#Grammar_post_no. 03
#Topic : preposition
#preposition এ full marks পাওয়ার কৌশল।
#ইংলিশ গ্রামারে সবচেয়ে একটি ক্রিটিকাল টার্ম হল preposition
তোমাদের কাছে এটা কেমন লাগে জানিনা বাট আমার এক টিচার বলত ইংলিশ গ্রামারের এই টার্ম টি আমার কাছে এখনো কঠিন লাগে।so,চল আজকে আমরা preposition এ full marks পেতে পারি কিনা দেখি।
আমরা সবাই ই preposition মানেই appropriate preposition কে বুঝি।বাট এক্সামে দেখা যায় সবগুলো কমন পরে না।এর কারন কি জানো?
আজকে তোমাদেরকে এটা বলব আমি।
আসলে ইংলিশ গ্রামারে বাংলার মত বিভক্তি বলে একটা কথা আছে।আর preposition এ appropriate এর সাথে বিভক্তি,phrase,group verbs নির্নয় করেই full marks পাওয়া সম্ভব।
এবার আসি preposition এ আমরা কিভাবে বিভক্তি নির্নয় করব
১.প্রথমা বিভক্তি-no preposition
২.দ্বিতীয়া বিভক্তি-কে,রে,দিকে,প্রতি-to,towards
Example :
He come towards me
I go to school
এখানে দেখ, প্রথম ও দ্বিতীয় লাইনের অর্থ হল
সে আমার দিকে আসছে
আমি স্কুলের দিকে যাই।
এখানে দেখ কোনো appropriate preposition দিয়েও করা যাবে আবার
অর্থ বুঝে বিভক্তি নির্নয় করেও preposition বসানো যাবে।
২.তৃতীয়া বিভক্তি-দ্বারা,দিয়া,কর্তৃক,সাথে -by(বস্তু)'with (ব্যক্তি)
He reads with his friends.
Rice is eaten by me.
এখানে প্রথম sentence এ দেখ সাথে অর্থে এবং দ্বিতীয় sentence এ দ্বারা অর্থে বুঝানো হয়েছে।
৪.চতুর্থী বিভক্তি-জন্যে,নিমিত্তে-for
He has gone for walking
এখানে অর্থ হল "সে হাঁটার জন্য গেছে"
৫.পঞ্চমী বিভক্তি-হতে,থেকে,চেয়ে-from,to
He is free from us
সে আমাদের থেকে মুক্ত।
৬.ষষ্ঠী বিভক্তি-র,এর-of
"I" is a 9 th letter of English alphabet
ইংরেজি বর্নমালা*র* নবম অক্ষর হল I
৭.সপ্তমী বিভক্তি-এ,য়,তে-at/in
I am in classroom
আমি ক্লাস+এ*
আশা করি বুঝতে পেরেছ বিভক্তির টার্মগুলো।
তবে এর ক্ষেত্রে কথা হচ্ছে তোমরা প্রথমে শূন্যস্থানের পরের word টির অর্থ বের করবে এবং দেখবে কোন বিভক্তির সাথে মিলে।
এভাবে যদি না বের করতে পার তখন ওই লাইনটার অর্থ বুঝে বিভক্তি বুঝে then preposition বসাবে।
তো আমরা বুঝতে পারলাম যে preposition a full marks পেতে হলে আগে আমাদের appropriate preposition গুলো মুখস্থ করতে হবে এবংphrase, group verbs, বিভক্তি বুঝতে হবে।
আর phrase & group verbs এর আলোচনা করলাম না।কারন এগুলো তোমরা অনেক আগে থেকেই পড়ছো।
তবে সবকথার মূলকথা হচ্ছে তোমাদের এই রুলসগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে বেশি বেশি practice করতে হবে।
আর আজকের রুলসগুলো তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে বলতে পারো।
#NextPost_Right_Form_Of_Verbs
Courtesy: HM Mahiuddin
Instructor