এস.এস.সি ২০১৮ – রসায়ন MCQ উত্তরমালা।

এস.এস.সি. পরীক্ষা-২০১৮ রসায়ন


প্রিয় পরীক্ষাথীগণ, বিডিলাভ২৪.কম টিম সকল গ্রুপের উত্তরমালা তৈরী করতেছে।।আশারাখি পরীক্ষা শেষ হওয়ার ১ ঘন্টার মধ্যে সব বিষয়ের উত্তরমালা আপনার কাছে পৌঁছে দিতে পারবো।


বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)


১. আয়নের দ্রবণে NaOH যোগ করলে সাদা অধঃক্ষে উৎপন্ন হয়। বিডিলাভ২৪.কম

উত্তর: (ঘ) Zn2+, Ca2+, Al3+

২. সোডা অ্যাশের সংকেত কি?
উত্তর: (খ) Na2CO3 বিডিলাভ২৪.কম

 

৩. কোনটি আমাদের শরীরে ইলেকট্রালাইটের চাহিদা পূরণ করে?
উত্তর: (ঘ) NaCl বিডিলাভ২৪.কম

 

৪. দ্বিবন্ধন দেখা যায়-
উত্তর: (ক) অক্সিজেন অণুতে – বিডিলাভ২৪.কম

 

৫. তা¤্রমলের বর্ণ-
উত্তর: (গ) সবুজ বিডিলাভ২৪.কম

 

৬. কোন পদার্থকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়?
উত্তর: (ঘ) C10H8. বিডিলাভ২৪.কম

 

৭. নিচে একটি কোষ গঠন করা হলো-
উত্তর: (গ) i, ii বিডিলাভ২৪.কম

 

৮. পর্যায় সারণির মূল ভিত্তি কি?
উত্তর: (ক) ইলেকট্রন বিন্যাস – বিডিলাভ২৪.কম

 

৯. 21Z মৌলটির সঠিক ইলেকট্রন বিন্যাস-
উত্তর: (ক) 1s22s22p63s23p63d14s2 বিডিলাভ২৪.কম

 

১০. বজ্রপাতের কারণে কোন এসিড উৎপন্ন হয়?
উত্তর: (খ) HNO2 বিডিলাভ২৪.কম

 

১১. সোডিয়ামের পারমাণবিক ভর কত?
উত্তর: (ঘ) 23 বিডিলাভ২৪.কম

 

১২. ড্রাইসেলের অ্যানোড কোনটি?
উত্তর: (ক) Zn বিডিলাভ২৪.কম

 

১৩. ত্বকের ক্ষত সৃষ্টি করে নিচের কোন গ্যাসটি?
উত্তর: (ক) নাইট্রোজেন বিডিলাভ২৪.কম

 

১৪. অপেক্ষাকৃত ধাতব ধর্ম বেশি কোন মৌলটির?
উত্তর: (ক) Li বিডিলাভ২৪.কম

 

১৫. ইথানলের সমাণুটি স্ফুটনাঙ্ক কত?
উত্তর: (ঘ) 78 degree C বিডিলাভ২৪.কম

 

১৬. ডেরলিনের মনোমার কোনটি?
উত্তর: (ঘ) H – CHO বিডিলাভ২৪.কম

 

১৭. উষ্ণ তাপে ব্লু-ভিট্রিয়লকে উত্তপ্ত করলে কোন বর্ণের অবশেষে পাওয়া যাবে?
উত্তর: (ঘ) সাদা বিডিলাভ২৪.কম

 

১৮. কোমল পানীয়তে কোন এসিড থাকে?
উত্তর: (খ) কার্বনিক এসিড বিডিলাভ২৪.কম

 

১৯. নিচের কোন বিক্রিয়াটির উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি?
উত্তর: (খ) Zn + লঘু H2SO4 বিডিলাভ২৪.কম

 

 

২০. কোন যৌগটির কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা অপেক্ষাকৃত কম?
উত্তর: (ক) H2S বিডিলাভ২৪.কম

 

২১. একটি ঐ পরমাণুর প্রকৃত ভর কত?
উত্তর: (ঘ) 9.11*10-28g বিডিলাভ২৪.কম

 

২২. পানির চঐ মান কত এর কম হলে সেটি জীবের জন্য প্রাণনাশক?
উত্তর: (ঘ) 4.5 বিডিলাভ২৪.কম

 

২৩. অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কতটি?
উত্তর: (গ) 1 বিডিলাভ২৪.কম

 

২৪. দ্রবণে কতটি NaOH অণু দ্রবীভূত আছে?
উত্তর: (ঘ) 9.03*1023 বিডিলাভ২৪.কম

 

 

২৫. পাত্রদ্বয়ের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে-
উত্তর: (খ) দ্রবণে 0.088g লবণ উৎপন্ন হবে

 

 

আপনাদের কষ্টের অবসাদ ঘটিয়ে পড়ালেখা সম্পর্কিত নানা বিষয় সম্পর্কে জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একটা সময় ছিলো যখন পরীক্ষার্থীকে বাসায় এসে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে হতো। সেই দিন এখন শেষ… এখন আপনি এক ক্লিকে আমাদের ওয়েবসাইটে এসে সকল পরীক্ষার MCQ উত্তরমালা পেয়ে যাচ্ছেন। বিনিময়ে আপনাদের কাছে একটাই চাওয়া আপনার সকল বন্ধুকে উত্তরমালাগুলো শেয়ার করুন যাতে তারা ও উত্তরমালাগুলো পায়। তাদেরকে যেন বাসায় গিয়ে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে না হয়।

ধন্যবাদ আমাদের বিডিলাভ২৪.কম এর পাশে থাকার জন্য , আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু …

Catagories