গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আইসিটি (ICT) গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে হবে.?

 

অনেকেই আমাকে প্রশ্ন করো যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আইসিটি কোন কোন টপিকগুলো পড়তে হবে.?
❇এখানে বলতে গেলে এডমিশন টেস্টের জন্য সব গুলো টপিক পড়া উচিত কেননা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় কোত্থেকে প্রশ্ন আসে কেউ বলতে পারবে না।
তবে যে টপিক বা চ্যাপ্টার গুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আলোচনা করবোঃ
◼প্রথম অধ্যায় থেকে তোমাকে অবশ্যই
1)বিশ্বগ্রাম কি,
a)ভিডিও কনফারেন্সিং এর কার্যাবলী ও সুবিধা/অসুবিধা পড়তে হবে।
b)কর্মসংস্থান-আউটসোর্সিং।
c)ই-কমার্স-এর বিস্তারিত পড়তে হবে।
🔷️দ্বিতীয় অধ্যায়:
a)ব্যান্ডউইথ কি ও 9.6 kbps , সিপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড(হাফ ও ফুল-ডুপ্লেক্স)।
b)ক্যাবল কানেক্টর(টুইস্টেড-RJ-45,কো-এক্সিয়াল-BNC, ফাইবার অপটিক-ST), কো-এক্সিয়াল
c)ফাইবার অপটিক
d)PAN, LAN ও MAN
e)হটস্পট(ব্লুটুথ, ওয়াই-ফাই), মডেম, মডুলেশন, রাউটার, রিপিটার, হাব ও সুইচ
f)হাব ও সুইচের মধ্যে পার্থক্য, টপোলজি(**স্টার-সুবিধাসমূহ, *রিং-অসুবিধাসমূহ)।
🔶তৃতীয় অধ্যায়:
a)LSB ও MSB এর পুর্ণরূপ।
b)রূপান্তর(বাইনারি/ডেসিমাল<=>অক্টাল/হেক্সাডেসিমাল), **ভিন্ন সংখ্যা পদ্ধতির দুইটি সংখ্যা যোগ বা তুলনা(প্রথমে সংখ্যা দুইটিকে একই সংখ্যা পদ্ধতিতে নিতে হবে তারপর যোগবা তুলনা করতে হবে), ২ এর পরিপূরক কি ও এর গুরত্ব, BCD-8421 কোড, *বুলিয়ান ফাংশনের সত্যক সারণি, বুলিয়ান ফাংশন
c)সরলীকরণ ও শুধুমাত্র NOR/NAND গেইট দিয়ে অংকন, ফ্লিপ-ফ্লপ, *রেজিষ্টার, এনকোডার, ডিকোডার ।
⚫চতুর্থ অধ্যায়:
a) tag, HTML, www, http, URL, IP address কি।
b)স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা ও অসুবিধা।
c)ওয়েবসাইটের কাঠামো, list, table, hyperlink এর জন্য html কোড, html এ ইমেজ ও হাইপারলিংকের গুরত্ব।
🔵️পঞ্চম অধ্যায়:
a)কম্পাইলার বা অনুবাধক প্রোগ্রাম।
b) মেশিন ভাষা, সোর্স কোড।
c)algorithm........
d) ফ্লোচার্ট,অপারেটর।
e) লুপ, নেস্টেড লুপ।
f) array কি, কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য।
g) ফ্লোচার্ট/c ভাষায় প্রোগ্রাম -(যোগ, গড় , *ক্ষেত্রফল , জোড়/বিজোড় সংখ্যা, বৃহত্তম/ক্ষুদ্রতম সংখ্যা, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রার রূপান্তর, **ধারার যোগফল নির্ণয়)।
h)for loop কে do বা while loop দিয়ে বাস্তবায়ন।
🔴ষষ্ঠ অধ্যায়::
a)ডেটাবেজ।
b) ডেটা হায়ারার্কি।
c)DBMS, RDBMS...
d)কুয়েরি।
e)প্রাইমারি কি, ফরেন কি, ইন্ডেক্সিং ও সর্টিং কি।
f)ডেটাবেজ টেবিল তৈরির পদ্ধতি,ডেটা টাইপের ব্যাখ্যা, দুইটি টেবিলের মধ্যে সম্পর্ক।
♣এই অধ্যায়গুলো তোমাদের এইচএসসির মেইন বই থেকে পড়ে নিব।
✅তারপর বিষয়ভিত্তিক অনুশীলন, বিগত বছরের প্রশ্ন এবং বিসিএসের অাসা বিগত বছরের প্রশ্নগুলো তোমরা অবশ্যই #অাইসিটি_পাওয়ার বই থেকে পড়ে নিবা।

Catagories