Bank Written' জন্য একটা আদর্শ রুটিনঃ

 👉 Bank Written' জন্য একটা আদর্শ রুটিনঃ 

২৪ ঘন্টাকে ৩ ভাগ করে স্ট্যাডি প্ল্যান সেট করুন।


  1.  8 Hours: Eating ~ Sleeping ~ Entertainment
  2. 8 Hours: Job ~ Tuition ~ Coaching 
  3. 8 Hours: Self Study


👉 ডেইলি যে কাজগুলো করবেন

  1. প্রতিদিন ৫+৫=১০টি অনুবাদ করবেন।
  2.  অধ্যায়ভিত্তিক ১২-১৫টি রিটেন ম্যাথ করবেন।
  3.  প্রতিদিন কমপক্ষে ৩+৩=৬ পৃষ্টা ফোকাস রাইটিং লিখবেন। ১টা বাংলা ও ১টা ইংরেজি। গ্রাফ/চার্ট, সাংখ্যিক তথ্য দিবেন।
  4. বিগত ও অধ্যায়ভিত্তিক জিকে পড়বেন। অন্তত ১টি অধ্যায় শেষ করার চেষ্টা করবেন।
  5.  ৩/৪ দিন পর পর বিগত সালের প্রশ্নের উত্তর এক্সাম দিবেন সময় ধরে। 

 

👉 ঘুমানোর আগে নিজেকে সারাদিনের জন্য ধন্যবাদ/তিরস্কার করেবন। 


ব্যাংক রিটেন প্রস্তুতির শ্রেষ্ঠ কৌশল হল - ❝লিখতে হবে, Unlimited লিখতে হবে❞। আপনার যখন একটা সরকারি চাকরি হয়ে যাবে; তখন আপনি মানসিক শান্তি অনুভব করবেন। বেকারত্ব অভিশাপ হতে মুক্ত হওয়া। এটা অনেক বড় ব্যাপার। তাই ২০-২৫দিন কষ্ট করতে হবে। 


বি.দ্র: হুটহাট Plan change করবেন না। এটা আপনাকে এগোতে দিবে না। Mind it. তখন পরিক্ষার কয়েকদিন আগে শুধু হাহুতাশ করবেন। 


আমার Bank Written with Translation & Writing Skill বেস্ট কোর্সটি অবশ্যই করুন ~ শুধু কৌশল আর কৌশল ~ ৬০-৬৫টি ক্লাস ~ বিস্তারিত কমেন্টে

Catagories