পরিবেশের প্রধান তিনটি উপাদন হচ্ছে— বায়ু, মাটি ও পানি

যোগ্যতাভিত্তিক সংক্ষিপ্ত পশ্নোত্তর    

প্রশ্ন-১: পরিবেশ কাকে বলে?

উত্তর: আমাদের চারপাশে মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, জীবজন্তু ইত্যাদি যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ।

প্রশ্ন-২: পরিবেশের তিনটি প্রধান উপাদান কী কী?

উত্তর: পরিবেশের প্রধান তিনটি উপাদন হচ্ছে— বায়ু, মাটি ও পানি।

প্রশ্ন-৩: পরিবেশ সংরক্ষণ কী?

উত্তর: প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ।

প্রশ্ন-৪: আমরা কীভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি?

উত্তর: প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে, পুনঃব্যবহার করে এবং রিসাইকেল করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি।

প্রশ্ন-৫: মাটি দূষণ কাকে বলে?

উত্তর: মাটি গঠনের মূল উপাদান খনিজ পদার্থ, জৈব পদার্থ, পানি ও বায়ু ব্যতিত মাটিতে ক্ষতিকর কিছুর আবির্ভাব ঘটলে তাকে মাটি দূষিত বলে। প্লাস্টিক, কলকারখানার বর্জ্য, অতিরিক্ত রাসায়নিক সার ইত্যাদি মাটিকে দূষিত করে।

প্রশ্ন-৬: আমরা কীভাবে শব্দ দূষণ রোধ করতে পারি?

উত্তর: আমরা যখন তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি।

প্রশ্ন-৭: পরিবেশকে দুষণমুক্ত রাখতে হবে কেন?

উত্তর: মানুষ ও অন্যান্য জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে।

প্রশ্ন-৮: দূষিত পানি কাকে বলে?

উত্তর: যে পানিতে নানা প্রকার রোগজীবাণু, ময়লা-আবর্জনা ইত্যাদি থাকে এবং পান করলে আমাদের রোগ হয় তাকে দূষিত পানি বলে।

প্রশ্ন-৯: কীভাবে পানি দূষিত হয়?

উত্তর: পানির স্বাভাবিক বিন্যাসে পরিবেশের ক্ষতি করে এরূপ পদার্থসমূহ পানিতে মিশে পানি দূষিত হয়। শিল্প কারখানার বর্জ্য, রাসায়নিক সার, কীটনাশক, মানব বসতির বর্জ্য প্রভৃতি মিশে পানি দূষিত হয়।

প্রশ্ন-১০: বায়ু দূষণ কাকে বলে?

উত্তর: বায়ুর উপাদানগুলোর স্বাভাবিক অনুপাতের হ্রাস-বৃদ্ধি বা পরিবেশের ক্ষতি করে এরূপ পদার্থসমূহের বায়ুতে অনুপ্রবেশকে বায়ু দূষণ বলে। বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া বা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয়।

Catagories