৩৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান-35th BCS Preliminary Question With Answer/solution/solve

৩৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান
কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হলে কমেন্টে জানানোর অনুরোধ রইলো। তাহলে পরবর্তীতে আপডেট করে নেয়া হবে।
১ . ‘সোয়াচ অব নো গ্রাউন্ড” কোথায় অবস্থিত? 
উত্তর: বঙ্গোপসাগরে
২ . বাগদা চিংড়ী কোন দশক থেকে রপ্তানী পণ্য হিসেবে স্থান করে নেয়? 
উত্তর: আশির দশক
৩ .বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? 
উত্তর: ১১৭
৪ .বাংলাদেশে বেসরকারি টিভ চ্যানেলের সংখ্যা-
উত্তর: ২৮
৫. ’অলিভ টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
উত্তর: সেন্টমার্টিন
৬ . চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ-এর দীক্ষাগুরু কে ছিলেন? 
উত্তর: শীলভদ্র
৭. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? 
উত্তর: বান্দরবান
৮. বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? 
উত্তর: ৪৫৫০
৯. মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য চিলেন? 
উত্তর: নালন্দা বিহার
১০. খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত? 
উত্তর: পুঞ্জি
১১. লর্ড ক্যানিং ভারত উপমাহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? 
উত্তর: পুলিশ ব্যবস্থা
১২. ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন? 
উত্তর: নিশাত মজুমদার
১৩. পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবী কে উত্থাপন করেন? 
উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত
১৪. বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা’ এর চিত্রকর কে? 
উত্তর: কামরুল হাসান
১৫. যশোর জেলায় অবস্থিত বিল- 
উত্তর: ভবদহ
১৬. বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 
উত্তর: ৮ম
১৭. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় স্বাক্ষরতার হার- 
উত্তর: ৫৭.৯%
১৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? 
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৯. ‘বর্ণালী’ এবং ‘শুভ্র’ কী? 
উত্তর: উন্নত জাতের ভুট্টা
২০. গভীর সমুদ্র বন্দর নির্মানের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? 
উত্তর: ৯ বর্গ কিলোমিটার
২১. ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে? 
উত্তর: নুরুল ইসলাম
২২. জীবনঢুলী কি? 
উত্তর: একটি চলচ্চিত্রের নাম
২৩. বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছে? 
উত্তর: তাসকিন আহমেদ
২৪. প্রকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে? 
উত্তর: ২০১৬-২০২০
২৫. দ্যা ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থটির লেখক_ 
উত্তর: গ্যারি জে ব্যাস
২৬. বিশ্ববাজারে বাংলাদেশের ব্লাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? 
উত্তর: কুষ্টিয়া গ্রেড
২৭. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল? 
উত্তর: নিউজ উইকস
২৮. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়? 
উত্তর: সিলেট
২৯. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সার -এর নাম কোনটি? 
উত্তর: ইউরিয়া এবং এএসপি
৩০. ম্যানগ্রোভ কি? 
উত্তর: উপকূলীয় বন
৩১. নেপালের সর্বশেষ রাজা ছিলেন- 
উত্তর: রাজা জ্ঞানেন্দ্র
৩২. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল- 
উত্তর: ইহুদীদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
৩৩. প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে- 
উত্তর: ইউকোসুক
৩৪. “ডমিনো” তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? 
উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়া
৩৫. “গ্লাসনস্তনীতি” কোন দেশে চালু হয়েছিল? 
উত্তর: সাবেক সোভিয়েত ইউনিয়ন
৩৬. ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা- 
উত্তর: ১
৩৭. বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে “শান্তি সংবিধান” বলা হয়? 
উত্তর: জাপান
৩৮. “Global Terrorism Index” ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র- 
উত্তর: ইরাক
৩৯. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রীসভার বৈঠক করেছে? 
উত্তর: মালদ্বীপ
৪০. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল — 
উত্তর: কমেকন
৪১. ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়- 
উত্তর: ব্রাজিল
৪২. “উইঘুর” হল-
উত্তর: চীনের একটি সম্প্রদায়ের নাম
৪৩. ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে- 
উত্তর: ৩৫০ নটিকেল মাইল
৪৪. মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? 
উত্তর: বাংলাদেশ-মায়ানমার
৪৫. কার্টাগেনা প্রটোকল হচ্ছে- 
উত্তর: জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
৪৬. ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়? 
