গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর পদের নাম: উচ্চমান সহকারী/সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পরীক্ষা-২০২২
সময়: ১:৩০ মিনিট
বাংলা-২০
১। অর্থসহ বাক্য রচনা করুন ( ১X৫=৫):
ক) গলগ্রহ খ) খণ্ড প্ৰলয় গ) বর্ণচোরা ঘ) ভূষণ্ডির কাক ও মিছরির ছুরি 21 স শব্দ লিখুন (দুটি করে) (০.৫X১০=৫):
ক) বারি খ) নরপতি গ) )
৩। শুদ্ধ বানান লিখুন (100)
ক) মুমুর্ষ খ) আনুসাংগিক গ) মুর্ছনা ঘ) সাচ্ছন্দ্য ও বহুব্রিহি ৪। সন্ধি বিচ্ছেদ করুন (১X৫=৫)
ক) পাঁশশিকা খ) ছোড়দা গ) দ্য পিপাসা )
ইংরেজি-২০
(1) Fill in the blanks with appropriate prepositions / words (1x4=4): a)He is • MBA. b) She is university student. c) the poem by heart. d) He is addicted.......smoking.
(2) Translate into English (3x2-6): a) নিজেকে তুমি কী মনে কর? b) আজ বৃষ্টি হলেও হতে পারে। c) লোকটি যেমন বোকা তেমন গরিব।
(3) Makes sentence with the following phrases / idioms (1x 5 = 5):
a) black and blue b) for good c) give in d) at stake e) in fine
(4) Correct the following sentences (1x5-5):
a) What fool he is
b) The boy resembles to his father.
c) Rich are not always happy.
(d) His home is adjacent with mine.
e) Put in the light.
ক) একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫ মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং এর দেয়ালগুলো ১৫ সে.মি. পুরু হলে চার দেয়ালের জায়তন কত? (৩ নম্বর)
(খ) ৪০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত? (৩ নম্বর
(গ) একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকা করে বিক্রয় করলেন। তাঁর শতকরাত লাভ বা ক্ষতি হলো? (৩ নম্বর)
ঘ) পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত? (৩ নম্বর)
3) 3x - 2y + 5z এর বর্গ নির্ণয় কর। (৫ নম্বর)
চ) শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলেন। সেগুলোর ১/২ অংশ তার বোনকে ও ১/৩ অংশ তার ভাইকে দিল। তার কাছে আরও ৫ টি কলম রইল। শ্যামল কতটি কলম কিনেছিল? (৩ নম্বর)
সাধারণ জ্ঞান -১০
১। UNESCO কত সালের কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
২। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 'Concert for Bangladesh' কোন দেশের কোন শহরে অনুষ্ঠিত হয়?
৩। মুজিববর্ষ উদযাপনকাল কোন সময়?
৪। আইসল্যান্ডের রাজধানীর নাম কী?
৫। মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতির নাম কী? ৬। রংপুর বিভাগ কত সালের কত তারিখে গঠিত হয়?
৭। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বিশ্বকোষের নাম কী?
৮। সাব-মেরিন ক্যাবল কোন মন্ত্রণালয় এর অধীন?
৯। মাল্টিমিডিয়ার পূর্ব পুরুষ বলা হয় কোনটিকে ১০। ICDDR,B এর পূর্ণরূপ লিখ।