২০১৮ সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান - পার্ট


২০১৮ সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান - পার্ট -
বাংলাদেশ বিষয়াবলীঃ
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী – তাজউদ্দিন আহমদ
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেয় – UNESCO
উত্তরা গণভবন অবস্থিত – নাটোর
বড়পুকুরিয়া কয়লা খনি অবস্থিত – দিনাজপুর
বাংলাদেশ তার শততম টেস্ট যে দেশের বিপক্ষে জিতে – শ্রীলংকা
আমার ভাইয়ের রক্তে রাঙাানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার – আবদুল লতিফ
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি – আবদুল হামিদ
বাংলাদেশের জাতীয় টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক – সাকিব আল হাসান
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র - হালদা নদী
৬ দফা আন্দোলন হয়েছিল – ১৯৬৬ সালে
গ্রীনিস মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য – ৬ ঘন্টা
গজলডোবা বাঁধ বাংলাদেশের যে নদীর উজানে – তিস্তা
বাংলাদেশে বীরশ্রেষ্ঠ খেতামপ্রাপ্ত মুক্তিযোদ্ধা – ৭ জন
বাংলাদেশ সংবিধানে মোট তফসিল আছে – ৭ টি
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, গানটির রচয়িতা – লালন শাহ
বাংলাদেশে কোন ব্যক্তির ভোটাধিকারের ন্যূনতম বয়স – ১৮ বছর
জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন – রাষ্ট্রপতি
যে আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় – ইরাক
সংবিধান স্বীকৃত ভাষাকে বলা হয় – রাষ্ট্রভাষা
মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত যে জেলার নাম – যশোর
শেখ মুজিবুর রহমানের জন্মতারিখ – ১৭ মার্চ, ১৯২০
জাতীয় স্মৃতি সৌধের উচ্চতা – ১৫০ ফুট
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী – ১২ তম।২০১৯ এ ১৩ তম
জাতীয় সংসদের ইংরেজি বা সাংবিধানিক নাম – হাউজ অব দি নেশন
ইউনিয়ন পরিষদ গঠিত হয় – ১৩ সদস্য নিয়ে
বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ এর উপাধি – ল্যান্স নায়েক
" অপরাজেয় বাংলা " এর ভাস্কর – সৈয়দ আবদুল্লাহ খালেদ
মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা – ডা: সেতারা বেগম ও তারামন বিবি
সংবিধানের যে অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে – ২৮(২) ধারা
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল – ১০ এপ্রিল, ১৯৭১ সালে
বীর বিক্রম উপাধি দেয়া হয় – ১৭৫ জনকে
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেক্টর ছিল।– ১১ টি
বাংলাদেশের অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনের সর্ববৃহৎ খাত – সেবা
এশেজ কথাটি যে খেলার সাথে জড়িত – ক্রিকেট
বাংলাদেশে সরকারি EPZএর সংখ্যা – ৮ টি

Catagories