জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - C & C1 ইউনিট বিস্তারিত ::::

:::জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - C & C1 ইউনিট বিস্তারিত ::::
:
#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C ইউনিট ( কলা ও মানবিকী অনুষদ ) ও C1 ইউনিট ( নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এর মানবন্টন , বিস্তারিত তথ্য ও প্রস্তুতির দিকনির্দেশনা সম্পর্কিত স্পেশাল পোস্ট :
.
#C ইউনিটকে দুটি ভাগে ভাগ করা হয়েছে ।
একটি হলো " C " আরেকটি হলো " C1 " .
এই দুটি ইউনিটে যেকোনো গ্রুপের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে ।
.
#C ইউনিটের মানবন্টন :-
বাংলা- ১৫ , ইংরেজি- ১৫, অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়- ৫০ ।
#এখন সবার প্রশ্ন এই ৫০ নাম্বার কোথায় থেকে পড়ব বা আসবে ?
ইতিহাস, দর্শন, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম & মিডিয়া স্টাডিজ এবং প্রত্নতত্ত্ব এই ৫ টা বিষয় থেকে ৫০ নাম্বার থাকবে ।
.
#অর্থাৎ C ইউনিটের মানবন্টন :
C Unit ( কলা ও মানবিকী অনুষদ ) :
.
#বাংলা – ১৫ , ইংরেজি – ১৫ , দর্শন বা IQ - ১০ , সাংবাদিকতা ও গণমাধ্যম ( মিডিয়া ) সম্পর্কিত সাধারণ জ্ঞান - ১০ , ইতিহাস - ১০ , প্রত্নতত্ব সম্পর্কিত সাধারণ জ্ঞান - ১০ , আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত সাধারণ জ্ঞান - ১০
.
#সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য একই মানবন্টন ।
.
#টোটাল ৩৩% নাম্বার পেলেই পাস । আগেই বলে রাখি ৩৩% নাম্বার পেলে শুধু পাস ই মিলবে । চান্স না । চান্স পেতে আরো ভালো করতে হবে । পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে । সময় ৫৫ মিনিট । এই ৫ টা বিষয়ের প্রিপারেশন অনেকটা সাধারন জ্ঞানের প্রিপারেশান নেয়ার মতই । যেমন - ইতিহাসের জন্য পড়তে হবে ইতিহাস সম্পর্কিত সাধারন জ্ঞান । জার্নালিজম & মিডিয়ার জন্য পড়তে হবে জার্নালিজম & মিডিয়া সম্পর্কিত সাধারন জ্ঞান । এভাবে বাকিগুলো ও ।
ব্যতিক্রম শুধু দর্শন সাবজেক্টের অংশটুকু । এই ১০ নাম্বার থাকবে IQ
.
#C ইউনিটের অন্তভুক্ত সাবজেক্টসমুহ:-
★ মোট ৭ টি সাবজেক্ট রয়েছে :
১) ইংরেজি
২) আন্তর্জাতিক সম্পর্ক ( IR )
৩) বাংলা
৪) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ
৫) প্রত্নতত্ত্ব
৬) দর্শন
৭) ইতিহাস
.
#আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ
.
C Unit ( কলা ও মানবিকী অনুষদ ) :
* মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.০০ পেতে হবে।
* উচ্চমাধ্যমিক মানবিক শাখা :
মোট জিপিএ : ৬.০০
* উচ্চমাধ্যমিক বিজ্ঞান / ব্যবসায় শিক্ষা / অন্যান্য :
মোট জিপিএ : ৭.০০
* উচ্চমাধ্যমিকে বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড।
অথবা , বাংলাতে A- ( A মাইনাস ) অর্থাৎ তুমি যদি বাংলাতে A মাইনাস পাও তবে ইংরেজিতে D পেলেও সমস্যা নাই , C ইউনিটে পরীক্ষা দিতে পারবা । আর যাদের বাংলাতে B গ্রেড আছে , তাদের ইংরেজিতেও কমপক্ষে B গ্রেড থাকতে হবে ।
.
#C1 ইউনিটে দুটি সাবজেক্ট রয়েছে ।
১) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ
২) চারুকলা বিভাগ
.
#মানবন্টন :
.
#C1 Unit ( নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) :
.
#বাংলা – ১০ , ইংরেজি – ১০ , নাটক সম্পর্কিত সাধারণ জ্ঞান – ৩০ , চারুকলা সম্পর্কিত সাধারণ জ্ঞান - ৩০
.
#আবেদনের ন্যূনতম যোগ্যতা :
.
#C1 ইউনিট ( নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ )
.
* মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.০০ পেতে হবে।
* বিজ্ঞান / মানবিক / ব্যবসায় শিক্ষা / অন্যান্য শাখা :
মোট জিপিএ : ৬.০০
* বাংলায় B গ্রেড ।
.
.
জেনে নেয়া যাক নাটক ও নাট্যতত্ত্বের কোন টপিক থেকে ৩০ টি প্রশ্ন করা হয়-
# নাটক ও নাট্যতত্ত্ব -৩০
বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ৫
নাটক থিয়েটার ৫
নৃত্য ৫
নববর্ষ ৫
সঙ্গীত ৫
চলচ্চিত্র ৫
# চারুকলা ৩০
বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী ও চিত্রকর্ম ৫
বাংলা সাহিত্য ৫
উপজাতি ৫
স্থাপত্যশিল্প ৫
বিখ্যাত চিত্রশিল্পী বিশ্ব ৫
প্রত্নতাত্ত্বিক স্থান ৫
.
