের তথ্য প্রযুক্তির প্রভাব, এবং বিশ্বায়নের প্রভাব বর্ণনা করো।
নবম অধ্যায়:
সামাজিক সমস্যার ধারণা জনসংখ্যা সমস্যার ধারণা কারণ প্রভাব এবং প্রতিকার, বাংলাদেশের নিরক্ষতার সমস্যার ধারণা কারণ প্রভাব ও প্রতিকার ,বাংলাদেশের নারী সামাজিক নিরাপত্তা জনিত সমস্যার কারণ প্রভাব প্রতিকার যৌন নিপীড়ন যৌতুক, বাল্যবিবাহ, কর্মজীবী নারীর সমস্যা প্রভৃতি ভালোভাবে পড়তে হবে, বাংলাদেশের বিভিন্ন ধরনের পরিবেশগত সমস্যার কারণ প্রভাব প্রতিরোধ বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ এবং সৃষ্ট সমস্যা।
দশম অধ্যায়:
সরকারি ও বেসরকারি সংস্থার ধারণা, সামাজিক উন্নয়নের সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা ও গুরুত্ব।

Catagories