সমঅর্থ বিশিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা
- অকালকুষ্মাণ্ড, অভাজন, আমড়া কাঠের ঢোক, কায়তের ঘরে ঢেঁকি, ঢেঁকির কুমির, বুদ্ধিরঢেঁকি, কচুবনের কালাচাঁদ, ঘটিরাম, ঘণ্টাগরুড়, কুমড়ো কাটা বটঠাকুর, ষাঁড়ের গোবর, গোবর গণেশ, ঢাকের বায়া, ঠুটো জগন্নাথ, নালায়েক= অপদার্থ/অকর্মণ্য/অক্ষম
- সুখের পায়রা, দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, লক্ষ্মীর বরযাত্রী= সুসময়ের বন্ধু
- অহি-নকুল সম্বন্ধ, গজ-কচ্ছপের লড়াই, সাপে-নেউলে, দা-কুমড়া, আদায়-কাঁচকলায় = ভীষন শত্রুতা
- আমে-দুধে মেশা, মনিকাঞ্চনযোগ,রাজযোটক, সোনায় সোহাগা= উপযুক্ত মিলন
- বর্ণচোরা, ধর্মপুত্র যুধিষ্ঠির, বিড়ালতপস্বী, ভিজে বিড়াল, তুলসীবনের বাঘ, বক ধার্মিক = ভন্ড/কপটতাচারী
- অন্ধের যষ্টি, অন্ধের নড়ি, কানুছাড়া গীত নাই, শিবরাত্রির সলতে, সুবেধন নীলমণি= একমাত্র অবলম্বন
- জলে কুমির ডাঙায় বাঘ, শাঁখের করাত, সাপের ছুঁচো গেলা, দুনৌকায় পা = উভয় সংকট
- খয়ের খাঁ, ঢাকের কাঠি, ধামাধরা, আমড়াগাছি, মোসাহেব= তোষামোদকারি
- পৃষ্ঠ প্রদর্শন, পগারপার, লম্বা দেয়া= পালিয়ে যাওয়া
- ব্যাঙের সর্দি, কুমিরের সন্নিপাত = অসম্ভব ঘটনা
- কূর্ম অবতার, টিমেতেতালা, অকর্মার ধাড়ি, ইতুনিদকুড়ে, গোঁফ খেজুরে, কুড়ে স্বভাব= অলস
- ঊনপাঁজুরে, হাড় হাভাতে, আটকপালে= হতভাগ্য
- পান্তা ভাতে ঘি, ভূতের বাপের শ্রাদ্ধ, উড়নচণ্ডী= অপচয়
- পঞ্চত্বপ্রাপ্তি, শিয়রে শমন, পটলতোলা= মৃত্যু
- আলেয়ার আলো, ঘোড়ার ডিম, ডুমুরের ফুল, বাঘের দুধ, অমাবস্যার চাঁদ = অলীক বস্তু/দুর্লভ বস্তু