HSC কীভাবে সহজে ICT তে A⁺ পাওয়া যায়

#HSC
কীভাবে সহজে ICT  তে A⁺ পাওয়া যায় আজকে তাই নিয়ে আলোচনা করবো::
___
ICT তে মোট ৬ টা অধ্যায়,  তার মধ্যে ১,২ ও ৬  অধ্যায়ে কোনো অংক বা কঠিন প্রোগ্রাম নাই। তার মানে এই গুলো যদি ভালো ভাবে রিডিং পড়া যায় তবে ভালো কিছু করা যায়।
.
এইবার বোর্ড প্রশ্ন নিয়ে কিছু আলোচনা:
 আমি বিগত সালের প্রশ্ন থেকে যা পেয়েছি তা হলো ১,২ ও ৬ এই তিন অধ্যায় থেকে ৪-৫ টা প্রশ্ন হয়। এবং ৫০% MCQ প্রশ্ন হয়।
 ………
 যদি এই তিন অধ্যায় থেকে ৪ টা প্রশ্ন হয়,  আর আপনারা যদি উত্তর করতে পারেন তবে আশা করা যায় ৪*৮=৩২ নাম্বার পাবেন।
… … …
আবার যদি ৫০% MCQ  প্রশ্ন হয় মানে ১২-১৩ টা প্রশ্ন হয় এবং আপনি যদি ১০ টা করতে পারেন তাহলে আপনার ঝুলিতে চলে আসে ১০ নাম্বার।
……
তাহলে এতোক্ষন কত নাম্বার আপনার ঝুলিতে আসে তা বলি,
 সৃজনশীলে ৪ সেটে ৩২ নাম্বার + MCQ থেকে ১০ + ২৫ প্যাক্টিক্যাল থেকে= তাহলে মোট হলো ৩২+২৫+১০=৬৭ নাম্বার।
 …………………
 
 দেখুন আরো ১ সেট বাকি আছে সৃজনশীল সেখান থেকে ৫-৬ পেলেন,  তাহলে আপনার নাম্বার  হলো ৬৭+৫=৭২ আর লাগবে ৮,
এই ৮ নাম্বার পাওয়ার জন্য আপনার বাকি আছে ১৫ টা mcq.....
 ১৫ টা MCQ থেকে ৮ পাওয়া তেমন কঠিন কাজ না, ...
 
যদি কঠিন কিছু না করেও এইভাবে পড়তে পারেন A⁺ ১০০০% পাওয়া সম্ভব 
………………
একটু কষ্ট করুন ভালো কিছু ফল পাবেন। মহান সৃষ্টিকর্তা আপনার সহায় হোক।
………
ict নিয়ে সমস্যা হলে আমাকে ইনবক্স করতে পারেন যতটুকু পারি হেল্প করবো।
………

Mission A⁺ ICT Private Program

Catagories