১ম অধ্যায়: তেমন কিছু নাই তাই সরাসরি কি আসতে পারে সেটা বলি ,
*অমুক কোন ধরণের আর্থিক প্রতিষ্ঠান? (এমন প্রশ্ন আসলে আর কোনো কাহিনী নাই সোজা ব্যাংকিং প্রতিষ্ঠান)
* পূর্বসূরীদের অবদান (স্বর্ণকার, ব্যবসায়ী)
* ব্যাংকের সুবিধা আর অর্থনৈতিক উন্নয়নে অবদান। অন্যকিছু এই অধ্যায় থেকে পড়ার মতো নাই😁
২য় অধ্যায়: ১. কেন্দ্রীয় ব্যাংক ( সংজ্ঞা আর বৈশিষ্ট্য পড়লেই সৃজনশীল লিখা যাবে)
২.কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ( ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি, ঋণ বরাদ্দকরণ নীতি এই কয়টা পড়লেই হবে)
৩. নিকাশ ঘর
৪. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ
এই অধ্যায় থেকে আসতে পারে
* অমুক কোন ধরণের ব্যাংক? (ঐযে বৈশিষ্ট্য পড়া হয়েছিল যেগুলো কোনো একটা বৈশিষ্ট্য পেলেই লিখে দিবা কেন্দ্রীয় ব্যাংক)
*কোন নীতি অনুসরণ করেছে/ কোন পদ্ধতিতে ঋণ নিয়ন্ত্রণ করেছে? (৪ টা নীতি)
*কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে ব্যাখা করতে বলতে পারে,
* কোন ঘরের মাধ্যমে দেনাপাওনা নিষ্পত্তি করে ব্যাখা কর এমন আসতে পারে।
৩য় অধ্যায়: ১. বাণিজ্যিক ব্যাংক (বৈশিষ্ট্য আর সংজ্ঞা )
২. বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি ( তারল্য নীতি, সঞ্চয় সংগ্রহ নীতি , আধুনিকায়নের নীতি বেশি গুরুত্বপূর্ণ- বাকিগুলো দেখে যাবা)
৩. অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা (বৈশিষ্ট্য পড়লেই হয়ে যাবে🤔)
৪র্থ অধ্যায়: ১. ব্যাংক হিসাব , প্রকারভেদ, বৈশিষ্ট্য সহ(যদি বলে কোন ধরণের হিসাব বাড়তি কথার দরকার নাই ব্যাংক হিসাব, আর যদি বলে কোন ধরণের ব্যাংক হিসাব তখন উল্লেখ করতেই হবে)এখান থেকে বলতে পারে কোন ধরণের ব্যাংক হিসাব / অমুকের কোন ব্যাংক হিসাব খোলা উচিত?
