40th BCS MCQ Question Solution 2019 Answer – ৪০ তম বিসিএস প্রিলির প্রশ্ন ও সম্পূর্ণ নির্ভুল সমাধান দেখে নিনঃ

40th BCS MCQ Question Solution 2019 Answer – ৪০ তম বিসিএস প্রিলির প্রশ্ন ও সম্পূর্ণ নির্ভুল সমাধান দেখে নিনঃ

40th BCS MCQ Question Solution 2019:

Organization Name: Bangladesh Public Service Commission (BPSC)

Exam Type: Preliminary MCQ Exam
Exam Date: 3 May 2019
Exam Time: 10.00 AM to 12 PM
General cadre: 465
Technical cadre: 568
General education cadre: 870
Assistant Teacher Trainer-33
Grand Total: 1903

40th BCS Preliminary Full Question Solution 2019

See/download 40th BCS MCQ Question Solution 2019 From below:
We are working for solution. To get solution stay updated. (প্রশ্ন সমাধানের কাজ চলছে, সাথে থাকুন BDLove24.com team…)

বাংলা

১. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে – কারক
২. গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ – পর্তুগিজ
৩. কোন শব্দযুগল বিপরীতার্থক নয় – ঐচ্ছিক-অবশ্যিক
৪. দ্বারা, দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি – তৃতীয়া বিভক্তি
৫. অভিরাম শব্দের অর্থ কী – সুন্দর
৬. শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কী – সুসময়ের বন্ধু
৭. শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কী – একমাত্র সন্তান
৮. প্রােষিতভর্তৃকা শব্দটির অর্থ কী – যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
৯. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি – খেলনা
১০. ATTESTED এর বাংলা পরিভাষা কোনটি – প্রত্যয়িত
১১. কোনটি শুদ্ধ বানান – প্রােজ্জ্বল
১২. ‘জোছনা’ কোন শ্রেণীর শব্দ – অর্ধ-তৎসম
১৩. ‘জিজীবিষা’ শব্দটি দিয়ে বোঝায় – বেঁচে থাকার ইচ্ছা
১৪. ‘সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় – সঙ্গ+ ঈন
১৫. অন্যের রচনা থেকে চুরি করা কে বলা হয় – কুম্ভীলকবৃত্তি
১৬. ‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বোঝায় – মাকড়সা
১৭. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে – বৌদ্ধ ধর্ম
১৮. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন – রমনী পাদ
১৯. উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয় – ময়মনসিংহ গীতিকা
২০. জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত – বৃন্দাবন দাস
২১. বৈষ্ণব পদাবলী সঙ্গে কোন ভাষা সম্পর্কিত – ব্রজবুলি
২২. বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৩. ‘কিন্তু আরম্ভের পূর্বে ও আছে। সন্ধ্যা বেলার দীপ জ্বালানাের আগে সকালবেলায় সলতে পাকানাে’- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? – যোগাযোগ
২৪. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি – একটি কালাে মেয়ের কথা
২৫. ‘কালাে বরফ’ উপন্যাসটির বিষয় – দেশ ভাগ
২৬. ‘ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে – কৃষ্ণচন্দ্র মজুমদার
২৭. ‘জীবনস্মৃতি’ কার রচনা – রবীন্দ্রনাথ ঠাকুর
২৮. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন – মাইকেল মধুসূদন দত্ত
২৯. “সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি” চরণ দুটির রচয়িতা কে – মদনমােহন
তর্কালঙ্কার
৩০. জসিম উদ্দিনের রচনা কোনটি – যাদের দেখেছি
৩১. ‘কিন্তু মানুষ কখনাে পাষাণ হয় না’- উক্তিটি কোন উপন্যাসের? – শরৎচন্দ্রের ‘পথের দাবি’
৩২. ইয়ং বেঙ্গল গােষ্ঠীভুক্ত ছিলেন কে – এন্টনি ফিরিঙ্গি
৩৩. বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয় – ১৯২১
৩৪. ‘আগুন পাখি’ উপন্যাসটির রচয়িতা কে – হাসান আজিজুল হক
৩৫. ‘একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে – আলতাফ মাহমুদ

