পরিবেশ বলতে কি বুঝ?

উত্তর: পরিবেশ বলতে মানুষের আশেপাশের প্রাকৃতিক ও সামাজিক অবস্থাকে বুঝানো হয়ে থাকে। তবে ব্যাপক অর্থে পরিবেশ বলতে বিশ্ব প্রকৃতির পরিবেষ্টনীর সার্বিক অবস্থাকে বুঝায়। অন্যভাবে বলতে গেলে মাধ্যমে বলতে গেলে যেসব বাহ্যিক শক্তি ও অবস্থা মানজীবনকে তথা মানুষের স্বভাব, আচরণ ও বিকাশ প্রক্রিয়ায় এবং দেহযন্ত্রের বর্ধন ও বিকাশমূলক পরিপক্কতায় প্রভাব বিস্তার করে সেগুলোর সমষ্টিকে পরিবেশ বলে। সহজ অবস্থায় হলো আমাদের বাসস্থানই আমাদের পরিবেশ। বিজ্ঞানের মতে পরিবেশ বলতে এমন এক কার্যকর সক্রিয় পরিবেশকে বুঝায় যা ব্যক্তি অথবা গোষ্ঠীর আচরণকে উদ্দীপিত ও প্রভাবিত করে। আর নিজের ভাষায় বলতে গেলে ব্যক্তির সামগ্রিক বিকাশ ব্যবস্থায় প্রভাব বিস্তারকারী সমাজব্যবস্থা তথা সামাজিক রীতিনীতি, সামাজিক মূল্যবোধ, সামাজিক সংস্কৃতি, ধর্মীয় বিধি-বিধান এবং জলবায়ু আবহাওয়া, নদী-নালা, পাহাড়-পর্বত প্রভৃতির সমন্বয় বা যোগফলকে পরিবেশ বলা হয়।

Catagories