সমঅর্থ বিশিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা

সমঅর্থ বিশিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা


  1. অকালকুষ্মাণ্ড, অভাজন, আমড়া কাঠের ঢোক, কায়তের ঘরে ঢেঁকি, ঢেঁকির কুমির, বুদ্ধিরঢেঁকি, কচুবনের কালাচাঁদ, ঘটিরাম, ঘণ্টাগরুড়, কুমড়ো কাটা বটঠাকুর, ষাঁড়ের গোবর, গোবর গণেশ, ঢাকের বায়া, ঠুটো জগন্নাথ, নালায়েক= অপদার্থ/অকর্মণ্য/অক্ষম
  2. সুখের পায়রা, দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, লক্ষ্মীর বরযাত্রী= সুসময়ের বন্ধু 
  3.  অহি-নকুল সম্বন্ধ, গজ-কচ্ছপের লড়াই,  সাপে-নেউলে, দা-কুমড়া, আদায়-কাঁচকলায় = ভীষন শত্রুতা
  4. আমে-দুধে মেশা, মনিকাঞ্চনযোগ,রাজযোটক, সোনায় সোহাগা= উপযুক্ত মিলন
  5. বর্ণচোরা, ধর্মপুত্র যুধিষ্ঠির, বিড়ালতপস্বী, ভিজে বিড়াল, তুলসীবনের বাঘ, বক ধার্মিক = ভন্ড/কপটতাচারী
  6. অন্ধের যষ্টি, অন্ধের নড়ি, কানুছাড়া গীত নাই, শিবরাত্রির সলতে, সুবেধন নীলমণি= একমাত্র অবলম্বন
  7. জলে কুমির ডাঙায় বাঘ, শাঁখের করাত, সাপের ছুঁচো গেলা, দুনৌকায় পা = উভয় সংকট
  8. খয়ের খাঁ, ঢাকের কাঠি, ধামাধরা, আমড়াগাছি, মোসাহেব= তোষামোদকারি
  9.  পৃষ্ঠ প্রদর্শন, পগারপার, লম্বা দেয়া= পালিয়ে যাওয়া
  10. ব্যাঙের সর্দি, কুমিরের সন্নিপাত = অসম্ভব ঘটনা
  11. কূর্ম অবতার, টিমেতেতালা, অকর্মার ধাড়ি, ইতুনিদকুড়ে, গোঁফ খেজুরে, কুড়ে স্বভাব= অলস
  12. ঊনপাঁজুরে, হাড় হাভাতে, আটকপালে= হতভাগ্য
  13. পান্তা ভাতে ঘি, ভূতের বাপের শ্রাদ্ধ, উড়নচণ্ডী= অপচয়
  14.  পঞ্চত্বপ্রাপ্তি, শিয়রে শমন, পটলতোলা= মৃত্যু
  15. আলেয়ার আলো, ঘোড়ার ডিম, ডুমুরের ফুল, বাঘের দুধ, অমাবস্যার চাঁদ = অলীক বস্তু/দুর্লভ বস্তু

Catagories