1. বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক ?
ক. ইন্টারনেট(উত্তর)
খ. কম্পিউটার
গ. মডেম
ঘ. হাব
2. সর্বপ্রথম বিশ্বগ্রাম ধারনার অবতারনা করেন কে?
ক. মার্শাল ম্যাকলুহান(উত্তর)
খ. দ্যা গুটেনবার্গ গ্যালাক্রি
গ. ইনটারর পল
ঘ. ড. ইউনুস
3. কোন দেশকে স্বল্প সময়ের মধ্যে উন্নত দেশের সারিতে আনতে হলে নিচের কোন উপাদানের উপস্থিত আবশ্যক ?
ক. খেলা-ধুলা
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(উত্তর)
গ. ব্যবসায় - বানিজ্য
ঘ. ব্যাংক ব্যাবস্থা
4. যোগাযোগ ব্যবস্থার অবর্ননীয় পরিবর্তনের একটি মাইল ফলক হচ্ছে-
ক. বাস
খ. ট্রেন
গ. বিশ্বগ্রাম(উত্তর)
ঘ. ফোন
5. বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিম্নের কোনটি বোঝানো হয়েছে?
ক. ছোট গ্রাম
খ. বড় গ্রাম
গ. তথ্য প্রযুক্তি(উত্তর)
ঘ. মাইক্রোসফট ওয়ার্ড
6. বিশ্বগ্রামের ধারনা কত সালে রূপ নেয়?
ক. ১৯৬৯ সালে
খ. ১৯৭০ সালে(উত্তর)
গ. ১৮৭১ সালে
ঘ. ১৯৭২ সালে
7. কোন ব্যবস্থার ফলে কাজের গতি বেড়েছে, সময়ের
অপচয় কমেছে, অর্থ ও শ্রমের সাশ্রয় হয়েছে?
ক. ইন্টারনেট
খ. তথ্য প্রযুক্তি(উত্তর)
গ. বিশ্বগ্রাম
ঘ. কম্পিউটার
8. কিসের মাধ্যমে বিশ্বগ্রাম সমগ্র বিশ্বে কর্মসংস্থানের সুযোগ তৈরী করে দিয়েছে?
ক. অনলাইন
খ. DNA
গ. মোবাইল(উত্তর)
ঘ. ডাক ব্যবস্থা
9. ই- কমার্স নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে?
ক. বাসস্থান
খ. ব্যবসায় -বাণিজ্য(উত্তর)
গ. মহাকাশ অভিজান
ঘ. চিকিৎসা
10. ক্রায়োসার্জারী চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্নয় ব্যবহার করা হয়?
ক. উচ্চ রক্তচাপ
খ. এইডস
গ. চামড়ার ক্যান্সার(উত্তর)
ঘ. হার্ট-এটাক