ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১ ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের এমসিকিউ অংশের সম্পূর্ণ অংশের সমাধান - DU Admission MCQ solution B unit 2021

  ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার বহুনির্বাচনী অংশের সব প্রশ্নের সমাধান তুলে ধরা হলো-

বাংলা অংশের সমাধান 

১. ‘ব্যর্থ” শব্দের সন্ধি-বিচ্ছেদ হলাে –

ক.  বি + অর্থ               খ. ব্য + অর্থ

গ. ব্য + র্থ                     ঘ. বি + র্থ

২. A cat in gloves catches no mice’-এর সমার্থক বাংলা প্রবাদ –

ক.  বেড়ালের গলায় দণ্টা বাধা সহজ নয়                 খ.  বিনা মেঘে বজ্রপাত

গ.  সােজা আঙ্গুলে ঘি ওঠে না                                  গ. অতি দর্পে হত লঙ্কা

৩. “এখন থেকে কারও শান্তিতে আর কোনাে রকম বিঘ্ন ঘটবে না।” সিরাজউদ্দৌলা নাটকে যিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন-

ক. মিরজাফর                        খ. ক্লাইভ

গ. মিরন                                ঘ.  উমিচাদ

৪ .“ফেব্রুয়ারি ১৯৬৯” কবিতায় রক্তের বন্ধু’ বলতে বােঝানাে হয়েছে –

ক. রক্তের তেজ            খ. শহিদের স্মৃতি

গ. অবিনাশী বর্ণমালা     ঘ. কৃষ্ণচূড়া ফুল

৫. ‘জাদু’ শব্দটি যে ভাষার –

ক. আরবি        খ. ফারসি       গ. উর্দু     ঘ. বাংলা

৬. বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, এটি –

ক. পরিপকৃতারও ইঙ্গিত     খ. সহিষ্ণুতারও ইঙ্গিত

গ. প্রজ্ঞারও ইঙ্গিত             ঘ. প্রশান্তিরও ইঙ্গিত

৭. .“আহবান” গল্পে বৃদ্ধার কবর প্রসঙ্গে উল্লেখিত শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপ” পদবন্ধটি সঞ্চার করে –

ক. নিগৃঢ় বেদনা   খ. স্মৃতিকাতরতা    গ.  বিহবলতা      ঘ.অনুশােচনা

৮. “মিলিটরি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানাে একটি লরির দিকে।’ উক্তিটির অন্তর্নিহিত অর্থে প্রকাশিত হয়েছে –

ক.  শ্লেষ         খ. কৌতুক        গ. ক্ষোভ       ঘ. অনিশ্চয়তা

১০. লালসালু উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয় –

ক. শেকড়হীন বৃক্ষপ্রতিম অবস্থান          খ. সংসার ঔদাসীন্য

গ. অন্তহীন নৈসঙ্গ্য                                ঘ. মানুষিক অন্তর্দ্বন্দ্ব

১০. সিরাজউদ্দৌলা নাটকে ‘স্ট্যান্ডিং লাইক পিলার্স’ বলতে বােঝানাে হয়েছে – 

ক. ইংরেজ সৈন্যদের                          খ. নবাবের সৈন্যদের

গ. রাজকর্মচারীদের                            ঘ. নিরাপত্তা প্রহরীদের

১১. লালসালু উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক একটি উদ্ধৃতি হলো –

ক. ঠ্যাঙ বেটিরে, ঠ্যাঙা                খ. যতসব শয়তানি, বেদাতিকাজ-কারবার।
গ. কলমা জানস না ব্যাটা             ঘ. নাফরমানি করিও না।

১২. ‘চক্ষুর দ্বারা গৃহীত’-এর এক কথায় প্রকাশিত রূপ –

ক. চক্ষুম্মান                   খ. দশীয়

গ. গোচর                       ঘ. অনিমেষ

১৩.. যে সম্পর্কটি বিসদৃশ –

ক.  ঠাট্টা : শ্লেষ         খ. হর্ষ : পরিতােষ

গ. অভিলাষ : বাঞ্চা        ঘ. নিবন্ধ : নিবিড়

১৪. ‘মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। যে রচনার উদ্ধৃতি –

ক. রেইনকোট       খ.  নেকলেস        গ.  বায়ান্নর দিনগুলাে    ঘ. অপরিচিত

১৫. আভিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুছে –

ক.  নদী, সাগর, বন                   খ. ফুল, ফল, পাখি

গ.আলাে, মাটি, বায়ু                    ঘ. চাঁদ, তারা, সূর্য।

ইংরেজি অংশের সমাধান

1. The expression ‘to commence’ means –

A. to start                          B. incorporate

C. to defend                      D. to focus

2. Make an appropriate question from this – statement: “The class will begin at 8.30 a.m.”

A.  When will the class held?                 B. Where will the class be held?

C. When the class will begin?                D. At what time will the class begin?

3. Choose the correct spelling from the following

A. ntijen                   B. Antegen

C. Antigen               D. Antygen

4. The Peace movement tends to oppose the_____of dangerous technologies and weapons of mass destruction

A extermination                           B. smuggling

C. minimization                           D. proliferation

5. Shilpi insisted me my going home-

A. from          B. on               C. to            D. in

6. Change into reported form: “I’ll have a cup of tea”, my friend said, “because I’m not hungry.

A. My friend said that he will have a cup of tea because he wasn’t hungry.

B.  My friend said that he would have had a cup of tea because he wasn’t hungry.

C. My friend said that he had had a cup of tea because he wasn’t hungry.

D. My friend said that he would have a cup of tea because he wasn’t hungry.

7. His friend accused him of spilling the beans. The bold faced phrase means –

A.  cooking beans                        B. buying coins

C. revealing secrets                     D. spilling a bag of beans

8. ‘It has made it possible for people all over the planet to reach out and touch someone.’ The blue faced word refers to –