উত্তর: ৪
৪৭. The Art of War গ্রন্থের রচয়িতা –
উত্তর: সুন জু
৪৮. বর্তমান বিশ্বে “নিউ সিল্ক রোড” এর প্রবক্তা-
উত্তর: চীন
৪৯. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে — 
উত্তর: ৪ অক্টোবর
৫০. “WIPO” এর সদর দপ্তর- 
উত্তর: জেনেভা
৫১ . বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়? 
উত্তর: প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে
৫২ . পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
উত্তর: ভূমিকম্প
৫৩. ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই?
উত্তর: নাগাল্যান্ড
৫৪. “ঝুম” চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলা সমূহে দেখা যায়?
উত্তর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ
৫৫. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? 
উত্তর: ৭৮.১%
৫৬. নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?
উত্তর: ইউ-আকৃতির উপত্যকা
৫৭. বাংলাদেশের কৃষি কোন প্রকার? 
উত্তর: ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী
৫৮. নিচের কোনটি আপদ (Hazard)-এর প্রত্যক্ষ প্রভাব? 
উত্তর: অবকাঠামোগত
৫৯. দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে ? 
উত্তর: ঝুঁকি(Risk) চিহ্নিতকরণ
৬০. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে? 
উত্তর: কমিউনিটি পর্যায়
৬১. ডি.এন.এ (DNA) অণুর দ্বি-হেলিক্স (Double Helix) কাঠামোর জনক কে? 
উত্তর: ওয়াটসন ও ক্রিক
৬২. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
উত্তর: আমিষ
৬৩. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? 
উত্তর: উট
৬৪. PH হলো- 
উত্তর: এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
৬৫. গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়? 
উত্তর: X রশ্মি
৬৬. বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি-
উত্তর: যুক্ত অবস্থার চাইতে অধিক
৬৭. ঘমার্ক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? 
উত্তর: বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
৬৮. নিম্নের কোন বাক্যটি সত্য নয়?
উত্তর: ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে
৬৯. কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো –
উত্তর: তড়িৎবীক্ষণ যন্ত্র
৭০. নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত? 
উত্তর: NaHCO3
৭১. আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
উত্তর: ৩
৭২. হৃৎপিন্ড কোন ধরণের পেশি দ্বারা গঠিত? 
উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক
৭৩. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? 
উত্তর: বুধ
৭৪. কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
উত্তর: জোয়ার-ভাটার স্রোত
৭৫. বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়?
উত্তর: ২
৭৬. কম্পিউটার সিস্টেমে এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
উত্তর: Input
৭৭. কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কী দিয়ে?
উত্তর: সিলিকন
৭৮. Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়? 
উত্তর: নির্ধারিত ফাইল কপি করা
৭৯. একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো – 
উত্তর: উপরের সবকটি
৮০. নীচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়? 
উত্তর: google.com
৮১. নীচের কোনটি ছাড়া Internet এ প্রবেশ করা সহজ না?
উত্তর: Web Browser
৮২. কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে?
উত্তর: Read
৮৩. MICR পূর্ণরূপ কী? 
উত্তর: Magnetic Ink Character Reader
৮৪. নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
উত্তর: উপরের সবগুলোই
৮৫. সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়? 
উত্তর: ২০০৬
৮৬. নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?
উত্তর: Android
৮৭. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কী?
উত্তর: ব্রডবেন্ড ইন্টারনেট সেবা
৮৮. Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: Lawrence J. Ellison
৮৯. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
উত্তর: RAM
৯০. পারসোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
উত্তর: Network
৯১. কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?
উত্তর: 1.5 টাকা
৯২. 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে?
উত্তর: 60 লিটার
৯৩ . দুইটি সংখ্যার গ.সা.গু 11 এবং ল.সা.গু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি –
উত্তর: 308
৯৪. x-y = 2 এবং xy = 24 হলে, x এর ধনাত্মক মানটি-
উত্তর: 6
৯৫. 3/x + 4/(x+1)=2 হলে, x এর মান কত?
উত্তর: 3
৯৬. Ix-3I < 5 হলে – 
উত্তর: -2
৯৭. x-3 – 0.001 =0 হলে, x2 এর মান
উত্তর: 100
৯৮. log3(1/9) এর মান –
উত্তর: -2
৯৯. একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে, সাধারণ অনুপাত কত?
উত্তর: -1/4
১০০. logax =1, logay=2, logaz=3 হলে, loga(x3y2/z) এর মান কত? 
উত্তর: 4
১০1. 2 সেমি ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
উত্তর: 4π -8
১০2 . 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে? 
উত্তর: 286
১০3 . 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70. এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে, ছাত্রদের গড় নম্বর কত?
উত্তর: 62.5
১০4. 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্ততঃ একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন? 
