(20/04/2019) বাংলাদেশ বেতারের MCQ প্রশ্ন ও পূর্ণাঙ্গ সমাধান

#আজ (20/04/2019) বাংলাদেশ বেতারের MCQ প্রশ্ন ও 
পূর্ণাঙ্গ সমাধান।

পদের নামঃ উচ্চমান সহকারী

বাংলা অংশ সমাধানঃ
১. নিতান্ত মন্দভাগ্য বোঝাতে বাগধারার ব্যবহার কোনটি? 
#উত্তর: ইঁদুর কপাল

২. সোনার তরী, বিষের বাশি, নকশীকাঁথার মাঠ এগুলো কোন শ্রেণির বিশেষ্য? 
#উত্তর: সংজ্ঞাবাচক

৩. বাঁশি বাজে ঐ মধুর লগনে – এটি কোন বাচ্যের উদাহরণ ? 
#উত্তর: কর্মকর্তৃবাচ্য

৪. হংসডিম্ব এর সঠিক ব্যাসবাক্য কোনটি? 
#উত্তর হংসীর ডিম্ব

৫. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? 
#উত্তর: একাদশ

৬. যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় কি বলে? 
#উত্তর অবীরা

৭. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
#উত্তর: ধ্বনিতত্ত্ব

৮. শৈবাল শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই? 
#উত্তর: দাম

৯. 'তিরিশ বসন্তের ফুল' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? 
#উত্তর: আশরাফ সিদ্দিকী

১০. অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি? 
#উত্তর: পানি

১১. 'শান্তি' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
#উত্তর: √শম্+ক্তি

১২. নিদাঘ শব্দের নি উপসর্গ কোন অর্থে? 
#উত্তর: আতিশয্য

১৩. Manuscript এর বাংলা প্রতিশব্দ? 
#উত্তর: পান্ডুলিপি

১৪. Yellow dog এর বাংলা প্রতিশব্দ? 
#উত্তর: হীন ব্যক্তি

১৫. গন্ধবহ সমার্থক শব্দ? 
#উত্তর: বাতাস

১৬. "Prosthesis" এর বাংলা প্রতিশব্দ কোনটি- 
#উত্তর: আদি স্বরাগম

১৭. 'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? 
#উত্তর: আরবি

১৮. কোনটি নাম ধাতু? 
#উত্তর: ঘুমা

১৯. নিচের কোনটি ইমন প্রত্যয় যোগে গঠিত? 
#উত্তর: নীলিমা

২০. নিচের কোনটি পারিভাষিক শব্দ? 
#উত্তর: বেতার

#ইংরেজী অংশ সমাধানঃ
২১. Don't trust him, he is a bit of snake in the —? 
#উত্তর: Grass

২২. A person in a family who lived a long time ago- 
#উত্তর: ancestor

২৩. What is the meaning of Tranquil? 
#উত্তর: placid

২৪. The weather was perfect and the sun never stopped—-? #উত্তর: shining

২৫. The term bounce back meaning? 
#উত্তর: recover

২৬. If that's how you feel, I'll leave you….? 
#উত্তর: alone

২৭. The word scrupulous synonym is? 
#উত্তর: Honest

২৮. Which is the following is plural form? 
#উত্তর: Media

২৯. The present form of sworn? 
#উত্তর: Swear

৩০. Antonym of the word 'agony' – — 
#উত্তর: happiness

৩১. The act of doing deliberate damage to something is? #উত্তর: sabotage

৩২. Which is correctly spelt ? 
#উত্তর: Coffee

৩৩. Come on, shake a…….we're running late. 
#উত্তর: leg

৩৪. Some people had turned …..on the off chance. 
#উত্তর: away

৩৫. Communications link by which information is received from space is- 
#উত্তর: retrieve

৩৬. drawing or writing on a wall, etc. 
#উত্তর: in a public place is called : graffiti

৩৭. Which one is odd? 
#উত্তর: Vixen

৩৮. Antonym of briefness? 
#উত্তর: verbosity

৩৯. A verb that acts as noun is called? 
#উত্তর: gerund

৪০. let —-dog lie. 
#উত্তর: sleeping

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৪১. কোন সনে বাংলাদেশের প্রথম জাতীয় সম্প্রচার নীতি প্রণীত হয়-
#উত্তর: ২০১৪

৪২. গুলট্রাম কোন দেশের মুদ্রার নাম- 
#উত্তর: ভুটান

৪৩. ১৯৭২ সালের কোন তারিখে বাংলাদেশ বেতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়- 
#উত্তর: সঠিক উত্তর নাই ( সঠিক হবে ১৯৭১ সালের ২২ ডিসেম্বর)

৪৪. প্রথম অল ইন্ডিয়া রেডিও ঢাকা সম্প্রচার হয় কত সন- 
#উত্তর: ১৯৩৯ সাল

৪৫. এফ এম রেডিও লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ- 
#উত্তর: BTRC

৪৬. বিশ্বব্যাংকের বর্তমান সভাপতির নাম কি? 
#উত্তর: ডেভিড ম্যাপলাস

৪৭. দেশের প্রথম ঔষধ শিল্প পার্ক কোথায় স্থাপিত হয়েছ- 
#উত্তর: গজারিয়া

৪৮. ভারতের লোকসভা নির্বাচন ২০১৯ সে দেশের কততম লোকসভা নির্বাচন- 
#উত্তর: ১৭তম

৪৯. সর্বশেষ তথ্যমতে বাংলাদেশের মাথাপিছু গড় আয় কত ডলা-
#উত্তর: ১৯০৯ মার্কিন ডলার

৫০. কোন তারিখে বিশ্ব বেতার দিবস পালিত হয়-
#উত্তর: ১৩ ই ফেব্রুয়ারি

৫১. কোন সন UN Radio প্রতিষ্ঠিত হয়? 
#উত্তর: ১৯৪৬

৫২. তাসনিম কোন দেশের সংবাদ সংস্থা- 
#উত্তর: ইরান

৫৩. সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক হল- 
#উত্তর: ইন্টারনেট

৫৪. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে- 
#উত্তর: ROM

৫৫. রেডিও বাজলে সাধারণত কত চাপ সৃষ্টি হয়- 
#উত্তর: 100

গণিত অংশ সমাধানঃ

৫৬. #উত্তর: ৪১

৫৭. #উত্তর: ১০/১১

৫৮. #উত্তর: 841

৫৯. #উত্তর: ৪৪%

৬০. #উত্তর: 1

৬১. #উত্তর: 2

৬২. #উত্তর: 16

৬৩. #উত্তর: 30

৬৪. #উত্তর: ৩৬%

৬৫. #উত্তর: 20

৬৬. #উত্তর: 9

৬৭. #উত্তর: ২৫ শতাংশ

৬৮. #উত্তর: ২৮

৬৯. #উত্তর: ৮০০

৭০. #উত্তর: ৭.৭৫

#সংগ্রহে: Alamin's BCS specials

Catagories