#৭টি_সৃজনশীল_জয়ের_কৌশল।😀
✴️আমরা অনেকেই পরিক্ষার খাতাই যথাযথভাবে সঠিক সময় এর মধ্যে ৭টি সৃজনশীল লিখে আসতে পারি না....আজকের পোস্টটি মূলত তাদের জন্য লিখা।
✌️চলো এবার দেখে আসি, কিভাবে সঠিক সময়ের মধ্যে ৭টি সৃজনশীল যথাযথভাবে লিখে আসতে পারবো।
✴️প্রতিটি সৃজনশীল প্রশ্নে ৪টি করে প্রশ্ন থাকে এবং আমাদের মোট ৭টি সৃজনশীল লিখতে হয়।এখন প্রশ্ন হলো,কিভাবে সময়ের মধ্যে সৃজনশীলগুলো লিখবো এবং ভালো মার্কস পাবো।??😎
✴️আমরা অনেকেই প্রথম দিকের ৩-৪ টি সৃজনশীল লিখতে অনেক টাইম নিই এবং শেষের ৩টি সৃজনশীল ভালোভাবে লিখতে পারি না, কারণ সময় আর কভার করা সম্ভব হয় না।ধরলাম,প্রথম ৩-৪টি সৃজনশীল ভালো ভাবে লিখার কারণে প্রতিটি সৃজনশীলে ৯ করে পেলে,কিন্তু শেষের ৩টি সময়ের অভাবে ভালো করে লিখতে পারো নি,এগুলাতে ৬-৭ করে পেতে পারো,প্রথম ৩-৪ টাই ৯ করে পেলে ৩-৪ নাম্বার গ্যাপ পড়তেছে আর শেষের ৩টার জন্য ১০-১২ নাম্বার এর মত গ্যাপ পড়তেছে,তাহলে বুঝতেই পারছো কত বড় সমস্যা। এর জন্য মূলত সময় দায়ী।😞
😀তাই আজ তোমাদের মাঝে একটা টেকনিক এর কথা শেয়ার করলাম,ভালো লাগলে ফলো করবা,না হলে রিজেক্ট করবা,তোমার ইচ্ছা।
👉👉চলো এবার টেকনিকটি জেনে নিই।
➡️(২মিনিট উদ্দীপক পড়ে সৃজনশীল এর প্রশ্ন গুলো যথাযথভাবে বুঝে নেওয়ার জন্য)
📝📝লিখা শুরু।
➡️ক - ১মিনিট
➡️খ - ৩ মিনিট
➡️গ - ৬মিনিট
➡️ঘ - ৮ মিনিট
✴️এভাবে ২০মিনিটে ১টি সৃজনশীল কমপ্লিট।😀😀
✴️এই টাইম গুলো যদি মেন্টেইন করো,তাহলে ২ঘন্টা ২০মিনিটের মধ্যে তোমার ৭টা সৃজনশীল শেষ এবং প্রথম সৃজনশীলটি তে যে রকম লিখা লিখেছো,৭ নং সৃজনশীল পযন্ত তুমি সেভাবে শেষ করতে পারবে।।তাহলে গড় নাম্বার ভালো আসবে।আর তোমার হাতে আরো ১০ মিনিট এক্সট্রা টাইম থাকবে,,,ওই ১০মিনিট পুরো খাতাটা একবার চোখ বুলিয়ে নেওয়া যাবে।
✴️১,৩,৬,৮ এভাবে নিয়মিত ২টা করে সৃজনশীল প্রেক্টিস কর,তাহলে অভ্যাস হয়ে যাবে এবং পরিক্ষার খাতাই সফলভাবে ৭টি সৃজনশীল লিখে আসতে পারবে।যদি প্রেক্টিস না করে সরাসরি এক্সাম এ এই টেকনিক প্রয়োগ করো তবে তেমন কাজ হবে না,এবার সিদ্ধান্ত তোমার।🆗
#শুভকমনা_সবার_জন্য।❤️❤️
♦#Share_And_Mention_Your_Friends