বাংলা অংশের সমাধান: আজকের NSI এর MCQ প্রশ্নের সমাধান।
১. নিচের কোনটি ‘নঞ’ তৎপুরুষ সমাসের উদাহরণ? উত্তর: আলুনি
২. একাধিক পদের এক পদীকরণের নাম? উত্তর:সমাস
৩. নিচের কোন বাগধারাটির অর্থ মোসাহেব? উত্তর: খয়ের খাাঁ
৪. অপাদানে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি? উত্তর: বাবাকে বড্ড ভয় পাই
৫. ‘সারা রাত বৃষ্টি হয়েছে’-বাক্যটির কারক চিহ্নিত কর। উত্তর: অধিকরণ কারক
৬. `Township’ এর বাংলা পরিভাষা কী? উত্তর: উপশহর
৭. কোনটি অশুদ্ধ বানান? উত্তর: স্বত্ত্ব [সঠিক স্বত্ব অর্থ = মালিকানা]
৮. শুদ্ধ বানান কোনটি? উত্তর: পরিষেবা
৯. ‘লুঙ্গি’ কোন ভাষার শব্দ? উত্তর: বর্মি শব্দ
১০. ‘খোদা’ কোন ভাষার শব্দ? উত্তর:ফারসি
১১. ‘হ্ম’ এই যুক্ত ব্যঞ্জনে কী কী বর্ণ আছে? উত্তর: হ+ম
১২. নিচের কোনটি শিষধ্বনি? উত্তর: শ
১৩. লাফ>ফাল - কোন ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর: ধ্বনি বিপর্যয়
১৪. ‘Manifesto’ এর বাংলা পরিভাষা কী? উত্তর: ইশতেহার
১৫. ‘চিলেকোঠার সেপাই’ কার রচিত উপন্যাস? উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস
১৬. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি? উত্তর: বিশেষভাবে বিশ্লেষণ
১৭. নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত? উত্তরঃ বাংলা শব্দের সাথে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত।
১৮. ‘অগ্নি’ শব্দের সমার্থক নয় কোনটি? উত্তরঃ মিহির
এ ধরনের পোস্ট পেতে আমাকে এড করুন বা ফলো করে রাখুন...🙂🙂
পড়া শেষে OK লিখুন.. আপনাদের সাড়া পেলে এমন পোস্ট নিয়মিত পাবেন🙋♂️🙋♂️
# Collected