এস.এস.সি ২০১৮ – জীববিজ্ঞান MCQ উত্তরমালা

এস.এস.সি. পরীক্ষা-২০১৮
জীববিজ্ঞান


বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

প্রিয় পরীক্ষাথীগণ, বিডিলাভ২৪.কম টিম সকল গ্রুপের উত্তরমালা তৈরী করতেছে।।আশারাখি পরীক্ষা শেষ হওয়ার ১ ঘন্টার মধ্যে সব বিষয়ের উত্তরমালা আপনার কাছে পৌঁছে দিতে পারবো।



১. গলবিলের অংশ কোনটি?
উত্তর: (ঘ) আলজিহ্বা



২. নিউমোনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য-
উত্তর: (খ) i, iii



৩. কোনটি প্রসারিত হয়ে পিড়কা গঠন করে?
উত্তর: (গ) রেনাল পিরামিড
বিডিলাভ২৪.কম





৪. কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়?
উত্তর: (ক) জাম
বিডিলাভ২৪.কম



৫. উল্লিখিত গ্রন্থিটি শরীরের কোন অঙ্গে পাওয়া যায়?
উত্তর: (খ) গলা



৬. উল্লেখিত দুটি পরিস্থিতি সৃষ্টি ও নিয়ন্ত্রণের কারণ-
উত্তর: (খ) i, iii
বিডিলাভ২৪.কম




৭. ছাগল কোন শ্রেণির খাদক?
উত্তর: (ঘ) প্রথম
বিডিলাভ২৪.কম



৮. নিম্নের কোনটির ক্ষেত্রে সামগ্রিক চলন ঘটে?
উত্তর: (ঘ) ডায়াটম



৯. শিমুল ফুলের পুংস্তবক কোন ধরনের?
উত্তর: (গ) বহুগুচ্ছ
বিডিলাভ২৪.কম



১০. ছ এর ক্ষেত্রে প্রযোজ্য-
উত্তর: (খ) i, iii
বিডিলাভ২৪.কম



১১. Q । N এর ক্ষেত্রে 2A এর কাজ-
উত্তর: (খ) i, iii



১২. উঘঅ অনুপস্থিত থাকে কোনটিতে?
উত্তর: (গ) টোবাকো মোজাইক



১৩. কৌলিগত পরিবর্তন সাধিত হয় কোন মাছের?
উত্তর: (ক) স্যামন



১৪. হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে কোনটিতে?
উত্তর: (গ) মাশরুম
BDLove24.Com



১৫. হরমোন নিয়ে আলোচনা করা হয় কোনটিতে?
উত্তর: (ক) Endocrinology



১৬. নিম্নের কোনটি প্রাণী কোষে বিদ্যমান?
উত্তর: (ঘ) সেন্ট্রোসোম




১৭. কেন্দ্রিকা অনুপস্থিত থাকে কোন কোষে?
উত্তর: (গ) পরিণত সীভকোষ
বিডিলাভ২৪.কম





১৮. প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়?
উত্তর: (ক) সিলিয়াসযুক্ত



১৯. সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন?
উত্তর: (খ) খ




২০. উদ্ভিদের পাতার সবুজরং হালকা হয়ে যায় কোনটির অভাবে?
উত্তর: (ঘ) ম্যাগনেসিয়াম
বিডিলাভ২৪.কম



২১. চিত্রটির কাজের সাথে রক্তের কোন কাজটির সম্পর্ক আছে?
উত্তর: (খ) রোগ প্রতিরোধ করা


২২. অবাত শ্বসনে কোনটি উৎপন্ন হয়?
উত্তর: (খ) C2H5OH



২৩. নিচের কোনটিতে সালোক সংশ্লেষণের হার বেশি?
উত্তর: (ক) মুথা ঘাস
বিডিলাভ২৪.কম



২৪. গ্লুকাগন নিঃসরণে কোন গ্রন্থি কাজ করে?
উত্তর: (ক) অগ্ন্যাশয়


২৫. টিউনিকা মিডিয়া কী দ্বারা তৈরি?
উত্তর: (খ) অনৈচ্ছিক পেশী




আপনাদের কষ্টের অবসাদ ঘটিয়ে পড়ালেখা সম্পর্কিত নানা বিষয় সম্পর্কে জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একটা সময় ছিলো যখন পরীক্ষার্থীকে বাসায় এসে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে হতো। সেই দিন এখন শেষ… এখন আপনি এক ক্লিকে আমাদের ওয়েবসাইটে এসে সকল পরীক্ষার MCQ উত্তরমালা পেয়ে যাচ্ছেন। বিনিময়ে আপনাদের কাছে একটাই চাওয়া আপনার সকল বন্ধুকে উত্তরমালাগুলো শেয়ার করুন যাতে তারা ও উত্তরমালাগুলো পায়। তাদেরকে যেন বাসায় গিয়ে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে না হয়।
ধন্যবাদ আমাদের বিডিলাভ২৪.কম এর পাশে থাকার জন্য , আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু …

Catagories