ইসলাম ও নৈতিক শিক্ষা mcq solve - ssc exam 2019 (চট্টগ্রাম বোর্ড)

#Islam_Shikka
#Chittagong_Board + Onno Board er shateo mil takle milai deken)...
#MCQ (Answer Sheet)
.
১। সাফির কাজের মাধ্যমে সমাজে-
উ: (ঘ) হতাশার সৃষ্টি হবে
২। সাফির স্ত্রীর কাজটিতে-
উ: (ঘ) i, ii ও iii
৩। ইমানের মূল কথা মানুষকে করে
তোলে-
উ: (ক) আত্মমর্যাদাবন
৪। আল্লাহ তায়ালা বলেন, "আমি এই
কিতাবে কোনো কিছুই বাদ দেইনি"-
বাণীটির দ্বারা বোঝা যায় আল কুরআন-
উ: (ঘ) পূর্ণাঙ্গ গ্রন্থ
৫। তুমি আল্লাহর প্রিয়পাত্র হতে চাও।
তোমার করণীয় হলো-
উ: (ঘ) i, ii ও iii
৬। 'লা তাকহার' (......) শব্দের অর্থ কী?
উ: (খ) কঠোর হবেন না
৭। হযরত আলি (রা:) 'আসাদুল্লাহ উপাধি
পেয়েছিলেন কী জন্য?
উ: (গ) কামুস দুর্গ জয়
৮। গণিত শাস্ত্রে পারদর্শী ছিলেন-
উ: (ঘ) i, ii ও iii
৯। 'মাস্টার জ্যাকব' কোন মনীষীর
দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন?
উ: (d) (AL-kawaresmi)
১০। পবিত্র আল কুরআনের বর্ণনানুযায়ী
চতুস্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট কারা?
উ: (ঘ) চরিত্রহীন ব্যক্তিরা
১১। সূরা আল তাওবায় আল্লাহ তায়ালা
কাদের সঙ্গী হতে বলেছেন?
উ: (ক) সত্যবাদিকে
১২। মিরাজের ঘটনা বিশ্বাসের
ক্ষেত্রে কে বেশি অগ্রগামী ছিলেন?
উ: (গ) হযরত আবু বকর (রা.)
১৩। কোনটির ফলে সমাজে অন্যায়-
অত্যাচারের দরজা খুলে যায়?
উ: (d) (fithna fasad)
১৪। মাক্কি সুরার বৈশিষ্ট্য হলো-
উ: (ক) শরিয়তের সাধারণ নিয়ম-
কানুনের বর্ণনা
১৫। খতমে নবুয়তের মূলকথা হলো-
উ: (খ) নবুয়তের দায়িত্বের
পরিসমাপ্তি হয়েছে
১৬। ব্যক্তি জীবনে সফলতা লাভের
প্রধানতম হাতিয়ার-
উ: (খ) কর্তব্য পরায়ণতা
১৭। আল্লাহর বাণী "তোমরা
রুকুকারীদের সাথে রুকু কর"- অনুযায়ী
তোমার করণীয় হলো-
উ: (গ) জামায়তের সালাত আদায় করা
১৮। ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ
ভিত্তি কী?
উ: (খ) ইমান
১৯। ইসলাম শিক্ষার সাথে কোনটির
সমন্বয় থাকতে হবে?
উ: (গ) নৈতিকতার
২০। 'সাওম' পালনের মাধ্যমে শিক্ষণ
লাভ করা যায়-
উ: (ক) সহানুভূতির
২১। তুমি কীসের মাধ্যমে ইমানের
প্রকাশ ঘটাতে পারবে?
উ: (গ) ইবাদত
২২। মহান আল্লাহ তায়ালা পবিত্র
কুরআন অল্প অল্প করে নাযিল করেছেন
কেন?
উ: (খ) রাসুল (স:) এর হৃদয়কে মজবুত
করার জন্য
২৩। 'শরিয়ত' অর্থ-
উ: (ক) জীবন পদ্ধতি
২৪। যে কোনো ব্যর্থতায় কাফেররা কোন
কারণে হতাশ হয়ে পড়ে?
উ: (গ) তকদিরে অবিশ্বাস
২৫। অনুচ্ছেদে উল্লেখিত কাজটি
নিশ্চিত করবে মারুফের-
উ: (ঘ) i, ii ও iii
২৬। মারুফের কাজটির ফলে-
উ: (ঘ) i, ii ও iii
২৭। কোথায় জোহর ও আসর সালাত-
একত

Catagories