English

৩৬. Adjective
৩৭. Tana was a wonderful singer, but she’s past her time
৩৮. a brother or sister
৩৯. in
৪০. like
৪১. consciencious
৪২. excellent
৪৩. known for sudden changes in attitude or behaviour
৪৪. lad
৪৫. widower
৪৬. dismay
৪৭. abundance
৪৮. aircraft
৪৯. no
৫০. participle
৫১. something to stop
৫২. adverb phrase
৫৩. compound sentence
৫৪. by whom am I being called?
৫৫. postscript
৫৬. moc-heroic poem
৫৭. W.B. Yeats
৫৮. 1564
৫৯. Arthur Henry Hallam
৬০. Doctor Faustus
৬১. Juliet
৬২. Lord Byron
৬৩. Edward Fitzgerald
৬৪. James Joyee
৬৫. Guy De Maupassant
৬৬. Lady Macbeth
৬৭. John Keats
৬৮. Heatheliff
৬৯. Korte d’ Arthur
৭০. John Donne

বাংলাদেশ বিষয়াবলি

৭১. ১৪৯৮-১৫১৯
৭২. চন্দ্রগুপ্ত মৌর্য
৭৩. পর্তুগীজরা
৭৪. সোভিয়েত ইউনিয়ন
৭৫. পঞ্চম তফসিল
৭৬. লর্ড কার্জন
৭৭. ভাওয়াল ও মধুপুরের বনভূমি
৭৮. বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়- ফরিদপুর
৭৯. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ- ২ কোটি ৪০ লক্ষ একর
৮০. গারো উপজাতি কোন জেলায় বাস করে- ময়মনসিংহ
৮১. ২০১৮ সালে বাংলাদেশের জিডিপি কত- ১৭৫২ ডলার
৮২. ১৯৭৪ সালে
৮৩. দ্বিতীয় স্থান
৮৪. ৪১ বিলিয়ন মার্কিন ডলার
৮৫. যুক্তরাষ্ট্রের
৮৬. ৩৩.৬৬ শতাংশ
৮৭. সাড়ে ৪ হাজার কোটি টাকা
৮৮. ১৯৯১ সালে
৮৯. ৫ম সংশোধন
৯০. ৭ম
৯১. ১৬ই ডিসেম্বর, ১৯৭২
৯২. ১৩৭নং অনুচ্ছেদ
৯৩. ১৯৬৬ সালে
৯৪. ৩৫ জন
৯৫. মানবাধিকার
৯৬. ৪ ভাগে
৯৭. ১৩৬তম সদস্য
৯৮. ৭ই মার্চ, ১৯৭৩
৯৯. ১৩ হাজার ১৪৬টি
১০০. জহির রায়হান

আন্তর্জাতিক

১০১. কিউবা
১০২. ১৭
১০৩. ১৯৪৮
১০৪.বেলারুশ
১০৫. ফেব্রুয়ারি, ২০১৯
১০৬. জলবায়ু পরিবর্তন
১০৭. ১৯৮২ সালে
১০৮. কাটোহাউস, পোল্যান্ড
১০৯. উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
১১০. New Development Bank (NDB)
১১১. জীবুতি
১১২. বালাকোট
১১৩. ভারত
১১৪. অমর্ত্য সেন
১১৫. হাম্বানটোটা
১১৬. BIMSTEC
১১৭. NAM
১১৮. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
১১৯. অস্ট্রিয়া
১২০. ২য় শীর্ষ সম্মেলন
১২১.কয়লা
১২২. ১:১০০০০
১২৩. আইসোহাইট
১২৪. ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়
১২৫. ১৯৯৮
১২৬. নয়া দিল্লি
১২৭. গজারী
১২৮. কালবৈশাখী (Norwester)
১২৯. কৃষি খাত
১৩০. জলোচ্ছ্বাসজনিত বন্যা

দৈনন্দিন বিজ্ঞান

১৩১. ১৮
১৩২. গলনাংক
১৩৩. জারণ
১৩৪. ৮০৬.৬৭
১৩৫. বায়োগ্যাস
১৩৬. ১:২:১
১৩৭. রেকটিফায়ার
১৩৮. লাউডস্পিকার
১৩৯. হাইগ্রোমিটার
১৪০. সাগরে
১৪১. ভিটামিন সি
১৪২. ক্রোমোপ্লাস্ট
১৪৩. CH3COONa
১৪৪. আইসোটপ
১৪৫. কার্বন ডাই অক্সাইড

