বিসিএস পরীক্ষার প্রস্তুতি সাধারণ জ্ঞান

মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
ক. ২০১০ সালে
খ. ২০২৫ সালে
গ. ২০২০ সালে
ঘ. ২০১৫ সালে
উত্তর : খ. ২০২৫ সালে

৩১. প্রস্ত্মাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি. মি.?
ক. ৫.০৩ খ. ৬.০৩
গ. ৪.৮ ঘ. ৬.১৫
উত্তর : ঘ. ৬.১৫

৩২. বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে-
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৬ সালে
উত্তর : গ. ১৯৭৪ সালে

৩৩. মার্কিন পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কী?
ক. ডায়েট
খ.জাতীয় সভা
গ. সিনেট
ঘ. লোক সভা
উত্তর : গ. সিনেট

৩৪. মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক. ইসরাইল খ. গ্রিসে
গ. ইটালিতে ঘ. স্পেনে
উত্তর : ক. ইসরাইল

৩৫. সাহিত্যে নোবেল বিজয়ী ঈশিগুরো কোন দেশের নাগরিক?
ক. জাপান খ. কোরিয়া
গ. ইটালিতে ঘ. স্পেনে
উত্তর : ক. জাপান
৩৬. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
ক. প্যারিস খ. সিরিয়া
গ. ইরাক ঘ. আফগানিস্ত্মান
উত্তর : ক. প্যারিস

৩৭. 'ঘড় ঋষু তড়হব' কোন দেশে অবস্থিত?
ক. কুয়েত খ. ইরাক
গ. আফগানিস্ত্মান ঘ. ইসরাইল
উত্তর : খ. ইরাক

৩৮. কত সালে ইরাক কুয়েত দখল করেছিল?
ক. ১৯৮৯ খ. ১৯৯০
গ. ১৯৯১ ঘ. ১৯৯২
উত্তর : খ. ১৯৯০

৩৯. ইডেন গার্ডেন অবস্থিত-
ক. বার্লিনে খ. লন্ডন
গ. কলকাতা ঘ. মাদ্রিদে
উত্তর : গ. কলকাতা

৪০. 'স্ট্যাচু অফ পিস' কোথায় অবস্থিত?
ক. নাগাসাকি
খ. নিউইয়র্ক
গ. টরেন্টো
ঘ. হিরোশিমা
উত্তর : ক. নাগাসাকি

৪১. দূরপ্রাচ্যের দেশ কোনটি?
ক. অস্ট্রেলিয়া
খ. নিউজিল্যান্ড
গ. সিরিয়া
ঘ. মঙ্গলিয়া
উত্তর : ঘ. মঙ্গলিয়া

৪২. নাসাকা কোন দেশের সীমান্ত্মরক্ষী বাহিনী?
ক. পাকিস্ত্মান
খ. মায়ানমার
গ. ভুটান
ঘ. নেপাল
উত্তর : খ. মিয়ানমার

৪৩. 'থাইল্যান্ড' শব্দের অর্থ কী?
ক. উচ্চভূমি
খ. নিচুভূমি
গ. যুক্তভূমি
ঘ. মুক্তভূমি
উত্তর : ঘ. মুক্তভূমি

৪৪. পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা কী?
ক. ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
খ. একটি স্বাধীন দেশ
গ. অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
ঘ. কোনটি নয়
উত্তর : ক. ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য

৪৫. পূর্ব তিমুরের রাজধানী-
ক. মালে খ. থিম্পু
গ. দিলি ঘ. উলানবাটোর
উত্তর : গ. দিল্লি



 

Catagories