BCS job - রাশিয়া ও ইউক্রেন সম্পর্কিত তথ্য
১। রাশিয়া ইউক্রেনের কোন অঞ্চলকে স্বীকৃতি দিয়েছে ?
= লুহানস্ক ও দোনেৎস্ক
২। রাশিয়া কখন লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল স্বীকৃতি দেয় ?
= ২১ ফেব্রুয়ারি, ২০২২
৩। লুহানস্ক ও দোনেৎস্ক কখন স্বাধীনতা পায় ?
= ১২ মে , ২০১৪
৪।বিশ্বের গম রপ্তানিতে শীর্ষ দেশের নাম কী ?
=রাশিয়া
৫। নর্ড স্ট্রিম-২ পাইপলাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে ?
=জার্মানি ও রাশিয়া
৬। রাশিয়া কখন ইউক্রেনে হামলা শুরু করে ?
=২৪ ফেব্রুয়ারি, ২০২২
৭। রাশিয়া কোন নামে ইউক্রেনে অভিযান শুরু করে ?
= বিশেষ সামরিক অভিযান
৮। সুইফট থেকে রাশিয়াকে কখন বাদ দেওয়া হয় ?
= ২৭ ফেব্রুয়ারি, ২০২২
৯। সুইফট থেকে রাশিয়াকে কখন বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয় ?
= ১২ মার্চ, ২০২২
১০। ২৭ ফেব্রুয়ারি, ২০২২ সালে কোন ব্যক্তির সম্মানসূচক সভাপতির পদ স্থগিত করেছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন ?
= ভ্লাদিমির পুতিনি
১১। বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ‘আস্তোনভ এএন-২২৫’ কখন রাশিয়ার হামলায় ধ্বংস হয় ?
= ২৮ ফেব্রুয়ারি, ২০২২
১২। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কোথায় প্রথম দফার আলোচনা হয় ?
=গোমেল, বেলারুশ
১৩। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোন দেশকে সম্প্রতি বহিস্কার করেছে ?
= রাশিয়া
১৪। রাশিয়া কখন প্রথমবার ইউক্রেনে ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে ?
= ২৭ ফেব্রুয়ারি, ২০২২
১৫। বিশ্বের কোন দেশের নিকট সবচেয় বেশি পারমানবিক বোমার রয়েছৈ ?
= রাশিয়া
১৬। রুশ-ইউক্রেন যুদ্ধের সময় বাংলাদেশের কোন জাহাজ ইউক্রেনে আটকা পড়েছে ?
= বাংলার সমৃদ্ধি
১৭। বাংলার সমৃদ্ধি জাহাজটি ইউক্রেনের কোন বন্দরে আটকা পড়েছিল ?
= অলিভিয়া
১৮। বেযাকটার কী ?
=- ড্রোন
১৯। জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার প্রস্তাবের পক্ষে কয়টি দেশ ভোট প্রদান করে ?
= ১৪১টি
২০। ইউরোপের সবচেয়ে বড় পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কী ?
= জাপোরিঝিয়া
collected