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

১৪৬. Scanner
১৪৭. Compiler
১৪৮. Touch Screen
১৪৯. 19
১৫০. Tables
১৫১. Personal Area Network
১৫২. Full Duplex
১৫৩. Round Robin
১৫৪. 01010010(2)
১৫৫. World Wide Web
১৫৬. উপরের সবগুলো
১৫৭. Unauthorized Access
১৫৮. Infra-red-range এর
১৫৯. Both physical and logical address
১৬০. VoIP

গণিত

১৬১.
১৬২. ৫৮
১৬৩. ৭২ টাকা
১৬৪. ৪ বছরে
১৬৫. ৬০০০ টাকা
১৬৬. ০.৬১
১৬৭. খ ( 1,
১৬৮. বাস্তব ও অসমান
১৬৯. ০
১৭০. 9/4
১৭১. a>0, a≠1
১৭২. ৩৫°
১৭৩. {1, 2, 4}
১৭৪. ১
১৭৫. ২০

মানসিক দক্ষতা

১৭৬. অধোগতি
১৭৭. Indwelling
১৭৮. ‘ন’
১৭৯. TREE
১৮০. খ
১৮১. টেনে নিয়ে যাওয়া হয়
১৮২. ০.০০০০০১
১৮৩. ১১০
১৮৪. ক
১৮৫. 7/G
১৮৬. ঘ
১৮৭. আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি
১৮৮. ১৪০
১৮৯. ২০
১৯০. পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

১৯১. আরজ আলী মাতুব্বার
১৯২. রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
১৯৩. আইনের শাসন
১৯৪. পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে
১৯৫. মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
১৯৬. মৌলিক স্বাধীনতার উন্নয়ন
১৯৭. নিয়মিত কর প্রদান করা
১৯৮. সংস্কৃতি
১৯৯. বিনিয়োগ বৃদ্ধি পায়
২০০. রাজনৈতিক
 ......................................................
সেট-০১

SEE THE BELOW SOLUTION

১. বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়- ফরিদপুর  (BDLove24.com)

২. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ- 

৩. গারো উপজাতি কোন জেলায় বাস করে- ময়মনসিংহ (BDLove24.com)

৪. ২০১৮ সালে বাংলাদেশের জিডিপি কত-১৭৫১ ডলার 

৫. আইন ও সালিশ কেন্দ্র কোন ধরনের সংস্থা- মানবাধিকার (BDLove24.com)

৬. 

৭. বাংলাদেশ জাতিসংঘের- -১৩৬ তম 

৮. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়- ৭ই মার্চ ১৯৭৩ 

৯. হাজার ১971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল- যুক্তরাষ্ট্র 

১০. বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে- পঞ্চম তফসিল(BDLove24.com)

৩২.ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?- 

৩৩. বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?-  ১৯২১ সন

৩৪.‘ আগুন পাখি’- উপন্যাসটির রচয়িতা কে?- 

৩৫.‘ একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে?- 

৭১.আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?-১৪৯৪-১৫১৯ (BDLove24.com)

৭২. প্রাচীন বাংলা মৌর্য শাসন এর প্রতিষ্ঠাতা কে?-চন্দ্রগুপ্ত মৌর্য্য 

৭৩. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন-পর্তুগীজরা 

৭৪.১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশকে ভেটো প্রদান করেছিল/-যুক্তরাষ্ট্র 

৭৫. বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিল এর অন্তর্ভুক্ত করা হয়েছে?-পঞ্চম তফসিল (BDLove24.com)

৭৬.‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?-লর্ড কার্জন 

৭৭. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?-ভাওয়াল ও মধুপুরের 

৭৮. বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?-ফরিদপুর (BDLove24.com)

৭৯. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ- 

৮০.‘ গারো উপজাতি’ কোন জেলায় বাস করে?-ময়মনসিংহ 

৮১.২০১৮ সালে বাংলাদেশের per capital GDP -১৭৫১ ডলার (BDLove24.com)


৮২.বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়-১৯৭৪ 

৮৩. 

৮৪. ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয়- 

৮৫. Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্যান্ডগুলোর সংগঠন- যুক্তরাষ্ট্র 


৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজী অংশ সমাধানঃ


##Question Solution: (40th BCS Preli).

