বাংলা ১ম পত্র - টপিক: "মহাজাগতিক কিউরেটর" ও "রক্তে আমার অনাদি অস্থি"

এইচএসসি ব্যাচ:২০১৯

বিষয় : বাংলা ১ম পত্র
টপিক: "মহাজাগতিক কিউরেটর" ও "রক্তে আমার অনাদি অস্থি"
সময় : ৩০ মিনিট(আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর করতে পারবা)
#২৪ ঘন্টা পর পোস্ট ইডিট করে উত্তর দেয়া হবে।

বহুনির্বাচনীঃ

১.কীসের মাধ্যমে জাফর ইকবালের সায়েন্স ফিকশনের প্রথম আবির্ভাব ঘটে? 
ক.প্রাকৃতিক সৌন্দর্যের দিক বিবেচনা
খ.হাস্যরসাত্মক দিক বিবেচনা 
গ.কপোট্রনিক সুখ দুঃখ রচনা 
ঘ.বৈজ্ঞানিক কল্পকাহিনি রচনা

২.জাদুঘরের তত্ত্বাবধায়ক কী নামে পরিচিত?
ক.কাউন্সিলর 
খ.কিউরেটর 
গ.সুপারভাইজার
ঘ.সাধারণ কর্মকর্তা

৩."মহাজাগতিক কিউরেটর" গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?
ক.সংস্কৃতি কথা
খ.জলজ
গ.মানবতন্ত্র
ঘ.সাম্যবাদী

৪.নিচের কোনটি সঠিক?
ক.গাছপালা----ব্যাকটেরিয়া---ভাইরাস---এককোষী প্রাণ 
খ.ভাইরাস---এককোষী প্রাণ ---ব্যাকটেরিয়া---গাছপালা
গ.ভাইরাস--ব্যাকটেরিয়া--এককোষী প্রাণ --গাছপালা
ঘ.এককোষী প্রাণ--ব্যাকটেরিয়া--গাছপালা--ভাইরাস

৫.উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কীরুপ বুদ্ধির বিকাশ লক্ষণীয়?
ক.নিম্নশ্রেণীর 
খ.মধ্যশ্রেণীর
গ.উচ্চশ্রেণীর
ঘ.উচ্চমধ্যশ্রেণীর 

৬."রক্তে আমার অনাদি অস্থি" কবিতায় কবির প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক.মানবতন্ত্র
খ.নির্বাচিত কথা
গ.সংস্কৃতি কথা
ঘ.জিজ্ঞাসা 

৭.সব প্রাণীর মূল গঠন কী দ্বারা তৈরী?
ক.সাইটোপ্লাজম 
খ.ডিএনএ 
গ.প্লাজমালেমা
ঘ.আরএনএ 

৮."সময় নষ্ট না করে কাজ শুরু করে দেওয়া যাক"উক্তিটি কোন প্রাণীর?
ক.প্রথম 
খ.দ্বিতীয় 
গ.তৃতীয়
ঘ.চতুর্থ 

৯.কোন প্রাণী নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলছে?
ক.সাপ
খ.ডাইনোসর 
গ.কুকুর 
ঘ.পিঁপড়া

১০.দিলওয়ার কী নামে সমধিক পরিচিত? 
ক.প্রকৃতির কবি
খ.সাধারণ মানুষের কবি
গ.গণমানুষের কবি
ঘ.চেতনার কবি

১১."রক্তে আমার অনাদি অস্থি" কবিতাটি কার উদ্দেশ্যে উৎসর্গিত?
ক.মোহাম্মদ হাসান খান
খ.কবীর চৌধুরী
গ.ফয়সাল আহমেদ 
ঘ.কবীর উদ্দিন 

১২.কোন প্রাণী নিয়ে কাজ নেই?
ক.সাপ 
খ.নীল তিমি
গ.ডাইনোসর 
ঘ.পিঁপড়া

১৩."শুধু সুশৃঙ্খল নয়,অসম্ভব পরিশ্রমী "-উক্তিটি কার?
ক.প্রথম প্রাণী 
খ.দ্বিতীয় প্রাণী 
গ.তৃতীয় প্রাণী
ঘ.চতুর্থ প্রাণী 

