ব্যাংক পরীক্ষার জন্য কি কি পড়বেন তার ছোট একটা লিস্ট দিচ্ছি প্রিলি+রিটেন।
১। ব্যাংকের জন্য সবচেয়ে ভাইটাল জিনিস হচ্ছে ম্যাথ এইটাই বিসিএস প্রিপারেশন এবং ব্যাংক প্রিপারেশন এর মধ্যে মূল পার্থক্য করে দেয়।
ম্যাথের জন্য বই হচ্ছে ঃ ক্লাস ৮, ৯--১০ এর গণিত বই আগে বুঝে বুঝে শেষ করতে হবে তারপর আগারওয়াল করতে হবে।বিগত বছরের প্রশ্নের জন্য বাজার থেকে যে কোন একটা বই কিনলেই হবে সবগুলার কোয়ালিটি মোটামুটি সেইম।এই বইগুলা বুঝে বুঝে শেষ করতে পারলে দুনিয়ার যে সাইট থেকেই ম্যাথ আসুক আপনি ৮০% পারবেন ইনশাআল্লাহ।
ইংলিশঃ ভোকাবুলারি আর বানান পড়লে প্রিলি শেষ আর রিটেনের জন্য নিয়মিত ইংলিশ পত্রিকা পড়তে হবে এবং ট্রান্সলেশন অনুশীলন করতে হবে।
বাংলাঃপ্রিলির জন্য নরমাল যে কোন একটা বই পড়লেই হবে।মনে রাখতে হবে ব্যাংকে ব্যাকরণ বেশি আসে তাই ব্যাকরণ পার্ট ভালো করে পড়তে হবে।
আর মনে রাখতে হবে সাফল্যের কোন শর্টকাট রাস্তা নাই, তাই কমপক্ষে ৬ মাস গভীর মনোযোগ সহকারে পড়তে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ভালো কিছু হবে।