★★ব্যবহারিক এর প্রস্তুতি হিসাবে..
-নিয়মিত মঞ্চ নাটক দেখার অভ্যাস করো।
-গবেষনাধর্মী বাংলা চলচ্চিত্র দেখ।
-চারুকলা বিভাগের জন্য বিভিন্ন দেশের চিত্রশিল্পদের নাম ও কাজ জানা জরুরী।
-still life drawing, human body figure &parts drawing.
-নাটকের বই পড়ো।
-অভিনয়,গান,নৃত্য,অাবৃত্তি,উপস্থাপনা যেটি পার সেটি অারো অধিক চর্চা করবে।
.
*C-ইউনিটের জন্য গুরুত্বপুর্ন কিছু টপিকস:-
.
#বাংলা বিভাগ
১.বিভিন্ন গ্রন্থের রচয়িতা
২.ব্যাকরণের মৌলিক বিষয়াবলী
৩.সমার্থক শব্দ
৪.বিদেশি শব্দ
৫.বানান শুদ্ধি
৬.বিভিন্ন পংক্তি
৭.ভাষা
৮.সন্ধি
৯.অনুসর্গ ও উপসর্গ
১০.সমাস ও বিপরীত শব্দ
১১.পারিভাষিক শব্দ
১২.বাংলা প্রথমপত্র
# ইংরেজি বিভাগ
1.Synonym
3. Antonym
4. Spelling
4. Parts of speech
5.Right Form of verb
6.Sentence Correction
7.Voice
8.Narration
9.Idioms & Phrase
10.English Literary
.
#আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ:-
১.প্রেসিডেন্ট ও পার্লামেন্ট
২.প্রণালী ও সীমারেখা
৩.আর্ন্তজাতিক সংস্থা
৪.দেশ ,রাজধানী ও মুদ্রা
৫.জাতিসংঘ
৬.সমুদ্রবন্দর
৭.অপারেশন
৮.বিভিন্ন ধর্ম ও যুদ্ধ , চুক্তি
৯.বিভিন্ন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি
১০.সরকার ব্যবস্থা ও সংবিধান
১১.বিভন্ন তত্ত এবং প্রবক্তা
১২.বিখ্যাত ব্যাক্তিত্ব
১২.সংস্থার প্রধান ও পদবী
১৩.দিবস
১৪.সাম্প্রতিক তথ্য
#ইতিহাস বিভাগ
১.ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
২.বিভিন্ন সভ্যতা ও বিভিন্ন যুগ
৩.বিভিন্ন শাসন আমল
৪.বিভিন্ন রাজা ও রাজধানী
৫.বিভিন্ন যুদ্ধ ও সাল
৬.বিভিন্ন মহাদেশীয় বিবরণ
৭.বিভিন্ন চুক্তি ও বিপ্লব
৮.মুক্তি যুদ্ধ ও স্বীকৃতি
৯..বাংলাদেশের ইতিহাস
.
#প্রত্নতত্ত বিভাগ
১.প্রত্নতাত্তিক নিদর্শন
২.বিভিন্ন স্থানের অবস্থান
৩.প্রত্নতাত্তিকদের জীবনী
৪.প্রত্নতাত্তিক স্থাপত্য ও ভাস্কার্য
৫.বিভিন্ন মসজিদ ও মন্দির
৬.নৃগোষ্ঠী ও জনপদ
৭.বিভিন্ন জনপদ
৮. ধর্ম ও জাদুঘর
৯.ঐতিহাসিক স্থান
১০.উদ্ভিদবিদ্যা ও প্রানিবিদ্যা
.
#দর্শন বিভাগ
.
এই অংশে মুলত IQ আসবে। ক্লাইমেক্স IQ Solution তে C-ইউনিটের আলাদাভাবে IQ দেওয়া আছে।সেগুলো প্র্যাক্টিস করলেই হবে।
.
সাধারন জ্ঞানের জন্য জাহাঙ্গীরনগর বেসিক জিকে পড়তে হবে।
#জার্নালিজম বিভাগ
১.ঐতিহাসিক সংবাদ
২.মিডিয়া ব্যক্তিত্ব
৩.চিত্রকর্ম ও চিত্রশিল্পী
৪.গানের রচয়িতা ও সুরকার
৫.পত্র- পত্রিকা , চলচ্চিত্র
#মোটপ্রশ্ন=৮০
.
.
ইংরেজি বিভাগে গ্রুপ ভিত্তিক সিট ভাগ করা নেই।
.
কিন্তু ইংরেজি বিভাগ ব্যতিত C ইউনিটের বাকি ৬ টি বিষয়ে গ্রুপ ভিত্তিক সিট ভাগ করা আছে।
.
সেই ৬ টা সাবজেক্ট হলো :
১) আন্তর্জাতিক সম্পর্ক ( IR )
২) বাংলা
৩) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ
৪) প্রত্নতত্ত্ব
৫) দর্শন
৬) ইতিহাস

Catagories