বাংলা ২য় পত্র MCQ উত্তরমালা -এস.এস.সি পরীক্ষা ২০১৯ - SSC 2019 Bangla 2nd Part Answersheet Chittagong Board

প্রিয় পরীক্ষার্থীবন্ধুরা আজ তোমাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশাকরি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। তারপরও সবার মধ্যে একটা সংশয় থেকে যায় MCQ অংশে কয়টা শুদ্ধ হয়েছে আর কয়টা ভুল হয়েছে তা নিয়ে। তোমাদের এই সংশয় দূর করতে BDLove24 টিম উদ্যোগে সকল পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে BDLove24.Com এ। আমাদের টিম সর্বাধিক নির্ভুল উত্তরমালা খুজে বের করতেছে। আশাকরি কিছুক্ষণ এর মধ্যে উত্তরমালা তোমরা পেয়ে যাবে।













এস.এস.সি. পরীক্ষা-২০১৯
বাংলা (আবশ্যিক) ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
উত্তরসমূহ:
১। কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি? 
উ: ক) ভ। 
২। নিচের কোন বাক্যটিতে অব্যয়ের বিশেষণ ব্যবহৃত হয়েছে? 
উ: গ) ধিক তারে শতধিক নির্লজ্জ যে জন। 
৩। সন্ধিতে 'দ' কিংবা 'ধ' এর পরে 'স' থাকলে 'দ' ও 'ধ' এর স্থলে কোন ধ্বনি হয়? 
উ: খ) অঘোষ অল্পপ্রাণ ধ্বনি।  bdlove24
৪। 'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে আগত? 
উ: ঘ) আরবি।
৫। বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ-বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? 
উ: ঘ) কমা। 
৬। তৎসম শব্দে কোন বর্গীয় বর্ণেল সঙ্গে যুক্ত 'ন' কখনও 'ণ' হয় না? 
উ: ক) ত।
৭। কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়? 
উ: ক) কর্তৃবাচ্য।
৮। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?  bdlove24
উ: গ) সাইরেন বেজে উঠল। 
৯। কোন বাক্যে আপাদন কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ রয়েছে? 
উ: খ) আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?
১০। পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বর সঙ্গতির কারণে 'অ' বিবৃত হয়েছে কোনটিতে? 
উ: ক/খ) বৈধতা/ কলম (বোর্ড বইয়ের ১৮ নং পৃষ্ঠা)
১১। বিষয়ক অর্থে 'ষ্ণিক (ইক) প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দটিতে? 
উ: ঘ) সাময়িক (সামরিক) (বোর্ড বইয়ের ৯৩ নং পৃষ্ঠা)
১২। যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? 
উ: খ) চুপচাপ। 
১৩। অর্থের সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়? 
উ: খ) ক্রিয়া ও সর্বনাম পদের। 
১৪। হিন্দি নিয়মে সাধিত তারিখ বাচক শব্দ কোনটি? 
উ: ক) তেসরা। 
১৫। দুমড়া, মুচড়া-কোন আদিগণের অন্তর্ভুক্ত? 
উ: ঘ) উল্টা।  bdlove24
১৬। পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, গণ, যূথ ইত্যাদি সমষ্টিবাচক শব্দ থাকলে কোন সমাস হয়? 
উ: খ) খ) ষষ্ঠী তৎপুরুষ। 
১৭। 'যা চিন্তা করা যায় না'-এক কথায় কী হবে? 
উ: গ) অচিন্ত্য। 
১৮। ত্রিশ লক্ষ শহীদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাক্যটি কোন কালের?
উ: খ) পুরাঘটিত বর্তমান।
১৯। 'সারাটি সকাল তোমার আশায় বসে আছি'-এখানে পদাশ্রিত নির্দেশকটি কী অর্থ প্রকাশ করছে? 
উ: ক) নিরর্থকতা। 
২০। 'কেতা দুরস্ত' বাগধারাটির অথর্খ কী?
উ: খ) পরিপাটি।
২১। কোন শব্দে প্রত্যয় 'উপজীবিকা' অর্থে ব্যবহৃত হয়েছে? 
উ: গ) মেছো।  bdlove24
২২। বাক্যে সাধারণত কোন কোন ধাতু গঠিত ক্রিয়াপদ উহ্য থাকে? 
উ: ক) হ, আছ।
২৩। বিশেষণ গঠনে কোন প্রত্যয়টি ব্যবহৃত হয়? 
উ: ঘ) আই।
২৪। নিত্য সমাসের উদাহরণ কোনটি? 
উ: ঘ) নিরানব্বই। 
২৫। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে? 
উ: গ) বিষমীভবন। 
২৬। 'খাসমহল' শব্দের 'খাস' কোন ধরনের উপসর্গ? 
উ: ক) আরবি। 
২৭। 'উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না'-বাক্যটি- 
উ: খ) যৌগিক বাক্য। 
২৮। 'এ' ধ্বনির সংবৃত উচ্চারণ হয় কোনটিতে? 
উ: ঘ) কেহ।  bdlove24
২৯। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? 
উ: ক) অর্ধাঙ্গিনী। 
৩০। 'আগুন' এর প্রতিশব্দ কোনটি? 
উ: ঘ) হুতাশন।

Catagories