##English Part:(All SET)
1) above
ans: adjective
2) past as preposition
ans: I called out to him as he ran past (BDLove24.com)

3) sibling
ans: infant
4) As she was walking, he suddenly....
ans: broke off (BDLove24.com)

5) You may go if u feel
ans: like
6) incorrect spelling : consciencious
7) terrific....... very ugly
8) capricious..... known for sudden changes in attitude or behavior
9) masculine....... lad
10) a man whose wife died..... widower
11) appal ...... dismay
12) dearth ....... abundance
13) same in plural.... intention
14) determiner .... no
15) enough is enough ...... something to stop
16) with great speed..... adverbial phrase
17) we must be late else .... compound sentence
18) passive: By whom am I being called?
19) an extra message..... postscript
20) the rape of the lock.... mock heroic poem
21) not American poet .... w.b. Yeats
22) Shakespeare born ....1564
23) "In Memorium" on death of .... Arthur Hallam
24) Sweet Helen a kiss ... Doctor Faustus
25) what's in a name ..... Juliet
26) man's love is of man's life..... lord Byron
27) Rubaiyat of Omar Khayyam translated by.... Edward Fitzgerald
28) Ulysses.... James Joyce
29) the diamond necklace...... Guy de Maupassant
30) All the perfume of Arabia..... Lady Macbeth (BDLove24.com)

31) where are the songs of spring..... John Keats
32) central character of Wuthering heights.... Heath cliff
33) the old order changed..... Morte d' Arthur
34) the good morrow ..... john Donne
35) A lost opportunity.... lost participle
###Stay connected to get solutions of other parts!!!

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলীর উত্তর

===============
==========================
১. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
উঃ ১৯৪৮ সালে

২. OIC-এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
উঃ ২য় শীর্ষ সম্মেলনে

৩. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারতসম্প্রতি(ফেব্রুয়ারি,২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
উঃ বালাকোট (BDLove24.com)

৪.নিচের কোন দেশে ২০২২ সালে G-২০ বাৎসরিক সম্মেলন হবে?
উঃ ভারত

৫. দ্যা আইডিয়া অব জাস্টিস - গ্রন্থের রচয়িতা কে?
উঃ অমর্ত্য সেন

৬. শ্রীলঙ্কার কোন সমূদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিচ দেওয়া হয়েছে?
উঃ হাম্বানটোটা (BDLove24.com)

৭. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
উঃ কিউবা( ৪ নং ক্লাসে পড়ানো হয়েছিল)

৮. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Tge 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য রয়েছে?
উঃ১৭ টি (BDLove24.com)

৯. ‘V 20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
উঃ জলবায়ু পরিবর্তন  (BDLove24.com)

১০.জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৮২ সালে (BDLove24.com)

১১.বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন(ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ কাটোউইস, পোল্যান্ড  (BDLove24.com)

১২. Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত?
উঃ উত্তর কোরিয়া,দক্ষিণ কোরিয়া

১৩. BRICS কতৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে --
উঃ New Development Bank(NDB)\ (BDLove24.com)

১৪. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
উঃ জিবুতি

১৫.নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
উঃ BIMSTEC( ৮ নং ক্লাসে পড়ানো হয়েছিল) (BDLove24.com)

১৬. নীচর কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
উঃ NAM( ৮ নং ক্লাসে পড়ানো হয়েছিল?)

১৭. জাতিসংঘ বিষয়ক আলোচনা পি৫ (P5) বলতে কি বুঝায়?
উঃ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য (২ নং ক্লাসে কিছু কিছু ব্যাচে পড়ানো হয়েছিল)

১৮. মিনস্ক কোন দেশের রাজধানী?
উঃ বেলারুশ (BDLove24.com)

১৯. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়?
উঃ ফেব্রুয়ারি, ২০১৯ সালে


৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার "তথ্য প্রযুক্তি" অংশের সমাধান