আর কিছু নাই এই অধ্যায়ে😁
৫ম অধ্যায়: ১.হস্তান্তরযোগ্
২. সরকারি নোট, ব্যাংক নোট (আসতে পারে কোন ধরণের নোট বা কোনো বৈশিষ্ট্য উল্লেখ করে ব্যাখা করতে বলবে )
৩. ব্যাংক ড্রাফট/
৬ষ্ঠ অধ্যায়: ১. চেকের প্রকারভেদ, ( দাগকাটা চেক, ভ্রমণ চেক, বাহক চেক পড়লেই হবে, তবে বৈশিষ্ট্য সহ পড়তে হবে যেহেতু এই অধ্যায় থেকে আসলে এই তিনটার মধ্য থেকেই আসবে তাই অনেক কনফিউজড করে দিতে পারে) আর কিছু নাই 😁
৭য় অধ্যায়: ১. ব্যাংক ঋণ মঞ্জুরে বিবেচ্য বিষয়, ( বলতে পারে অমুক ব্যাংক ঋণ মঞ্জুরের ক্ষেত্রে কোন বিষয় বিবেচনা করেছে)
২. ব্যাংক ঋণের প্রকারভেদ, (কোন ধরণের ব্যাংক ঋণ গ্রহণ করেছে)
৩. জামানতের প্রকার, (ব্যক্তিগত, পণ্যবন্ধক, স্থাবর সম্পত্তি বন্ধক, অতিরিক্ত জামানত)
৮ম অধ্যায় : ১. বিনিময় হার নির্ধারণ পদ্ধতি ( ক্রয়ক্ষমতা, চাহিদা যোগান তত্ত্ব)
২. প্রত্যয়পত্র
৩. ফ্যাক্টরিং, ফোরফেইটিং
৯ম অধ্যায় : ১. ইলেক্ট্রনিক্স ব্যাংকিং (যদি কার্ডের মাধ্যমে বা অনলাইনে উল্লেখ থাকে, আর বলে কোন ধরণের ব্যাংকিং)
২. ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড, এটিএম মেশিন, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং
বলতে পারে কোন ধরণের কার্ড? (আছেই দুই ধরণের 🤔)
বা কোন ধরণের ব্যাংকিং? (অনলাইন ব্যাংকিং দিবা অনলাইন লিখা উল্লেখ থাকলে আর নয়তো ইলেকট্রিক ব্যাংকিং, আর বিকাশ টিকাশ থাকলে মোবাইল ব্যাংকিং)
মেশিন যন্ত্র বললে এটিএম মেশিন (আছেই একটা🤔) (শেষ ব্যাংকিং)
বিমা 👇
১০ম অধ্যায়: ১. বিমার সংজ্ঞা (ঝুঁকির বিপরীতে কি গ্রহণ করেছে , বিমা হবে)
২. ঝুকির প্রকারভেদ আর্থিক, অনার্থিক, ফটকা/
৩. বিমা ব্যবসায়ের নীতি ( সদ্বিশাসের নীতি, বিমানযোগগ্য স্বার্থের নীতি, আর্থিক ক্ষতিপূরণের নীতি, স্থলাভিষিক্তকরণ
১১ অধ্যায়: ১. জীবন বিমা, প্রকার- আজীবন বিমা , মেয়াদি বিমা, যৌথ বিমা, গোষ্ঠী বিমা (কোন ধরণের বিমা)
২. বিমা পত্রের প্রকারভেদ (বলবে কোন ধরণের বিমা পত্র)
৩. দ্বৈত বিমা, পুনর্বিমা
৪. বোনাস, প্রিমিয়াম
(উত্তরাধিকারীর বিষয় ভালো করে পড়তে হবে)
১২ অধ্যায়: ১. নৌবিমা(বলবে কোন ধরণের বিমা)
২. প্রকার- জাহাজ বিমা , পণ্য বিমা , নৌদায় বিমা
৩. নৌবিপদের প্রকারভেদ
৪. সামুদ্রিক ক্ষতির প্রকারভেদ
১৩ অধ্যায়: ১. অগ্নিবিমা(কোন ধরণের বিমা) অগ্নিকাণ্ড বেশি ঘটছে 😢এটা দিয়ে দিতে পারে😀
২. ক্ষতিপূরণ দাবির পদ্ধতি
৩. অগ্নিজনিত ঝুঁকি
১৪ অধ্যায়: ১. দুর্ঘটনা বিমা (কোন ধরণের বিমা)
২. প্রকার- মোটরসাইকেল, বিমান, শস্য, গবাদিপশু, চৌর্য , ছিনতাই, স্বাস্থ্য বিমা😂 🔫 এগুলো এমনিই পারবা
বিমাও শেষ 😁
(অধ্যায় অনেক কিন্তু পড়া তেমন বেশি না)
আর ক খ অই ঐতিহাসিক কথা ১৭-১৮ সাল , নৈর্ব্যক্তিক ১৭-১৮ সাল 😊
সবার পরীক্ষা ভালো হোক ☺ ধন্যবাদ।