যতোই পড়িবে ততোই জানিবে ::::
১, সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ~ ১৮ কি.মি
২, জাপানের বর্তমান সম্রাট~ নারুহিতো
৩, বিশ্বে প্রথম সশস্র উভচর ড্রোন জাহাজ তৈরি করে কোন দেশ ~ চীন
৪, প্রথম বানিজ্যিকভাবে 5G চালু করে ~ দক্ষিণ কোরিয়া , ৩ এপ্রিল, ২০১৯।
৫, বৈশ্বিক ই কমার্স বানিজ্যে শীর্ষ দেশ~ যুক্তরাষ্ট্র
৬, "গোঁয়ার গোবিন্দ" কথাটির অর্থ ~ কান্ডজ্ঞানহীন
৭, "আত্মচরিত" ~ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী
৮ , বাংলাদেশের যে নদী এশিয়ার সর্ববৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র~ হালদা নদী
৯, আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর ~ ওয়াশিংটন ডি.সি.
১০, "আলোকিত মানুষ চাই" যে প্রতিষ্ঠানের স্লোগান ~ বিশ্ব সাহিত্য কেন্দ্র( প্রতিষ্ঠা ১৯৮২)
১১, বিশ্ব শরনার্থী দিবস~ ২০ জুন ( ২০০০ জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করে ,২০০১ সালে প্রথম পালিত হয়)
১২, ঐতিহাসিক সাত গম্ভুজ মসজিদের নির্মাতা ~ উমিদ খাঁ ( শায়েস্তা খানের সময়ে, তিনি শায়েস্তা খাঁ'র পুত্র ছিলেন)
১৩, দাড়ি-গোঁফ জন্মায়~ টেস্টোস্টেরন হরমোনের কারণে
১৪, বাংলাদেশে আর্সেনিকের গ্রহনযোগ্য মাত্রা~ ০.০৫ মি.গ্রা/লিটার