১৪." রক্তে আমার অনাদি অস্থি" কবিতায় 'মেঘনা' শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫

১৫.প্রবাহমান নদীর বাঁকে বাঁকে কী পাতা রয়েছে?
ক.ক্রোধ 
খ.লিপ্সা 
গ.মৃত্যুর ফাঁদ
ঘ.ঈর্ষা

১৬.কবি স্বপ্নকে কিসের শক্তিস্বরূপ তুলনা করা হয়েছে?
ক.সাগরের
খ.বিশাল বঙ্গোপসাগরের
গ.নদীর 
ঘ.পুকুরের 

১৭.দিলওয়ারের "দৈনিক গণকন্ঠে" সহকারী সম্পাদক হিসেবে নিয়োজিত থাকার সময়সীমা কত?
ক.১ বছর 
খ.২ বছর 
গ.৩ বছর 
ঘ.৪ বছর 

১৮.মানুষের বয়স কত?
ক.দুই মিলিয়ন বছর 
খ.তিন মিলিয়ন বছর 
গ.চার মিলিয়ন বছর
ঘ.পাঁচ মিলিয়ন বছর 

১৯. সৌরজগতের তৃতীয় গ্রহের প্রাণ সহজ এবং সাধারণ কেন?
ক.বিভিন্ন প্রজাতির মধ্যে মৌলিক পার্থক্য নেই
খ.সকল প্রজাতি দেখতে একই রকম 
গ.সকল প্রজাতির গঠন একই 
ঘ.প্রজাতিরগুলোর গুণাগুণ ভিন্ন ভিন্ন

২০.কোন প্রাণীটি বেশ কৌতূহলউদ্দীপক?
ক.ডাইনোসর 
খ.সাপ
গ.পিঁপড়া
ঘ.ক্যাংগারু 

২১."রক্তে আমার অনাদি অস্থি " কবিতাটি কত মাত্রার অপূর্ণ পর্বে বিন্যস্ত?
ক.৩
খ.৪
গ.১
ঘ.২

২২.সাগরের ঘূর্ণ্যমান ভয়াল জলরাশির মতো ক্রোধ কীসে পরিণত হয়েছে? 
ক.দেশের স্বার্থে
খ.সমগ্র জনগোষ্ঠীর সম্পদে
গ.সামাজিক সম্পদে
ঘ.রাষ্ট্রীয় সম্পদে

২৩.বহমান জীবন কী নয়?
ক.পরিপূর্ণ 
খ.বদ্ধ
গ.বাধাহীন 
ঘ.চলমান

২৪."রক্তে আমার অনাদি অস্থি" কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক.১৯৬১
খ.১৯৭১
গ.১৯৮১
ঘ.১৯৯১

২৫.'প্রাণের জাহাজ' কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক.জনগোষ্ঠী
খ.সম্পদ 
গ.গণমানব
ঘ.জনতা ও জনসম্পদ

২৬.মহাজগৎ এর কিউরেটরদের মতে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজাতি কোনটি?
ক.পিঁপড়া
খ.সাপ
গ.কুকুর 
ঘ.বিড়াল

২৭.সরীসৃপ প্রাণীর অবস্থা ঠান্ডায় কীরুপ হয়ে পড়ে?
ক.নিশ্চল
খ.অস্থির 
গ.স্থবির 
ঘ.প্রাণবন্ত

২৮.মুহাম্মদ জাফর ইকবালের মাধ্যমিক শিক্ষা কোথায় সমাপ্ত হয়?
ক.নেত্রকোনা 
খ.বগুড়া 
গ.সিলেট 
ঘ.নোয়াখালী 

২৯."রক্তে আমার অনাদি অস্থি " কবিতায় কবির কতটি কাব্যগ্রন্থের উল্লেখ পাওয়া যায়? 
ক.৫
খ.৬
গ.৭
ঘ.৮

৩০."রক্তে আমার অনাদি অস্থি " কবিতায় কয়টি নদীর নাম লক্ষণীয়?
ক.৪
খ.৫
গ.৬
ঘ.৭
সুমনা জান্নাত, ঢাবি।
আমার পোস্টগুলোর নোটিফিকেশন পেতে আমাকে অ্যাড দিতে ও ফলো করতে পারেন।।।

Catagories