চট্টগ্রাম বোর্ড - বাংলাদেশ ও বিশ্বপরিচয় (সেট-ক) উত্তরসমূহ - SSC Exam 2019

চট্টগ্রাম বোর্ড
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
(সেট-ক) (তারিখ: ২০/০২/২০১৯)
উত্তরসমূহ:
১। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে??
উঃ (ক) শেখ মুজিব
২। কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?
উ: (ঘ) অধ্যাপক আবুল কাশেম
৩। জোয়ার-ভাটা অর্থনীতিতে কীভাবে প্রভাব ফেলে?
উ: (খ) নদীর মোহনায় পলি জমা করে
৪। অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
উ: (গ) মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা
৫। মূল মধ্যরেখায় যখন শুক্রবার মধ্যাহ্ন ১৮০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় তখন সময় কত হবে?
উ: (ক) শুক্রবার রাত ১২ টা
৬। আন্তর্জাতিক সংস্থার কোন কাজটির মাধ্যমে নারী অধিকার প্রতিষ্ঠিত হয়?
উ: (ঘ) সিডও সনদ
৭। ভোটার তালিকা তত্ত্বাবধায়ন করা কার কাজ?
উ: (খ) নির্বাচন কমিশন
৮। আছিয়া বেগম কোন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন?
উ: (গ) গ্রামীণ ব্যাংক
৯। 'P ও 'Q' ব্যাংক দুটির মধ্যে স্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়-
উ: (ঘ) i, ii ও iii
১০। শিল্পের অগ্রগতির ফলে কীভাবে সামাজিক দূরত্ব সৃষ্টি হয়?
উ: (খ) জনগণকে শহরমুখী করে
১১। সংসদীয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ কেন?
উ: (গ) জবাবদিহিমূলক সরকার পরিচালনার জন্য
১২। ভাষা আন্দোলন আমাদের-
উ: (ঘ) i, ii ও iii
১৩। শীতকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে কেন?
উ: (ক) সূর্য বিপরীত গোলার্ধে অবস্থান করায়
১৪। কোনটির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়?
উ: (ঘ) নির্বাচনি তফসিল ঘোষণা
১৫। 'ক' দেশের মাথাপিছু আয় কত?
উ: (খ) ৫০০ মার্কিন ডলার
১৬। 'ক' দেশটির বৈশিষ্ট্য হলো-
উ: (গ) কৃষির উপর নির্ভরশীলতা
১৭। বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষার দায়িত্ব গ্রহণ করে কীভাভে?
উ: (ঘ) প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের মাধ্যমে
১৮। ভূমিকম্পের লঘু বলয়ে অবস্থিত স্থান কোনটি?
উ: (ক) খুলনা
১৯। চিত্রের 'B' চিহ্নিত গ্রহটির নাম কী?
উ: (গ) বৃহস্পতি
২০। 'A' ও 'C' চিহ্নিত গ্রুহ দুটির মধ্যে প্রায় মিল রয়েছে-
উ: (ক) i ও ii
২১। বৈজ্ঞানিক আবিষ্কার কোন ধরনের সম্পদ?
উ: (ঘ) আন্তর্জাতিক
২২। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর দ্বিতীয় স্তর কোনটি?
উ: (খ) বিভাগীয় প্রশাসন
২৩। প্রাচীনকাল থেকে মানুষ নিচের কোনট অনুসরণ করে আসছে?
উ: (খ) ঐশ্বরিক আইন
২৪। মানচিত্রের 'A' চিহ্নিত নদীটির নাম কী?
উ: (ক) পদ্মা
২৫। 'B' স্থানের নদীটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কী?
উ: (ঘ) এটি চট্টগ্রাম শহরের খুব কাছে
২৬। কোনটির মাধ্যমে সমাজে হিংসাত্মক কার্যক্রম রোধ করা যায়?
উ: (ক) বৈষম্যরোধ দ্বারা
২৭। সরকারের উপবৃত্তির প্রকল্প চালুর ফলে-
উ: (খ) গ্রামের মেয়েদের শিক্ষার হার বেড়েছে
২৮। জাতিসংঘের উদ্ধান্তু বিষয়ক হাইকমিশন বাংলাদেশে কাজ করছে-
উ: (ঘ) i, ii ও iii
২৯। "সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন।"-উক্তিটি কার?
উ: (খ) কিংসলে ডেভিসের
৩০। সামাজিকীকরণের ফলে শিশুর-
উ: (ঘ) i, ii ও iii
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন.
"""
"
""

Catagories