উত্তর: 40
১০৫. CALCUTTA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা AMERICA শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ?
উত্তর: 2
১০৬ . ———- ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব। 
উত্তর: সচেতনতা
১০৭. শব্দ : কর্ণ; আলো : ? 
উত্তর: চক্ষু
১০৮ . প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
উত্তর: ২
১০৯. প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত?
উত্তর: ৬
১১০. কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন? 
উত্তর: আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
১১২ . কোন বানানটি শুদ্ধ? 
উত্তর: প্রতিযোগীতা
১১৩ . কোনটি শুদ্ধ বানান ? 
উত্তর: শ্বশুর
১১৪ . নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন ?
উত্তর: RELATION
১১৫ .নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে ?
উত্তর: ২০
১১৬ . নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে ?
উত্তর: ৮টি
১১৭ . .০৩x.০০৬x.০০৭ =? 
উত্তর: .০০০০০১২৬
১১৮ . নিচের নম্বর সিরিজের কোনটি বসবে? ১,২,৮,৪৮,৩৮৪,____. 
উত্তর: ৩৮৪০
১১৯ . আপনার কাছে পাঁচটি আধুলি, ৮টা সিকি আছে। আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?
উত্তর: ০৫
১২০. ১২ এর কত শতাংশ ১৮ হবে? 
উত্তর: ১৫০
১২১. নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?
উত্তর: সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
১২২. মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
উত্তর: ঐচ্ছিক ক্রিয়া
১২৩. মূল্যবোধ (Values) কী? 
উত্তর: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
১২৪. সামাজিক মূল্যবোধের ভিত্তি কী?
উত্তর: নৈতিকতা
১২৫. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে –
উত্তর: মত প্রকাশের স্বাধীনতা
১২৬. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ( Millennium Development Goals) অর্জনে সুশাসনের কোন দিকগুলোর উপর গুরুত্ব দেয়া হয়েছে? 
উত্তর: সুশাসনের সামাজিক দিক
১২৭. “আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
উত্তর: ধারা ২৭
১২৮. Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?
উত্তর: টেকসই উন্নয়ন
১২৯. ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পটভাবে ব্যাখ্যা করে?
Ans : বিশ্বব্যাংক
১৩০. নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
উত্তর: সুশাসনের
১৩১. “পুরষ্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার”! – বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে- 
উত্তর: দুটোই অশুদ্ধ
১৩২. নিচের কোন বানানটি শুদ্ধ? 
উত্তর: মনীষী
১৩৩. কোন বাক্যটি শুদ্ধ?
উত্তর: দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
১৩৪. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
উত্তর: আসক্তি
১৩৪. “Consumer goods”- এর উপযুক্ত বাংলা পরিভাষা কি?
উত্তর: ভোগ্য পণ্য
১৩৬. “জল” শব্দের সমার্থক নয় কোনটি?
উত্তর: জলধি
১৩৭. “পরশ্ব” শব্দটির অর্থ কি? 
উত্তর: পরশু
১৩৮. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
উত্তর: ৭ টি
১৩৯. বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
উত্তর: লিঙ্গ পরিবর্তন দ্বারা
১৪০. “লবণ” শব্দের বিশেষ্য কোনটি?
উত্তর: ললিত
১৪১. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
উত্তর: আসক্তি
১৪২. নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত? 
উত্তর: খন্ডিত
১৪৩. “দ্বৈপায়ন” শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? 
উত্তর: দ্বীপ + অয়ন
১৪৪. “জজ সাহেব” কোন সমাসের উদাহরণ?
উত্তর: কর্মধারয়
১৪৫. নিচের কোনটি ধবনি-পরিবর্তনের উদাহরণ নয়? 
উত্তর: প্রাতিপদিক
১৪৬. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
উত্তর: কাহ্নপা
১৪৭. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? 
উত্তর: দোহাকোষ
১৪৮. “তাম্বুল রাতুল হইল অধর পরশে।” – অর্থ কি? 
উত্তর: ঠোঁটের পরশে পান লাল হল
১৪৯. “হপ্ত পয়কর” কার রচনা?
উত্তর: সৈয়দ আলাওল
১৫০. মঙ্গলকাব্যের কবি নন কে?
উত্তর: দাশু রায়
১৫১. “সমাচার দর্পণ” পত্রিকার সম্পাদক ছিলেন- 
উত্তর: জন ক্লার্ক মার্শম্যান
১৫২. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
উত্তর: আত্মচরিত
১৫৩. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
উত্তর: ছোটনাগপুর মালভূমি
১৫৪. “তেল নুন লকড়ি” কার রচিত গ্রন্থ?