.
১৪৬। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
— OCR
১৪৭। নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একেবারে অনুবাদ ও সম্পাদন করে?
— Complier.
১৪৮। নীচের কোনটি একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?
— Touch Screen.
১৪৯। নিচের কোনটি Octal number নয়?
— 19
১৫০। একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নীচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?
— Tables
১৫১। Bluetooth কিসের উদাহরণ?
— vertual Private Network.
১৫২। মোবাইল ফোনে কোন Mode এ যোগাযোগ হয়?
— Full-duplex.
১৫৩। Time-shared OS এর জন্য কোন Schedeuling Policy সবচেয়ে ভাল?
— Round-robin
১৫৫। প্রথম web browser কোনটি?
— World Wide Web.
১৫৬। Social Networking Site এ যোগাযোগ এ কোন media ব্যবহৃত হয়?
— সবগুলো (image/video, Audio,text)
১৫৭। Firewell কি protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?
— Virus attackss.
১৫৮। TV remote এর Carrier frequency'র range কত?
— Infra-red range এর
১৫৯। CPU কোন address generate করে?
— Logical addresses.
১৬০। H-323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
— VoIP
--------- ----------- --------- ---------

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের উত্তর

১. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে- কারক (BDLove24.com)


২. গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ- পর্তুগিজ (BDLove24.com)

৩. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়- ঐচ্ছিক- অনাবশ্যিক (BDLove24.com)

৪. দ্বারা, দিয়া ,কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি- তৃতীয়া বিভক্তি (BDLove24.com)

৫. অভিরাম শব্দের অর্থ কি- সুন্দর (BDLove24.com)

৬. শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি -সুসময়ের বন্ধু (BDLove24.com)

৭. শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কি- একমাত্র সন্তান

৮. প্রোষিতভর্তৃকা শব্দটির অর্থ কি – যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে

৯. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি- খেলনা (BDLove24.com)
 
১০. ATTESTED এর বাংলা পরিভাষা কোনটি- প্রতায়িত

১১. কোনটি শুদ্ধ বানান?-প্রজ্বল

১২.‘ জোছনা’ কোন শ্রেণীর শব্দ?- অর্ধ-তৎসম

১৩.‘ জিজীবিষা’ শব্দটি দিয়ে বুঝায়- বেঁচে থাকার ইচ্ছা

১৪.‘ সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়-

১৫ অন্যের রচনা থেকে চুরি করা কে বলা হয়- কুম্ভীলকবৃত্তি (BDLove24.com)


১৬.‘ ঊর্ণনাভ’- শব্দটি দিয়ে বুঝাই-মাকড়সা

১৭. চর্যাপদ এ কোন ধর্মমতের কথা আছে?-বৌদ্ধ ধর্ম

১৮. উল্লিখিত দের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?-রমনী পাদ

১৯. উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?- (BDLove24.com)


২০. জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত:-

২১. বৈষ্ণব পদাবলী সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?-ব্রজবুলি

২২. বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২৩. ‘ কিন্তু আরম্ভের পূর্বে ও আছে। সন্ধ্যা বেলার দীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো’-বাক্য দোয়ায় কোন রচনা থেকে উদ্ধৃত?-

২৪. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?-একটি কালো মেয়ের কথা

২৫.‘ কালো বরফ’ উপন্যাসটির বিষয়-দেশ ভাগ (BDLove24.com)


২৬.‘ ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে?-কৃষ্ণচন্দ্র মজুমদার

২৭.‘‘ জীবনস্মৃতি’ কার রচনা?-রবীন্দ্রনাথ ঠাকুর

২৮. দীনবন্ধু মিত্রের‘ নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করে-মাইকেল মধুসূদন দত্ত

২৯.‘‘ সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’’ চরণ দুটির রচয়িতা কে?-মদনমোহন তর্কালঙ্কার

৩০. জসিম উদ্দিনের রচনা কোনটি?-যাদের দেখেছি (BDLove24.com)


৩১.‘ কিন্তু কখনো পাষাণ হয় না’- উক্তিটি কোন উপন্যাসের?-

৩২.ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?-

৩৩. বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?-১৯২১

৩৪.‘ আগুন পাখি’- উপন্যাসটির রচয়িতা কে?-হাসান আজিজুল হক

৩৫.‘ একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে?- আলতাফ মাহমুদ (BDLove24.com)

৭১.আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?-১৪৯৪-১৫১৯

৭২. প্রাচীন বাংলা মৌর্য শাসন এর প্রতিষ্ঠাতা কে?-চন্দ্রগুপ্ত মৌর্য্য

৭৩. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন-পর্তুগীজরা

৭৪.১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশকে ভেটো প্রদান করেছিল/-যুক্তরাষ্ট্র

