০১) "ধাতুরগণ ঠিক" করতে কয়টি বিষয় লক্ষ্য রাখতে হয়? bdlove24
®খ(দুইটি বিষয়)
০২) বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য
সু-শৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
®গ(আসত্তি)
০৩) কোনটি সমধাতুজ কর্মের প্রয়োগ ঘটেছে নিচের কোন বাক্যে? bdlove24
®ঘ(বেশ এক ঘুম ঘুমিয়েছি)
০৪) ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?
®ঘ(৬ষ্ঠী ও ২য়া)
০৫) "ক্রেতা"এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
®খ(✔️কী+তৃচ্)
০৬) ভাষার মূল উপকরণ কী?
®গ(বাক্য) মূল উপাদান ধ্বনি।
০৭) "পাউরুটি,বালতি"কোন ভাষার শব্দ?
®খ(পর্তুগিজ) bdlove24
০৮) কোন ধ্বনি উচ্চারণ গাম্ভির্যহীন ও মৃদু হয়?
®ক(অঘোষ ধ্বনি)
০৯) সন্ধিতে 'চ' ও 'জ' এর পরে নাসিক্য ধ্বনি কী হয়?
®ঘ(তালব্য হয়,যেমন রাজ্+নী=রাজ্ঞী)
১০) কোনটি সাধিত বিশেষ নিয়মে বহুবচনের উদাহরণ? bdlove24
®খ(সকলে সব জানে না)
১১) একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বাচক সংখ্যা বলে?
®গ(পরিমাণ বা গণনাবাচক সংখ্যা)
১২) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
®ঘ(অন্তরীপ=অন্তর্গত অব যার)
১৩) 'নিদাঘ' শব্দের "নি" উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
®ক(আতিশয্য) bdlove24
১৪) অজ্ঞাতমূল ধাতু কোনটি?
®গ(হের) হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে।
১৫) কোনটি উপাদান বাচক নাম বিশেষণ?
®ঘ(পাথুরে মূর্তি)
®সমাধানে__রমজান
১৬) ইস্,ঠাণ্ডা যেন বরফ--কোন অর্থে অব্যয়ের প্রয়োগ ঘটেছে?
®ক(তুলনা অর্থে)
১৭) আজ যদি সুমন আসতো, কেমন মজা হতো। কোন কালের উদাহরণ?
®খ(নিত্যবৃত্ত অতীত)
১৮) সাধারণ মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি?
®গ(____ও)
১৯) কোনটি বিশেষ্যের পূর্বে বসে?
®ক(বিধেয় বিশেষণ) bdlove24
২০) কোনটি কর্ম সমন্ধের উদাহরণ?
®খ(প্রভুর সেবা)
২১) পদের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে কী বলে?
®ক(অন্তর্হতি--ফাল্গুন-ফাগুন)
২৩) সকলের জন্য প্রযোজ্য এক কথায় কী?
®ঘ(সর্বজনীন)
®সকলের জন্য কল্যাণকর--সার্বজনীন
২৪) নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
®খ(রাজপুত)
২৫) তার বয়স হলেও বুদ্ধি হয়নি"কোন ধরনের বাক্য?
®সরল বাক্য bdlove24
২৬) একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতিচিহ্নটি ব্যবহৃত হয়?
®খ(কোলন)
২৭) কাজটা ভালো দেখায় না---কোন বাচ্যের উদাহরণ?
®খ(ভাববাচ্য)
২৮) "ভূত" শব্দের বিপরীত শব্দ কোনটি
®খ(ভবিষ্যৎ)
২৯) "খণ্ড প্রলয়"বাগধারাটির অর্থ কী?
®ঘ(ভীষণ ব্যাপার বা তুমুল কাণ্ড)
৩০) নিমেষ'মাঝেই সব শেষ, ___এ বাক্যে
কোন অর্থে অনুসর্গ ব্যবহৃত হয়েছে?
®ক(ক্ষণকাল)