উত্তর: প্রমথ চৌধুরী
১৫৫. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি ? 
উত্তর: কৃষ্ণকুমারী
১৫৬. ‘কপালকুণ্ডলা” কোন প্রকৃতির রচনা?
উত্তর: রোমান্সমূলক উপন্যাস
১৫৭. কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়? 
উত্তর: অগ্নিগ্রাসী বিশবত্রাসি জাগুক আবার আত্মদান
১৫৮. দ্রৌপদী কে? 
উত্তর: মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
১৫৯. “মিলির হাতে স্টেনগান”- গল্পটি কার লেখা?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস
১৬০. “অসমাপ্ত আত্মজীবনী” কার রচিত?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৬১. “প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।”-গানটির গীতিকার কে?
উত্তর: শেখ ওয়াহিদ
১৬২. “মাটির ময়না” চলচ্চিত্রের নির্মাতা কে?
উত্তর: তারেক মাসুদ
১৬৩. “হুলিয়া” কবিতা কার লেখা? 
উত্তর: নির্মলেন্দু গুণ
১৬৪. নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
উত্তর: সোমেন চন্দ্র
১৬৫. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? 
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের “পূর্ব-পশ্চিম”
১৬৬. Cricket enjoys a huge————- in Bangladesh. 
উত্তর: Following
১৬৭. “all at once I saw/a crowd, a host of golden daffodils?”
উত্তর: Wordsworth
১৬৮. What would be the right synonym for “initiative”?
উত্তর: Enterprise
১৬৯. Which of the following words can be used as a verb? 
উত্তর: Master
১৭০. Who among the following writers is not a Nobel Laureate?
উত্তর: Grahame Greene
১৭১. The correct passive form of “You must shut these doors” is-
উত্তর: These doors must be shut
১৭২. The film was directed in the directors usual—– style
উত্তর: Idiosyncratic
১৭৩. Which word is the determiner in the sentence “Will it take much time?”
উত্তর: much
১৭৪. The play Arms and the Man is by—– 
উত্তর: George Bernard Shaw
১৭৫. “He was a rather disagreeable man.” Here the word disagreeable is a/an
উত্তর: Adjective
১৭৬. This could have worked if I ———– been more far-sighted.
উত্তর: had
১৭৭. The “climax” of a plot is what happens-
উত্তর: at the height
১৭৮. Choose the pair of words that expresses a relationship similar to that of “Harm:Damage”–
উত্তর: Injure : Incapacitate
১৭৯. Othello is a Shakespeare’s play about-
উত্তর: A Moor
১৮০. In the 18th Century the Mughal Empire begun to –
উত্তর: disintegrate
১৮১. Being fat does not necessarily kill you, but it———the risk that you will suffer from nasty diseases.
উত্তর: increases
১৮২. The poem “Isle of Innisfree” is written by –
উত্তর: W. B. Yets
১৮৩. Riders to the Sea is-
উত্তর: a one-act play
১৮৪. “It is time to review the protocol on testing nuclear weapons”. Here the underlined word means-
উত্তর: Record of rules
১৮৫. ——— amazing song hunted me for a long time. 
উত্তর: That
১৮৬. Let us begin by looking at the minutes of the meeting. Here the underlined word means –
উত্তর: written record
১৮৭. The noise level in Dhaka city has increased exponentially. Here the underlined word means-
উত্তর: rapidly
১৮৮. Which of the following writers belong to the Elizabethan period?
উত্তর: Cristopher Marlowe
১৮৯. Women are too often ———- by family commitments.
উত্তর: constrained
১৯০. “To be, or not to be, that is the question”- is a famous dialogue from- 
উত্তর: Hamlet
১৯১. Class relations and societal conflict is the key understanding of –
উত্তর: Marxism
১৯২. Societies living in the periphery are always ignored. Here the underlined word means- 
উত্তর: marginal areas
১৯৩. The idiom “A stitch in time saves nine”-refers the importance of –
উত্তর: timely action
১৯৪. Which is the correct sentence? 
উত্তর: He insisted for seeing her
১৯৫. The phrase “nouveau riche” means-
উত্তর: New rich
১৯৬. What would be the best antonym of “hibernate”?
উত্তর: liveliness
১৯৭. I am in the process of collecting material for my story. The underlined word is a/an-
উত্তর: Noun
১৯৮. Depression is often hereditary. The underlined word is a/an- 
উত্তর: Noun
১৯৯. Find the odd-man out-
উত্তর: George Eliot
২০০. Find the odd-man out-
উত্তর: As I Lay Dying

Catagories