৭৫. বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিল এর অন্তর্ভুক্ত করা হয়েছে?-পঞ্চম তফসিল
 
৭৬.‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?-লর্ড কার্জন

৭৭. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?-ভাওয়াল ও মধুপুরের

৭৮. বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?-ফরিদপুর (BDLove24.com)

৭৯. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-

৮০.‘ গারো উপজাতি’ কোন জেলায় বাস করে?-ময়মনসিংহ (BDLove24.com)

৮১.২০১৮ সালে বাংলাদেশের per capital GDP -১৭৫১ ডলার (BDLove24.com)

৮২.বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়-১৯৭৪ (BDLove24.com)

৮৩. INCLUSIVE DEVELOPMENT INDEX এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশর অবস্থান- প্রথম স্থান (BDLove24.com)

৮৪. ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয়- (BDLove24.com)

৮৫. Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্যান্ডগুলোর সংগঠন- যুক্তরাষ্ট্র (BDLove24.com)

৮৬.২০১৮ সালে বাংলাদেশ জিটিভিতে শিল্প খাতের অবদান ছিল-33.66 % (BDLove24.com)

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের উত্তর

1.6x^2 -7xb-4 = 0 >>বাস্তব ও অসমান

2. 35 deg

3. {1,2,4}

4. x^3 + 1/x^3 = 0

5. 9/4 (BDLove24.com)

6. a>0, a=1

7. root(27/48)

8. 6000 tk

9. 0.61

10. [1,∞)

11. 1

12. 20

13. 58 (BDLove24.com)

14. 72 tk

15. 4 yr

16. Triangle D (by connect )

17. D

18. UNICEF >> B

19. টানা নিয়ে যাওয়া হয় (BDLove24.com)
 
20. 110

21. A

22. 140

23. 20

25. A

26. A (BDLove24.com)

27. A

28. 7/G

29. ন (BDLove24.com)

30. TREE

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সুশাসন ও নৈতিকতা অংশ সমাধান

১। তথ্য পাওয়ার অধিকার
= রাজনৈতিক অধিকার ( রাষ্ট্রের সাথে সম্পর্কিত )

২। বাংলাদেশে ‘নব্য-নৈতিকতা’র
প্রবর্তক হলেন
= আরজ আলী মাতব্বর (নেটনাই তাই আইডিয়া থেকে দিলাম বাংলাদেশের দার্শনিক বলে) কারো জানা থাকলে বলবেন। ) (BDLove24.com)

৩। আমরা যে সমাজেই বসবাস করি না কেন না কেন, আমরা সকলেই নাগরিক হওয়ার প্রত্যামা করি। এটি
= রাজনৈতিক ও সামাজিক অনুশাসন ( এরিস্টটলের সেই বিখ্যাত উক্তি > মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব)

৪। সভ্য সমাজের মানদণ্ড হলো
= আইনের শাসন ( এটি না থাকলে সমাজ অসভ্যতে পরিণত হয়) (BDLove24.com)

৫।বিপরীত বৈষম্য -এর নীতিটি প্রয়োগ করা হয়
= নারীদের ক্ষেত্রে ( লিঙ্গবৈষম্য এর কথা হর হামেশায় শোনা যায়)

৬। মূল্যবোধের চালিকা শক্তি
= সংস্কৃতি ( সংস্কৃতির কারণেই বিভিন্ন দেশের মূল্যবোধ বিভিন্ন হয়)

৭। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে
= বিনিয়োগ বৃদ্ধি পায়

৮। মূল্যবোধ হলো
= মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড (BDLove24.com)

৯। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য
= মৌলিক অধিকার রক্ষা

১০ । সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য
= নিয়মিত কর প্রদান করা
(BDLove24.com)
===
মন্তব্য : ১ প্রশ্ন জাস্ট থিওরিটিকাল ছিল বাকিগুলো সিক্সথ সেন্স ব্যবহার করলেই পারা যায়।
//
কেউ ভুলের ঊবের্ধ্ নয় , তাই ডাহা কোনো ভুল উত্তর দিলে জানাবেন।



সম্পুর্ণ সমাধান চলছে… একটু পরে এখানে সম্পুর্ণ নির্ভুল সমাধান দেওয়া হবে… আমাদের সাথেই থাকুন… ধন্যবাদ

Catagories