Bangla 1st Paper Suggestion HSC EXAM 2019-20

বরাবরের মতই #টপ_টুয়েন্টি_তথ্য নিয়ে হাজির হলাম। 
এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ আয়োজন। 
বিষয়: বাংলা, 
আজকের টপিক : 
#রেইনক‌োট
আখতারুজ্জামান ইলিয়াস 

১📙রেইনকোট গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে।পরে এটি 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' (১৯৯৭)গ্রন্থে সংকলিত হয়। 

২📙বৃষ্টি মঙ্গলবারে শুরু হয়।

৩📙রেইনকোট গল্পের প্রেক্ষাপট - ১৯৭১।

৪📙কলেজের উর্দুর প্রফেসর - আকবর সাজিদ।

৫📙"আগে বাঢ়ো" উক্তটি - মিলিটারির ।

৬📙মিন্টু - লেখকের শ্যালক।

৭📙রেইনকোট গল্পে হেমন্ত ৠতুর উল্লেখ আছে।

৮📙মিলিটারি ক্যাম্প - কলেজের জিমন্যাশিয়ামে।

৯📙ইসহাক বাংলা বলা ছেড়েছেন - এপ্রিলের শুরু থেকে।

১০📙লেখক বাড়ি পাল্টেছেন - ৪ বার ।

১১📙গল্পের কথক - নুরুল হুদা।

১২📙নুরুল হুদার
               মেয়ের বয়স -আড়াই বছর
           ছেলের বয়স - পাঁচ বছর।

১৩📙দোকানদার ছেলেটি বাচাল টাইপের।

১৪📙নুরুল হুদা নিউমার্কেটে বাস থেকে নেমে যায়।

১৫📙মোট দশটি আলমারি আনা হয়েছিল।

১৬📙নুরুল হুদা কেমিস্ট্রির লেকচারার ছিলেন।

১৭📙মিসক্রিয়েন্টরা কলেজে কুলির বেশে ঢুকেছিল।

১৮📙 নুরুল হুদা কে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়।

১৯📙'চিলেকোঠার সেপাই' ও 'খেয়াবনামা' আখতারুজ্জামান ইলিয়াসের দুটি উপন্যাস।

২০📙তিনি ১৯৯৭ সালের ৪ঠা জানুয়ারি মৃত্যুবরণ করেন।

আগামীকাল নতুন আরেকটা টপিক নিয়ে হাজির হব। চোখ রেখ গ্রুপে।
আর হ্যাঁ, আজকেরটা দিয়ে এ পর্যন্ত ১০ টি টপিকের #টপ_টুয়েন্টি_তথ্য দিয়েছি। তোমাদের কেমন লাগছে জানিও,,,,

#সফল_হোক_সুন্দর_ভবিষ্যতের_যাত্রা।

- Toimur Rahman Mridha
Student,
University of Dhaka,
Moderator,
SSC & HSC Batch 2019-20

Catagories