রসায়ন MCQ উত্তরমালা চট্টগ্রাম বোর্ড এসএসসি পরীক্ষা ২০২০ | Chemistry MCQ Solution SSC Exam 2020 Chattogram Board

রসায়ন MCQ উত্তরমালা চট্টগ্রাম বোর্ড এসএসসি পরীক্ষা ২০২০ | Chemistry MCQ Solution SSC Exam 2020 Chattogram Board


চট্টগ্রাম বোর্ড
রসায়ন
সেট-খ
তারিখ: ২০/০২/২০২০

উত্তরসমূহ :
১। CaO এ ক্যালসিয়াম ধাতুর জারণ সংখ্যা কত?
উত্তর: (গ) +2
২। কোনটি চালকোসাইটের সংকেত?
উত্তর: (খ) Cu2S (পৃষ্ঠা নং-২৪৭)
৩। অক্সিজেন পর্যায়সারণির কোন গ্রুপে অবস্থিত?
উত্তর: (ঘ) 16 (পৃষ্ঠা নং-৬৩)
৪। কাঁসায় কপার ধাতুর শতকরা পরিমাণ কত?
উত্তর: (ঘ) 90 (পৃষ্ঠা নং-২৪৯)
৫। বিক্রিয়ক মৌলটির বন্ধনশক্তি কত কিলোজুল/ মোল?
উত্তর: (ক) 244 (পৃষ্ঠা নং-১৭৫)
৬। উদ্দীপকের B যৌগটি-
উত্তর: (ঘ) i, ii ও iii
৭। পলিথিনের মনোমার কোনটি?
উত্তর: (গ) ইথিন (পৃষ্ঠা নং-২৮৬)
৮। কোনটি ব্যাপন হার বেশি?
উত্তর: (খ) হাইড্রোজেন সালফাইড (পৃষ্ঠা নং-২৩)
৯। পেন্টা হািইড্রেট কপার সালফেটের বর্ণ কীরূপ?
উত্তর: (খ) নীল
১০। কোনটি আগের চার্জমুক্ত হবে?
উত্তর: (ঘ) Cu2+
১১। H2S-এ সালফারের সুপ্ত যোজনী কত?
উত্তর: (গ) 4
১২। কোন পলিমারটি প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয়?
উত্তর: (গ) পলিপ্রোপিন (পৃষ্ঠা নং-২৮৩)
১৩। পাকস্থলীর এসিড প্রশমিত হতে ব্যবহৃত হয়-
উত্তর: 1
১৪। প্রতি বছর জ্বালানি পুড়িয়ে কত বিলিয়ন টন CO2 তৈরি করা হচ্ছে?
উত্তর: (ঘ) 21.3
১৫। কোনটি ইলেকট্রনীয় পরিবাহী?
উত্তর: (ঘ) গ্রাফাইট
১৬। nd5(n+1)s1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে নিচের কোনটি?
উত্তর: (ক) 24Cr
১৭। B এর আণবিক ভর কত?
উত্তর: (গ) 128
১৮। দৃশ্যকল্প থেকে বলা যায়-
উত্তর: 2
১৯। কোনটি বিস্ফোরক পদার্থ?
উত্তর: (ক) জৈব পারক্সাইড (পৃষ্ঠা নং-১৩)
২০। সালফারের গলনাংক কত?
উত্তর: (খ) 119 degree C (পৃষ্ঠা নং-২৭)
২১। কোনটি সমযোজী অণু গঠন করে?
উত্তর: (ঘ) N
২২। কোনটি উর্ধ্বপাতিত পদার্থ?
উত্তর: (ঘ) নিশাদল (পৃষ্ঠা নং-৩১)
২৩। ভ্যানাডিয়ামের 'M' শক্তিস্তরে কয়টি ইলেকট্রন আছে?
উত্তর: (ঘ) 13 (পৃষ্ঠা নং-)
২৪। Mg এর 10টি পরমাণুর ভর কত গ্রাম?
উত্তর: (খ) 3.98 x 10-22
২৫। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম?
উত্তর: (ক) Mg।

Catagories