HSC ICT - ক্যালকুলেটর ব্যবহার করে ict এর অংক করতে চান?

ক্যালকুলেটর ব্যবহার করে ict এর অংক করতে চান???
নিচের নিয়ম তাহলে শুধু আপনার জন্য:
এই নিয়ম শুধু পূর্ন্যাংশের জন্য(কারন ভগ্নাংশের অংক করার যায় শুধু প্রোগ্রামিং ক্যালকুলেটর দিয়ে) 
★দশমিক থেকে বাইনারি:★
১. প্রথমে ২ বার mode এ চাপ দিন। 
২. এইবার 3 এ চাপ দিন। 
___ মনে করি আপনি ৫০ এর বাইনারি বের করবেন তাহলে; 
প্রথমে দেখুন ক্যালকুলেটর এর উপর দিকে dec,bin,oct,hex নামে চারটি বাটন আছে।
যেহেতু আমরা দশমিক থেকে বাইনারি করবো তার জন্য আপনি, 
১. dec তে চাপ দিন 
২. ৫০ লেখুন 
৩. = এ চাপ দিন 
৪. এইবার bin এ চাপ দিন দেখুন ৫০ এর বাইনারি মান বের হয়েছে।
_____
★অক্টাল থেকে বাইনারি:★

১. প্রথমে ২ বার mode এ চাপ দিন। 
২. এইবার 3 এ চাপ দিন। 
___ মনে করি আপনি ৫০ এর বাইনারি বের করবেন তাহলে; 
প্রথমে দেখুন ক্যালকুলেটর এর উপর দিকে dec,bin,oct,hex নামে চারটি বাটন আছে।
যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারি করবো তার জন্য আপনি, 
১. oct তে চাপ দিন 
২. ৫০ লেখুন 
৩. = এ চাপ দিন 
৪. এইবার bin এ চাপ দিন দেখুন ৫০ এর বাইনারি মান বের হয়েছে।
______
★হেক্সাডেসিমেল থেকে বাইনারি:★

১. প্রথমে ২ বার mode এ চাপ দিন। 
২. এইবার 3 এ চাপ দিন। 
___ মনে করি আপনি ৫০ এর বাইনারি বের করবেন তাহলে; 
প্রথমে দেখুন ক্যালকুলেটর এর উপর দিকে dec,bin,oct,hex নামে চারটি বাটন আছে।
যেহেতু আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি করবো তার জন্য আপনি, 
১. hex তে চাপ দিন 
২. ৫০ লেখুন 
৩. = এ চাপ দিন 
৪. এইবার bin এ চাপ দিন দেখুন ৫০ এর বাইনারি মান বের হয়েছে।
____
★বাইনারি থেকে দশমিক:★
১. প্রথমে ২ বার mode এ চাপ দিন। 
২. এইবার 3 এ চাপ দিন। 
___ মনে করি আপনি ৫০ এর বাইনারি বের করবেন তাহলে; 
প্রথমে দেখুন ক্যালকুলেটর এর উপর দিকে dec,bin,oct,hex নামে চারটি বাটন আছে।
যেহেতু আমরা বাইনারি থেকে দশমিক  করবো তার জন্য আপনি, 
১. bin তে চাপ দিন 
২. ৫০ লেখুন 
৩. = এ চাপ দিন 
৪. এইবার dec এ চাপ দিন দেখুন ৫০ এর দশমিক মান বের হয়েছে।
_____
★বাইনারি থেকে অক্টাল:★

১. প্রথমে ২ বার mode এ চাপ দিন। 
২. এইবার 3 এ চাপ দিন। 
___ মনে করি আপনি ৫০ এর বাইনারি বের করবেন তাহলে; 
প্রথমে দেখুন ক্যালকুলেটর এর উপর দিকে dec,bin,oct,hex নামে চারটি বাটন আছে।
যেহেতু আমরা বাইনারি থেকে অক্টাল  করবো তার জন্য আপনি, 
১. bin তে চাপ দিন 
২. ৫০ লেখুন 
৩. = এ চাপ দিন 
৪. এইবার oct এ চাপ দিন দেখুন ৫০ এর অক্টাল মান বের হয়েছে।
______
★বাইনারি থেকে হেক্সাডেসিমেল:★

১. প্রথমে ২ বার mode এ চাপ দিন। 
২. এইবার 3 এ চাপ দিন। 
___ মনে করি আপনি ৫০ এর বাইনারি বের করবেন তাহলে; 
প্রথমে দেখুন ক্যালকুলেটর এর উপর দিকে dec,bin,oct,hex নামে চারটি বাটন আছে।
যেহেতু আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি করবো তার জন্য আপনি, 
১. bin তে চাপ দিন 
২. ৫০ লেখুন 
৩. = এ চাপ দিন 
৪. এইবার hex এ চাপ দিন দেখুন ৫০ এর হেক্সাডেসিমেল মান বের হয়েছে।
_____
★অক্টাল থেকে হেক্সাডেসিমেল:★
১. প্রথমে ২ বার mode এ চাপ দিন। 
২. এইবার 3 এ চাপ দিন। 
___ মনে করি আপনি ৫০ এর হেক্সাডেসিমেল বের করবেন তাহলে; 
প্রথমে দেখুন ক্যালকুলেটর এর উপর দিকে dec,bin,oct,hex নামে চারটি বাটন আছে।
যেহেতু আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল করবো তার জন্য আপনি, 
১. oct তে চাপ দিন 
২. ৫০ লেখুন 
৩. = এ চাপ দিন 
৪. এইবার hex এ চাপ দিন দেখুন ৫০ এর হেক্সাডেসিমেল মান বের হয়েছে।
__
বাকি গুলো একই নিয়মে বের করবেন। 
আজকে ১০ টার সময় হেক্সাডেসিমেল ও অক্টাল যোগ নিয়ে পোস্ট দিবো।
___
সহজ টেকনিকে ict শিখতে আমাকে add করুন। যেকোনো সমস্যায় আমাকে মেসেজ করুন।
____
writer: Farhan Ahmed Nil
Mission A⁺ ICT Private Program

Catagories