চট্টগ্রাম বোর্ড
হিসাববিজ্ঞান
(সেট-খ) (তারিখ: ২৫/০২/২০১৯)
উত্তরসমূহ:
১। হিসাবতথ্য ব্যবহারকারীগণ কোন কারণে খতিয়ান থেকে সহজেই তথ্য পেতে পারে?
উ: (গ) লেনদেনগুলো সাজিয়ে লেখা থাকে
২। শিক্ষা বোর্ডে হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা কোনটি?
উ: (খ) পরীক্ষার ফি নির্ধারণ
৩। "বেতন প্রদান ২৭,৫০০ টাকা"-এই লেনদেনের উৎস দলির কোনটি?
উ: (খ) ডেবিট ভাউচার
৪। একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটির গুরুত্ব দেয়া হয় না?
উ: (ঘ) আয়
৫। ক্ষুদ্র ব্যবসায়ী মাসুদ রানার প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা, সমাপনী মূলধন ২,৮৫,০০০ টাকা, উত্তোলন ১৫,০০০ টাকা এবং বার্ষিক লাভের পরিমাণ ১,৪০,০০০ টাকা হলে অতিরিক্ত মূলধনের পরিমাণ কত?
উ: (গ) ৯০,০০০ টাকা
৬। কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে?
উ: (ঘ) উপভাড়া
৭। ভাড়া হিসাবে হিসাবভুক্ত হবে-
উ: (গ) i ও ii
৮। মি. হোসেন শিক্ষাখাতে কত টাকা ব্যয় করেন?
উ: (ঘ) ১৮৩০
৯। তিনি বৃত্তির সমুদয় টাকা কোন খাতে ব্যয় করলে পারিবারিক বাজেট অনুসৃত হবে?
উ: (খ) শিক্ষাখাত
১০। পরোক্ষ কাঁচামালের উদাহরণ কোনটি?
উ: (ক) শার্ট তৈরিতে সুতা ও বোতাম
১১। মুনাফাজাতীয় ব্যয় কোনটি?
উ: (ঘ) যন্ত্রপাতির অবচয়
১২। প্রাপ্তি ও প্রদান ব্যয় কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ?
উ: (ক) নগদান বই
১৩। একটি প্রতিষ্ঠানের মোট বিনিয়োজিত মূরধন ৮০,০০০ টাকা ও নিট মুনাফা ১০,০০০ টাকা হলে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার কত?
উ: (খ) ১২.৫%
১৪। শাপলা ট্রেডার্সের উল্লিখিত হিসাবের বই কোনটি?
উ: (খ) তিনঘরা নগদান বই
১৫। নগদ উদ্বৃত্ত নির্ণয়ের জন্য শিমুল ট্রেডার্সকে প্রস্তুত করতে হবে-
উ: (খ) iii
১৬। ব্যবসায়ের গতি-প্রকৃতি জানার মাধ্যম কোনটি?
উ: (ক) হিসাব লিপিবদ্ধকরণ
১৭। ব্যাংক বিবরণীর এবং নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্বৃত্ত অসমান হলে কোনটি প্রস্তুত করা হয়?
উ: (গ) ব্যাংক সমন্বয় বিবরণী
১৮। আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য আয় হিসাবভুক্ত করতে কোনটির প্রয়োজন?
উ: (খ) সমন্বয় দাখিলা প্রদান
১৯। কোনটি ভিন্ন প্রকৃতির?
উ: (ঘ) ঋণ প্রাপ্তি
২০। উদ্দীপকের আলোকে বছর শেষে মি. 'ণ' এর মূলধন কত?
উ: (খ) ২,৪০,০০০ টাকা
২১। মূলধনজাতীয় প্রাপ্তির পরিমাণ কত?
উ: (ঘ) ৪,৪৫,০০০ টাকা
২২। সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয়-
উ: (ক) i ও ii
২৩। অফিসের জন্য ঘড়ি ও ক্যালকুলেটর ক্রয় কোন হিসাবে হিসাবভুক্ত হবে?
উ: (ঘ) অফিস সাপ্লাইজ
২৪। ভবিষ্যতের যে কোনো প্রয়োজনে কোনটি প্রমাণস্বরূপ ব্যবহার করা হয়?
উ: (ক) জাবেদা
২৫। সহকারী খতিয়ানে অন্তর্ভুক্ত হবে-
উ: (ক) i ও ii
২৬। উদ্দীপকের তথ্য দ্বারা প্রকাশ পায়-
উ: (ক) ii ও iii
২৭। কন্ট্রা এন্ট্রি হবে-
উ: (খ) ii
২৮। কোন প্রকার ভুল রেওয়ামিলে ধরা পড়ে না?
উ: (ঘ) পরিপূরক ভূল
২৯। প্রত্যক বছর ব্যবসায়ের সঠিক আর্থিক চিত্র পেতে হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসরণ করা হয়?
উ: (গ) সামঞ্জস্যতা
৩০। উৎপাদন ব্যয় নির্ণয়ের ফলে সম্ভব হয়-
উ: (ক) i ও ii