A.  NASA             B. www             C. Microchip      D. Pacemaker

9. Poetry in every language celebrates beauty and truth.

A. So does art.                         B. So as art.

C. As well as art.                      D. Why not art?

10. ‘A mechanical organization’ should not be related to a –

A. workshop                            B. warehouse

C. butcher shop                     D. university

11. The idiom which is not related to the concept: ‘a positive attitude.

A. sour grapes                         B. get up and go

C. shot in the arm                    D. rose-tinted glasses

12. The early 20th century Bangladeshi Diaspora in Britain was chiefly a _____phenomenon.

A. non-professional                 B. specific region based

C. predominant                        D. well planned

13. Elizabeth unwillingly undertook the sea voyage.’ The passive form of the sentence is –

A. The sea voyage was undertaken by Elizabeth unwillingly.

B.  The sea voyage is undertaken by Elizabeth unwillingly.

C. Unwillingly by Elizabeth, the sea voyage undertaken.

D. The sea voyage had undertaken by Elizabeth unwillingly.

14. __________ is not a synonym of the word ‘snarl.

A. Confusion                         B. Disarray
C. Intricacy                            D. Disentangle

15. There are several likely reasons why Asians are not prioritized in medical research in the West. The blue faced word is used as a/an –

A. conjunction               B. noun             C.  verb            D. adjective

সাধারণ জ্ঞান অংশের সমাধান

১. কোর্ট অব রেকর্ড বলা হয় কোন আদালতকে? উত্তরঃ  সুপ্রিম কোর্টকে

২. সদ্য ঘোষিত ‘আউকুস’ চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি? উত্তরঃ জাপান 
 
৩. স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে? উত্তরঃ রপ্তানী বাড়ে 

৪. ২০২০ সালে অস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো? উত্তরঃ প্যারাসাইট [প্যারাসাইট কোরিয়ান চলচ্চিত্র] 

৫. পৃথিবী সূর্যের—– নিকটতম গ্রহ? উত্তরঃ ৩য় 

৬. রংপুরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে? উত্তরঃ রাজবংশী

৭. নিচের যে পত্রিকাটি ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়? উত্তরঃ জয় বাংলা 

৮. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? উত্তরঃ নবাব নওয়াব আলী চৌধুরী

৯. বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে? উত্তরঃ ৩য় ভাগে 

১০. নিচের যে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? উত্তরঃ জার্মানী 

১১. সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ প্রতিযোগিতায় যে কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে? উত্তরঃ ৮টি 

১২. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ছিলেন? উত্তরঃ বিচারপতি আবু সাঈদ চৌধুরী

১৩. দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা? উত্তরঃ অ্যাডাম স্মিথ

১৪. বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফা দাবির যে দফায় পৃথক মুদ্রাব্যবস্থার প্রসঙ্গ রয়েছে? উত্তরঃ ৩ 

১৫. নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ? উত্তরঃ হরিকেল 

১৬. রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ‘কলোসিয়াম’ হল? উত্তরঃ নাট্যশালা 

১৭. সি প্রোগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটি রিলেশনাল অপারেটর হল ? উত্তরঃ < 

১৮. ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে ২০২১ সালের আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন ? উত্তরঃ মথুরা বিকাশ ত্রিপুরা 

১৯. স্টোরেজ ডিভাইস এ ডাটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে বলা হয় ___ ট্রানস্মিশন? উত্তরঃ অ্যাসিনক্রোনাস 

২০. ২০২১-২০২২ সালের উন্নয়ন বাজেটের যে খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে? উত্তরঃ পরিবহন ও যোগাযোগ 

২১. যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজে সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না? উত্তরঃ প্রোলগ 

২২. জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন? উত্তরঃ চিফ হুইপ 

২৩. যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স অর্থ প্রেরণ করেন? উত্তরঃ সৌদি আরব 

২৪. ‘ঈদগাঁও’, ‘মধ্যনগর’ এবং ‘দাসার’ হলো? উত্তরঃ সদ্য প্রতিষ্ঠিত উপজেলা 

২৫. “ইউনেস্কো-বাংলাদেশ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ আন্তর্জাতিক পুরস্কার” যে বিষয়ে ঘোষিত হয়েছে? উত্তরঃ সৃষ্টিশীল অর্থনীতি 

২৬. কোভিড-১৯-এর ৩ ডোজের টিকা ‘আবদালা’-র আবিষ্কারক দেশ হলো? উত্তরঃ কিউবা 

২৭. ‘ইলামতি’ হলো? উত্তরঃ এক ধরণের আম 

২৮. ‘নহর-ই-যুবাইদা’ যেখানে অবস্থিত? উত্তরঃ বাগদাদ [ইরাক] 

২৯. ২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে যে শহরে? উত্তরঃ বার্মিংহাম [ইংল্যান্ড] 

৩০. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম যে দেশ সফর করেন? উত্তরঃ যুক্তরাজ্য

Catagories