বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) march 2022 MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান

 বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান

পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা। সহকারী নিরীক্ষণ কর্মকর্তা
পরীক্ষার তারিখ: ০৫ মার্চ ২০২২

বাংলা অংশের সমাধানঃ
১। ‘চর্যাপদ’ হলো মূলত উত্তরঃ গানের সংকলন

২। ‘বইপড়া’ কোন সমাস? উত্তরঃ তৎপুরুষ

৩। কাজী নজরুল ইসলামের জন্মতারিখ কোনটি?

উত্তরঃ ১১ জ্যৈষ্ঠ

৪। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ কে বলেছেন? উত্তরঃ চন্ডীদাস

৫। ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’কবিতাংশটুকু কোন কবির রচনা? উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়

৬। কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে

৭। ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’ ছড়াটি কার রচনা? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

৮। নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ মুমূর্ষু

৯। অপাদান কারক কোনটি?

উত্তরঃ ট্রেন স্টেশন ছেড়েছে

১০। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? উত্তরঃ আগুনের পরশমণি

ইংরেজি অংশের সমাধানঃ
১১। The antonym of the word ‘meek’ is?

Ans: fierce

১২। What is the plural of the word ‘index’

Ans: indexes

১৩। The poor much in winter. Ans: suffer

১৪। Complete the sentence: If I were you, I – take money. Ans: would

১৫। The term ‘Lingua Franca is related to

Ans: language

১৬। Please look the word in the dictionary.

Ans: up

১৭। What kind of noun is ‘Dhaka?

Ans: proper

১৮। Two and two – four. Ans: makes

১৯। Adverb of ‘Strengthen’ is

Ans: strongly

২০। I wanted the poster Ans: to be hung

বিষয়ভিত্তিক অংশের সমাধানঃ
২১। যদি প্রারম্ভিক মজুদ, সম্মানী মজুদ এবং বিক্রীত পণ্যের খরচ যথাক্রমে ৬০০ টাকা, ৮০০ টাকা এবং ৪০০০ টাকা হয় তাহলে বিক্রয় যোগ্য পণ্যের খরচ কত?

উত্তরঃ ৪৮০০ টাকা

২২। একটি ব্যবসায় প্রতিষ্ঠান ২/১০, ১০/৩০ শর্তে ৯,০০০ টাকার পণ্য ক্রয় করে, যার মধ্যে ২,০০০ টাকার পণ্য ফেরত দেওয়া হয় এবং অবশিষ্ট পণ্যের মূল্য বাট্টাকালীন পরিশোধ করা হয়। বাট্টার পরিমাণ কত?

উত্তরঃ ১৪০

২৩। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় ৭০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১,০০,০০০ টাকা, কারখানার উপরি খরচ ৮০, ০০০ টাকা এবং বিক্রয় ও প্রশাসনিক উপরি খরচ প্রত্যক্ষ মজুরির ৩০%, বিক্রয়মূল্য ৪,০০,০০০ টাকা হলে বিক্রয়ের উপর মুনাফার হার কত?

উত্তরঃ ৩০%

২৪। এপ্রিলের ১২ তারিখে স্বীকৃত ৬০ দিনের একটি নোটের মেয়াদ পূর্তি হবে জুনেরঃ ১১ জুন

২৫। ক, খ দুইজন অংশীদার। তারা সমান অনুপাতে মুনাফা বণ্টন করে। গ ভবিষ্যতে ২০% মুনাফায় অংশীদারিতে কারবারে যোগদান করে। ক, খ ও গ এর নতুন মুনাফার অনুপাত কত? উত্তরঃ ৩:২:১

২৬। কোনটি উৎপাদন ব্যয়?

উত্তরঃ অফিসের বিদ্যুৎ খরচ

২৭। দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয় – উত্তরঃ ১৪৯৪ সালে

২৮। হিসাব সমীকরণের বর্ধিতরূপ কোনটি?

উত্তরঃ A = L + OE

২৯। কার্যপত্র কত প্রকার? উত্তরঃ ৩ প্রকার

৩০। আইনের ভিত্তিতে নিরীক্ষা কত প্রকার?

উত্তরঃ ৩ প্রকার

গণিত অংশের সমাধানঃ
৩১। কোনটি বৃহত্তম সংখ্যা? উত্তরঃ ৩/৭

৩২। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ; দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

উত্তরঃ ১২৮ মিটার

৩৩। ৫ বছর আগে ‘ক’ ও ‘খ’ এর গড় বয়স ছিল ১০ বছর। বর্তমানে ‘ক’ ও ‘খ’ ও ‘গ’ এর গড় বয়স ১৫ বছর। ২ বছর পরে ‘গ’ এর বয়স কত হবে? উত্তরঃ ১৭ বছর

৩৪। একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১২% লাভ হলো। জিনিসটির ক্রয়মূল্য কত? উত্তরঃ ৫০০ টাকা

৩৫। যদি a+b=5 এবং a-b=3 তবে a2+b2= কত?

উত্তরঃ 4

৩৬। একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত? উত্তরঃ ১৮

৩৭। ৫৬.৭% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করুন।

উত্তরঃ ০.৫৬৭

৩৮।৩:৫ অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি ৫৬ হলে, সংখ্যা দুটির অন্তর কত? উত্তরঃ ১৪

৩৯। {০.৩ x 30} / ১০ কত? উত্তরঃ ০.৯

৪০। ১/২, ৫/৬, ৩/৪, ৫/১২ এর গড় কত? উত্তরঃ ৫/৮

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
৪১ । ইবনে বতুতা কোন দেশের পর্যটক? উত্তরঃ মরক্কো

৪২। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম? উত্তরঃ উপগ্রহের নাম

৪৩। ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়? উত্তরঃ ম্যাগনাকার্টা

৪৪। ‘নারিকা-১’ কি? উত্তরঃ ধান

৪৫। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রতি বছর

উত্তরঃ ৮ মার্চ

৪৬। বাংলাদেশের কোভিড ১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে- উত্তরঃ অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা কোভিশিল্ড

৪৭। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরঃ ঈশ্বরদী, পাবনা

৪৮। নিচের কোনদেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত?

উত্তরঃ অস্ট্রেলিয়া

৪৯। ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি? উত্তরঃ ভলোদিমির জেলোনস্কি

৫০। কোন শহরকে মুসলমান, খ্রিষ্টান, ইহুদি সকলেই পবিত্র মনে করে? উত্তরঃ জেরুজালেম

Catagories