এইচএসসি ব্যাচ:২০১৯
বিষয় : বাংলা ১ম পত্র
টপিক:জাদুঘরে কেন যাব আর লোক-লোকান্তর ।
বহুনির্বাচনী: উওরসহ।
১."জাদুঘরে কেন যাব" রচনাটি কোন পুস্তিকা থেকে সংকলিত?
ক.ঐতিহ্যায়ন ✅
খ.চেনা মানুষের মুখ
গ.আমার একাত্তর
ঘ.কাল নিরবধি
২.বরেন্দ জাদুঘর কোথায় অবস্থিত?
ক.ঢাকা
খ.রাজশাহী ✅
গ.সিলেট
ঘ.দিনাজপুর
৩.কত খ্রিস্টাব্দে গ্রেকো রোমান প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৭৪
খ.১৮৮২
গ.১৮৯২✅
ঘ.১৮৯০
৪.মিসরীয় জাদুঘরের অপর নাম কি?
ক.গ্রেকো রোমান মিউজিয়াম
খ.কায়রো মিউজিয়াম✅
গ.ভিক্টোরিয়া মেমোরিয়াল
ঘ.মিসর জাতীয় জাদুঘর
৫.লেখক কুয়েতের জাদুঘরে কী দেখে চমৎকৃত হয়েছিলেন?
ক.ভারতীয় মুদ্রা✅
খ.সিরীয় মুদ্রা
গ.ইংল্যান্ডের মুদ্রা
ঘ.ফ্রান্সের মুদ্রা
৬.গোচরীভূত শব্দের অর্থ কি?
ক.অজানা
খ.জানা নেই এমন
গ.অবগত✅
ঘ.অজ্ঞাত
৭.বলধা গার্ডেন কে প্রতিষ্ঠা করেন?
ক.রাজ মোহন
খ.ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ন✅
গ.ভাওয়াল জমিদার রাজেন্দ্র নারায়ন
ঘ.বাংলাদেশ সরকারের পর্যটন কর্তৃপক্ষ
৮.কোথায় রানি ভিক্টোরিয়া নামাঙ্গিত স্মৃতিসৌধ অবস্থিত?
ক.কলকাতার ময়দানে✅
খ.দিল্লিতে
গ.মুম্বাইতে
ঘ.হায়দরাবাদে
৯.ইউরোপের প্রথম বুর্জোয়া বিপ্লব কোনটি?
ক.রুশ বিপ্লব
খ.ফরাসি বিপ্লব✅
গ.বলশেবিত বিপ্লব
ঘ.দ্বিতীয় বিপ্লব
১০.রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় কী প্রতিষ্ঠিত হয়?
ক.সমাজতন্ত্র✅
খ.গণতন্ত্র
গ.প্রজাতন্ত্র
ঘ.মালিকানাতন্ত্র
১১.কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর?
ক.ঢাকা নগর জাদুঘর
খ.বরেন্দ্র জাদুঘর
গ.বাংলাদেশ জাতীয় জাদুঘর✅
ঘ.সামরিক জাদুঘর
১২.যৌথ কিংবা নাগরিক সংস্থার উদ্যেগে জাদুঘর নির্মাণের চেষ্টা করা হয় কোন শতকে?
ক.ষোল শতকের পরে✅
খ.আঠারো শতকের পরে
গ.উনিশ শতকের পরে
ঘ.একুশ শতকের পরে
১৩.গণতন্ত্র বিকাশের ফলে কি ঘটে?
ক.জাদুঘর গড়ে ওঠে
খ.জাদুঘর জনসাধারণের জন্য অবারিত হয়✅
গ.জাদুঘরে জাদু দেখানো শুরু হয়
ঘ.জাদুঘরে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে
১৪.অ্যাশমল কে ছিলেন?
ক.নৃতত্ত্ববিদ
খ.সমাজতাত্ত্বিক
গ.পুরাকীর্তী সংগ্রাহক✅
ঘ.ফোকলোর সংগ্রাহক
১৫.বলধা গার্ডেন কোথায় অবস্থিত?
ক.ঢাকায়✅
খ.চট্টগ্রামে
গ.বাগেরহাটে
ঘ.ময়মনসিংহে
১৬.কবির চেতনারূপ পাখি কোথায় বসে আছে?
ক.তমালের বনে
খ.শালগাছের বনে
গ.সবুজ অরণ্যে✅
ঘ.কদম গাছের ডালে
১৭.কাটা সুপারির রং কোন বিষয়টিকে ইঙ্গিত করে?
ক.রঙের বৈচিত্র্য
খ.জীবনের গভীরতা
গ.গ্রামীণ ঐতিহ্য✅
ঘ.অভিনব সৌন্দর্য
১৮.কবি আল মাহমুদ কোন আনন্দ উপভোগ করতে আগ্রহী?
ক.প্রকৃতির✅
খ.সাঁতার কাটার
গ.সৃষ্টি
ঘ.আবহমান বাংলা
১৯.বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে আল মাহমুদ কত সালে অবসর গ্রহণ করেন?
ক.১৯৯২ সালে
খ.১৯৯৩ সালে
গ.১৯৯৪ সালে
ঘ.১৯৯৫ সালে✅
২০.আহত কবির গান কবি আহত হন কেন?
ক.কবি অন্তরে আঘাতপ্রাপ্ত বলে✅
খ.স্বপ্ন ও বাস্তবতার টানাপড়েনে
গ.কষ্টে কবি গান করেন
ঘ.কবি নিঃসঙ্গ থাকেন বলে
২১.লোক-লোকান্তর কবিতায় কবি কিসের আনন্দকে উপভোগ করতে আগ্রহী?
ক.নব জীবনের
খ.সৃষ্টির✅
গ.নব সূচনার
ঘ.সৃষ্টি জগতের
২২.লোক-লোকান্তর কবিতা অনুসারে চেতনার মণি কী হয়ে দেখা দেয়?
ক.বড় হয়ে
খ.উজ্জ্বল হয়ে✅
গ.লাল হয়ে
ঘ.ছোট হয়ে
২৩.সনেটের অষ্টকে ফুটে ওঠে কি?
ক.ভাবের প্রবর্তনা✅
খ.ভাবের পরিণতি
গ.প্রকৃতি চেতনা
ঘ.মৃত্যু চেতনা
২৪.কবির অস্তিত্ব জুড়ে কী রয়েছে?
ক.প্রকৃতির রহস্যময় সৌন্দর্য
খ.সুগন্ধি পরাগ
গ.চন্দনের ডাল✅
ঘ.চিরায়ত গ্রামবাংলা
২৫.লোকালয় বলতে কি বোঝায়?
ক.বসতি আছে এমন✅
খ.কম মানুষের বসতি
গ.ব্যস্ত জনপদ
ঘ.মরূদ্যান
২৬.মনে হয় কেটে যাবে এখানে কী কেটে যাওয়ার কথা বোঝানো হয়েছে?
ক.চেতনা
খ.মনের বাঁধন
গ.সম্পর্কের বাঁধন✅
ঘ.প্রকৃতিপ্রেম
২৭.লোক-লোকান্তর কবিতায় কবির চেতনার পাখিটির নখ কি রঙের?
ক.সুপারি রং
খ.খয়েরি রং
গ.সবুজ রং
ঘ.লাল রং✅
২৮.আল মাহমুদ কোন পেশায় জড়িত ছিলেন?
ক.নাট্যকর
খ.সাংবাদিক✅
গ.শিক্ষকতা
ঘ.চলচ্চিত্রকর
২৯.চেতনা বলতে কি বোঝায়?
ক.বিবেক
খ.আত্নসংযম
গ.জ্ঞান✅
ঘ.কল্পনাশক্তি
৩০.নারি শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে?
ক.নারী
খ.রমনী
গ.না পারি✅
ঘ.না করি
সুমনা জান্নাত, ঢাবি।
আমার পোস্টগুলোর নোটিফিকেশন পেতে আমাকে অ্যাড দিতে ও ফলো করতে পারেন।।।
সংগ্রহীত